পশ্চিমবঙ্গে নতুন ছুটি ঘোষণা, নবান্নের বিজ্ঞপ্তি। সরকারী কর্মী, স্কুল কলেজ, অফিস আদালত সব ছুটি।

রাজ্যের সরকারি কর্মীদের জন্য নতুন ছুটি ঘোষণা করলো নবান্ন। বিশেষ কারণে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ছুটি ঘোষণা তথা New Holiday Declared by Nabanna. এর ফলে রাজ্যের কোন কোন Government Department তথা সরকারি দপ্তরে থাকবে এই ছুটি, সরকারি কর্মীরা কবে, কখন পাবেন এই ছুটি, তা বিস্তারিত আলোচনায় জেনে নেওয়া যাক।

সরকারি কর্মীদের সহ শিক্ষা প্রতিষ্ঠানেও এই ছুটি ঘোষণা।

বৃহস্পতিবার তথা আজ সকালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আকস্মিকভাবে প্রয়াত হন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। আজ সকাল 10টা 40 মিনিটে তিনি ইহ জগতের মায়া ত্যাগ করেছেন। গতকাল বুধবার রাতে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এই কারণেই সরকারি কর্মীদের জন্য এই ছুটির ঘোষণার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।

সুব্রত সাহা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক। তার বয়স হয়েছিল 69 বছর। জানা গেছে, সম্প্রতি কলকাতায় তার গলব্লাডার অপারেশন করা হয়। তিনি সুস্থ হয়ে বুধবার সকালে জেলায় ফেরেন। কিন্তু ঐ তারিখেই রাতে হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন। এরপর তাকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকাল 10টা 40 মিনিটের দিকে হঠাৎ তার মৃত্যু হয়।

মন্ত্রিসভার সহকর্মীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করা হবে। সুব্রত সাহার মৃত্যুতে রাজনৈতিক জগতে এক শূন্যতা তৈরি হয়েছে। প্রতি আমার আন্তরিক সমবেদনা। সুব্রত সাহার পরিবার।”

বিগত 2011 সালে, সুব্রত সাহা সাগরদিঘি থেকে মুর্শিদাবাদ জেলার একমাত্র তৃণমূল বিধায়ক হিসাবে নির্বাচিত হন। টানা 3 বার তিনি ওই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন। তার এই মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রথমে কংগ্রেসে থাকলেও পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। সুব্রতকে শেষ শ্রদ্ধা জানাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

তার এই মৃত্যুর কারণে পশ্চিমবঙ্গ সরকার এর ফাইন্যান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে ছুটি ঘোষণার বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তির নম্বর – 5245-F(P2), তারিখ:- 29.12.2022. উক্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই পাঠানো হয়েছে বিভিন্ন দপ্তরে। তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে চারিদিকে।

Reliance জিও 75GB ফ্রি ইন্টারনেট সহ লঞ্চ করলো New Year’s Best রিচার্জ প্ল্যান। জানতে ক্লিক করুন।

পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, শ্রী সুব্রত সাহার দুঃখজনক মৃত্যুর কারণে, সরকারি কর্মী তথা সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, নগর ও স্থানীয় সংস্থা, কর্পোরেশন, উদ্যোগ এবং অন্যান্য অনুদান-ইন-এইড প্রতিষ্ঠানগুলি পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণ আজ অর্থাৎ 29শে ডিসেম্বর, 2022 দুপুর 2টা থেকে বন্ধ থাকবে। সম্মানিত ব্যক্তির বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও শ্রদ্ধা জানাতেই এই সরকারি ছুটি ঘোষণা।

শিক্ষকদের ছুটি বাতিল করেও পিছু হটলো রাজ্য সরকার, স্কুল বন্ধ থাকলে শিক্ষকেরা গিয়ে কি করবেন?

সরকারি কর্মীদের বিভিন্ন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এছাড়া আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। এই আর্জেন্ট নিউজ সকলকে শেয়ার করে দিন যাতে বিষয়টি সবাই জেনে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে পারেন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button