HDFC Scholarship ছাত্রছাত্রীদের দিচ্ছে 50,000 টাকা। আবেদনের যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন

HDFC Scholarship Application 2025

ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে এইচডিএফসি স্কলারশিপ (HDFC Scholarship). এই বৃত্তির মাধ্যমে ছাত্রছাত্রীরা পাবেন ৫০,০০০ টাকার আর্থিক সাহায্য। মেধাবী ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনায় কোনো বাধা না আসে তার জন্য বেসরকারি তরফে এই বৃত্তি (Scholarship Scheme) চালু করা হয়েছে। কিভাবে এই বৃত্তির জন্য আবেদন জমা করবেন? কি কি আবেদন যোগ্যতা প্রয়োজন হবে? আসুন দেখে নেওয়া যাক।

HDFC Scholarship Details 2025

যে সকল ছাত্রছাত্রীরা BA, BSc, BCom ইত্যাদি ডিগ্রি কোর্সে পড়াশোনা করছেন, তাঁদের জন্য, HDFC ব্যাঙ্কের তরফে 30,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া যে শিক্ষার্থীরা BTech, MBBS, ব্যাচেলর অফ আর্কিটেকচার, নার্সিং ইত্যাদি পেশাদার কোর্সে পড়াশোনা করছেন তাঁরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তাঁরা এই বৃত্তির মাধ্যমে আর্থিক সাহায্য পাবেন 50,000 টাকা পর্যন্ত।

পশ্চিমবঙ্গে সেরা সরকারি স্কলারশিপ। পড়ুয়াদের জন্য বৃত্তি প্রকল্প

HDFC Scholarship Eligibility

এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য কোনো একজন শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর থাকতে হবে। আবেদনকারী শিক্ষার্থীর
পারিবারিক বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম।

Scholarship Application Important Documents

এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য যে যে ডকুমেন্ট প্রয়োজন হবে দেখে নিন- ১) শনাক্ত করার পর পাসপোর্ট আকারের ছবি প্রয়োজন হবে। ৩) মার্কশিট আবেদনকারীদের পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। ৪) হ্যাঁ সকল শিক্ষার্থীরা আবেদন জানাবেন তাঁদের পরিচয় প্রমাণ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, বা ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে। ৫) এছাড়াও প্রয়োজন হবে কোর্স ভর্তির নথি যেমন আপনি বর্তমানে যে কোর্সে অধ্যয়ন করছেন তার ভর্তির প্রমাণ। আর এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে ভর্তির চিঠি বা আবেদন ফি। ৬) প্রয়োজন হবে আপনার ব্যাংক পাসবুক বা পেমেন্ট প্রক্রিয়াকরণ করার জন্য একটি বাতিল চেক। ৭) আবেদনকারী শিক্ষার্থীদের পারিবারিক আয়ের শংসাপত্র জমা দিতে হবেন ৮) এর পাশাপাশি, পরিবারের আয় উল্লেখ করে একটি হলফনামা জমা দিতে হবে আপনাকে।

মাধ্যমিক পাশে 50,000 টাকার স্কলারশিপ দিচ্ছে টাটা। কিভাবে আবেদন জানাবেন? দেখে নিন

HDFC Scholarship Application

ছাত্রছাত্রীরা মনে রাখুন, এই স্কলারশিপে শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। কিন্তু অফলাইনে পাঠানো কোনও হার্ড কপি গ্রহণ করা হবে না। অনলাইনে কিভাবে আবেদন করবেন? স্টেপ বাই স্টেপ জেনে নিন।

  1. প্রথম ধাপ: আপনাদের প্রথমে ভিজিট করতে হবে Buddy4Study ওয়েবসাইটে। তারপর এই ওয়েবসাইট মারফত রেজিস্ট্রেশন করতে হবে।
  2. এর পরের ধাপে আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
  3. এর পর লগ ইন করতে হবে। আপনি রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন বিবরণ ব্যবহার করে প্ল্যাটফর্মে লগ ইন করুন।
  4. লগ ইন করার পরে ক্লিক ক্লিক করুন “Apply Now” বাটনে।
  5. এবার, আপনাকে রিডিরেক্ট করা হবে HDFC ব্যাঙ্ক পরিবর্তনের ECSS প্রোগ্রাম 2024-25 আবেদন পৃষ্ঠায়।
  6. এর পরের ধাপে আপনি আবেদন পূরণ করুন। আর তার জন্ট “Start Application” বাটনে ক্লিক করতে হবে।আর অনলাইন আবেদন ফর্মে সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে।
  7. এবার ডকুমেন্টগুলি আপলোড করুন।
  8. এবার উল্লিখিত আপনার ছবি, মার্কশিট এবং পরিচয় প্রমাণ সহ প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন।
  9. এর পরের ধাপে আপনি ফর্মটি পূরণ এবং নথি আপলোড করার পরে একবার রিভিউ করে নিন।
  10. সবকিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করে সাবমিট অপশনে ক্লিক করুন। আপনার অ্যাপ্লিকেশন জমা হয়ে যাবে।
  11. স্কলারশিপে আবেদনের শেষ তারিখ জানতে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।

Related Articles

Back to top button