Gruha Lakshmi Yojana: মহিলাদের জন্য চালু হল গৃহলক্ষ্মী যোজনা! প্রতিমাসে পাবেন 2000 টাকা। জেনে নিন আবেদন পদ্ধতি
Gruha Lakshmi Yojana For Womens
মহিলাদের জন্য চালু হয়েছে গৃহলক্ষ্মী যোজনা (Gruha lakshmi Yojana). এর আগে মহিলাদের জন্য প্রকল্প বলতে আমরা লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে জানতাম। তবে আজকে আমরা জানব অপর একটি প্রকল্প সম্পর্কে। যেখানে আবেদন জানানো মহিলারা প্রতিমাসে পাবেন ২০০০ টাকা, তাই আপনারা যারা এই প্রকল্প (Government Scheme) সম্পর্কে জানেন না, তাঁরা অবশ্যই আজকের প্রতিবেদন পড়ে নিন। এই প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে ডিটেলস উল্লেখ করা হল।
Gruha Lakshmi Yojana Scheme
বিগত কয়েক বছরে মহিলাদের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বেশ কিছু নতুন প্রকল্প চালু করেছে। আর সেই সকল প্রকল্পগুলি সমাজের দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষদেরকে আর্থিক ভাবে সহায়তা করার উদ্দেশ্যে পরিচালিত হয়। এমনই কিছু সরকারি প্রকল্পে ভর্তুকি দেওয়া হয়, আবার কোন প্রকল্পে দেওয়া হয় নির্দিষ্ট পণ্য, আবার বেশ কিছু প্রকল্পে আবেদনকারীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রাজ্য সরকার পরিচালিত ঠিক এরকমই একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হল “গৃহলক্ষ্মী যোজনা”। আর এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতিমাসে পান আর্থিক সহায়তা। আবেদনকারী
মহিলাদের দেওয়া হয় ২০০০ টাকা করে। তাই আপনি যদি যোগ্য মহিলা হন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারেন। আর প্রতি মাসে ২০০০ টাকা করে ভাতা পেয়ে যাবেন। আজকের এই প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই।
গৃহলক্ষী যোজনা কর্ণাটক রাজ্যের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা তাদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। আর আপনি যদি এই প্রকল্পের যোগ্য হন তবে দেরি না করে আজই অনলাইনের মাধ্যমে আবেদন করুন এবং প্রতি মাসে ২০০০ টাকা আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের অর্থ মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই স্কিমের মাধ্যমে মহিলারা প্রতিমাসে পান ২০০০ টাকা। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে একজন মহিলা বছরে ২৪ হাজার টাকা পাবেন। নিঃসন্দেহে, এটি সকলের জন্যই খুব উপকারী হবে।
গৃহলক্ষ্মী যোজনা আবেদন যোগ্যতা
সাধারণত প্রত্যেকটি প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকে। এই গৃহলক্ষ্মী প্রকল্পের ক্ষেত্রেও তাই। আসুন জেনে নেওয়া যাক, স্কিমের আবেদন যোগ্যতা কি কি।
১) এই প্রকল্পের যারা আবেদনকারী তাঁদেরকে অবশ্যই কর্ণাটক রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২) আবেদনকারীকে APL (Above Poverty Line) বা BPL (Below Poverty Line) পরিবারের সদস্য হতে হবে। ৩) এই প্রকল্পে পরিবারের গৃহিণী বা মহিলারাই আবেদন করতে পারবেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা। লাখ লাখ মহিলার জন্য ভালো খবর।
গৃহলক্ষ্মী যোজনা আবেদন পদ্ধতি
১) এই প্রকল্পে আবেদন জানানোর জন্য ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ৩) এরপর সেই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। ৪) আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। আর এরপর পূরণ হওয়া আবেদনপত্রটি জমা করুন। ৫) আপনার আবেদন অনুমোদিত হলে সরাসরি DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে প্রতিমাসে ২০০০ টাকা পাঠানো হবে আপনার ব্যাংক একাউন্টে।