Gratuity Calculator – কত বছর চাকরী করলে কত টাকা গ্র্যাচুইটির পাবেন জানেন? Important Update.

Gratuity Calculator – কখন, কিভাবে মিলবে গ্র্যাচুইটি?

বেসরকারি কোনো একটু ভালো বড় সংস্থায় অথবা সরকারি চাকরি (Gratuity Calculator) করলেই কর্মীরা পান গ্রাচুইটি। অনেকের মধ্যেই এই গ্র্যাচুইটি পাওনা নিয়ে সুস্পষ্ট কোন ধারণা নেই। আজ আমরাই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি এই গ্রাচুইটি কখন পাওয়া যায় এবং কি অনুপাতে পাওয়া যায় তা নিয়ে।

কখন মেলে গ্রাচুইটি?
যখন একজন কর্মী কোন কোম্পানির চাকরি ছেড়ে দেন বা তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় বা সাধারণ নিয়মে অবসর গ্রহণ করেন, তখন তিনি গ্রাচুইটির টাকা পান। (Gratuity Calculator)
আবার কোন কারণে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যু এই গ্র্যাচুইটির টাকা পান তারই মনোনীত ব্যক্তি।

মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত, কি অভিযোগ এলো জানেন?

সর্বোচ্চ কত টাকা পাওয়া যায়?
১৯৭২ সালের গ্র্যাচুইটি পেমেন্ট অ্যাক্ট অনুযায়ী, একজন কর্মী সর্বাধিক কুড়ি লাখ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পেতে পারেন। এই গ্রাচুইটির টাকা (Gratuity Calculator) পুরোটাই তাদের নিয়োগকর্তা দিয়ে থাকেন।

কারা পাবেন এই গ্র্যাচুইটি?
যেকোনো কোম্পানি, প্রতিষ্ঠান, কারখানা যেখানে ১০ জন বা তার বেশি কর্মী রয়েছেন এবং তারা বছরের যেকোনো একদিনও কাজ করে থাকেন বা করেছেন, তারাই পাবেন গ্রাচুইটি। এখন বর্তমানে কখনো কোম্পানিতে (Gratuity Calculator) ১০ জনের কম সংখ্যক কর্মী হলেও এই আইনের আওতাভুক্ত।

জ্বর শ্বাসকষ্টে ভুগছে বহু পড়ুয়া, বন্ধ হয়ে গেল বহু স্কুল, নবান্নে জরুরী বৈঠক, দু সপ্তাহ স্কুল বন্ধ নিয়ে আজ হতে পারে সিদ্ধান্ত

কিভাবে পাবেন গ্র্যাচুয়েটের হিসাব?
এই পদ্ধতিতে নিজেই আপনার গ্রাচুইটির পরিমাণ জানতে পারবেন। সূত্রটি হল,
মোট গ্র্যাচুইটির পরিমাণ = (শেষ প্রাপ্ত বেতন) x (১৫/২৬) x (কত বছর কোম্পানিতে কাজ করেছেন)
এই সূত্র অনুযায়ী, কোনো এক মাসে ২৬ টি কার্যদিবস ধরে নিলে, কর্মীদের ১৫ দিনের গড় নিয়ে বেতন দেওয়া হয়। (Gratuity Calculator)

যেমন, ধরা যাক যদি কোনও ব্যক্তি একটি কোম্পানিতে টানা ৭ বছর কাজ করেছেন এবং তার শেষ প্রাপ্ত বেতন ৩৫,০০০ টাকা (মূল বেতন এবং মহার্ঘ্য ভাতা সহ)। তাহলে তিনি গ্রাচুইটে বাবদ মোট যে টাকা পাবেন-
৩৫০০০ x (১৫/২৬) x ৭ = ১,৪১,৩৪৬ টাকা।

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

পুরনো নোটে থাকতে হবে এই নম্বর, মিলবে ৫ লক্ষ টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button