Govt Schemes – আধার কার্ড ও ব্যাংক একাউন্ট থাকলে মাসে 3000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, আজই এইভাবে আবেদন করুন।

Govt Schemes – প্রতি মাসে পেনশন পাবেন কৃষকরা, কিভাবে, কত টাকা পাবেন।

জনগনের সুবিধার জন্য বিভিন্ন সরকারী প্রকল্প বা Govt Schemes চালু করে কেন্দ্র ও রাজ্য সরকার। তার মধ্যে সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষের জন্য কিছুনা কিছু Govt Schemes বা প্রকল্প রয়েছে। আর দেশের ক্রিশিকে আরও মজবুত করতে এবার নতুন ঘোষণা নরেন্দ্র মোদীর। এই প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত ৩ হাজার টাকা করে পেনশন পাবেন দেশের কৃষকেরা। কিষাণ যোজনার অধীনে ৬০০০ টাকা করে সুবিধা প্রদান করা হয় কৃষকদের জন্য। সেখানে আরও ৩ হাজার টাকা পাবেন তারা

পিএম কিষান মানধন যোজনার (Govt Schems PM Kishan Mandhan Yojana) অধীনে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা দেওয়ার জন্যই এই প্রকল্প তৈরি করা হয়েছে। এর মাধ্যমেই বছরে যেমন কৃষকেরা ৬০০০ টাকার আর্থিক সহায়তা পেয়ে থাকেন, তার সঙ্গে সরকারের দেওয়া কিছু শর্ত পূরণ করলেই তারা ৩ হাজার টাকা পর্যন্ত পেনশন (Pension) পেতে থাকবেন। এবার কেন্দ্রীয় সরকারের তরফে পিএম কিষান মানধন যোজনার অধীনে যে সমস্ত কৃষকেরা রয়েছেন, তারা এই ৩০০০ টাকার পেনশন পেতে গেলে কি শর্ত পূরণ করতে হবে?

দেশের কৃষকেরা ৬০ বছর বয়স থেকে ৩০০০ টাকা করে পেনশন পাবেন। ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত কিষাণ যোজনার অধীনে তারা যে আর্থিক সহায়তা পেয়ে থাকেন, তার সঙ্গে ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা জমা করলে ৬০ বছর বয়স থেকে তারা এই পেনশন পেতে শুরু করবেন। PM Kishan Mandhan Yojana-র অধীনে ১৮ বছরের কম বয়সী কৃষকদের প্রতি মাসে ৫৫ টাকা এবং বেশি বয়সীদের ২০০ টাকা করে ব্যাংকে জমা করতে হবে। সে ক্ষেত্রে ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে রাখতে হবে।

কারা এই সুবিধা নিতে পারবেন:
দেশে যে সমস্ত কৃষকদের ২ হেক্টর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে, তারা এই সুবিধা পাবেন।
১৮ থেকে ৪০ বছর বয়সি কৃষকেরা প্রতি মাসে ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত বয়সের হিসেবে টাকা জমা দেবেন।
৬০ বছর বয়স থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন।
আবেদনকারী কৃষক এবং তার স্ত্রী উভয়েই এই পেনশন পাবেন। উভয়ের মৃত্যু হলে তার যিনি নমিনি থাকবেন তিনি টাকা পাবেন।

পিএম কিষাণ মানধন যোজনার এই তালিকায় নাম নথিভুক্ত করতে গেলে স্থানীয় কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে অনলাইনে এই Govt Schemes এ আবেদন করতে হবে।
বাড়ির কাছাকাছি যে কোনো কমন সার্ভিস সেন্টারে গিয়ে নথিগুলি জমা দিয়ে আবেদন করতে হবে।
অনলাইনে ও আবেদন করা যাবে। সেই সমন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন।

click here png 1

কি কি ডকুমেন্টস লাগবে:
বয়সের প্রমাণ পত্র
জমির প্রমাণপত্র
আধার কার্ড
ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
২ হেক্টর বা তার কম চাষযোগ্য জমি থাকতে হবে (Govt Schemes)
মোবাইল নম্বর
পাসপোর্ট সাইজের ছবি

আরও পড়ুন, ATM এর পিন নম্বর ভুলে গেছেন? টাকা তুলবেন কিকরে? এই মুহূর্তে কি করণীয়?

PM Kishan Mandhan যোজনার কি কি সুবিধা:
এই প্রকল্পটি শুরু করার পর ১০ বছরের কম সময়ে যদি স্কিমটি ছাড়তে চান তাহলে গ্রাহকের অবদান এবং সেভিংস এর হারে বকেয়া সুদ সমেত দেওয়া হবে।
যদি বিনিয়োগের ১০ বছর পরে আবার ৬০ বছরের আগে যদি স্কিমটি ছেড়ে দিতে চান, তাহলে পুরো পরিমাণে টাকা পরিশোধ করা হবে।
গ্রাহকের মৃত্যু হলে তার স্ত্রী এই বিনিয়োগ করা স্কিমটি চালিয়ে যেতে পারবেন।
Written by Shatadal.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button