DA Hike: অপেক্ষার অবসান! তিন সপ্তাহের মধ্যে ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের? কতটা ডিএ বাড়ছে দেখুন

WB Government Employees DA Hike

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য অবশ্যই এক ভালো খবর। ডিএ (DA Hike) নিয়ে সুখবর দিতে চলেছে রাজ্যে সরকার। এই নিয়ে বহুদিন হলো রাজ্য সরকারি কর্মীরা ডিএ দাবিতে প্রতিবাদ ও আন্দোলন চালাচ্ছিলেন। কিন্তু রাজ্য সরকার সেই সকল বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। তবে এর মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য একটি নতুন সুখবর চলে এসেছে। এবার অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেতে চলেছে। কিন্তু এখন প্রশ্ন হল, ঠিক কতটা বাড়ছে ডিএ? আসুন সেই বিষয় জেনে নেওয়া যাক।

WB Government Employees DA Hike

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের যেন অপেক্ষার শেষ নেই। কেন্দ্রের ডিএ বৃদ্ধির পর ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি ধাপে ধাপে ডিএ বৃদ্ধি করেছে। কিন্তু তার মাঝেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কোন সুখবর পাননি। ‌ডিএ বৃদ্ধি এবং বকেয়া ডিএ -এর দাবিতে মুখিয়ে আছেন সরকারি কর্মীরা। দিনের পর দিন ধরে অপেক্ষা করছেন তাঁরা। ডিএ মামলা হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

এরই মধ্যে শোনা যাচ্ছে, আর নাকি সপ্তাহ তিনেক পরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পেতে পারে। অন্তত, এমনই আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। আর যদি সত্যি মহার্ঘ ভাতা বাড়ানো হয়, তাহলে কত শতাংশ বৃদ্ধি পাবে, সেদিকেও রাজ্য সরকারি কর্মচারীদের নজর অবশ্যই থাকবে। আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। গত বছরের শেষে অর্থাৎ ২০২৩ সালে ডিসেম্বরের শেষেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল।

আপাতত শোনা যাচ্ছে, শহর কলকাতায় ক্রিসমাস উৎসবের সূচনার মঞ্চ থেকে ২১ ডিসেম্বর তারিখে সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারও সেই মঞ্চ থেকে আরও একদফায় ডিএ বাড়ানো হতে পারে বলে সরকারি কর্মীদের আশা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তেমনটা মনে করছেন। ‌আপাতত, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীর ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন।

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ছে?

তবে বিষয়টি নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চার দফায় ডিএ বাড়ানো হয়েছে। যার প্রথম দু-দফায় তিন শতাংশ করে ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। আর পরের দুই দফায় চার শতাংশ করে ডিএ বৃদ্ধি পায়। আর বিষয়টি আরও ব্যাখ্যা করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক জানান, ২০২১ সালের ১ জুলাই সরকারি কর্মীদের তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। আর ২০২৩ সালের ১ মার্চ থেকে আরও তিন শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার।

সোনায় সোহাগা! এক ধাক্কায় 12% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। জারি নয়া বিজ্ঞপ্তি

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধি পায়। তারপর ২০২৪ সালের ১ এপ্রিল থেকে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছিল। পশ্চিমবঙ্গে কবে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এখনও বেতন কমিশন কার্যকর করার বিষয়ে কোনও ঘোষণা হয়নি। অনেকের ধারণা, হয়তো আর এক বছর পর অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন।

Related Articles

Back to top button