Government Scheme 2024: মহিলাদের জন্য সেরা চারটি সরকারি প্রকল্প! প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে টাকা! জেনে নিন বিস্তারিত
সরকার মহিলাদের উন্নয়ন স্বার্থে একাধিক প্রকল্প আরম্ভ করেছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়ের উদ্যোগেই বিভিন্ন প্রকল্প দেশজুড়ে শুরু হয়েছে(Government Scheme). এই প্রত্যেকটি প্রকল্প সম্পর্কে প্রত্যেক মহিলাকে ডিটেলস জেনে নিতে হবে। প্রকল্পগুলির সহায়তায় মহিলাদের ব্যাংক একাউন্টে পৌঁছে যায় সরকারের আর্থিক সাহায্য (Government Scheme).
নিয়ম অনুসারে প্রতি মাসে একাউন্টে ঢোকে টাকা। প্রত্যেকটি স্কিমে আবেদনের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনারা কোন প্রকল্পে আবেদন করলে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আসবে, সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন। আজকের প্রতিবেদনে এরকম চারটি প্রকল্প সম্পর্কে আলোচনা করা হলো।
Government Scheme For Womens 2024
বর্তমানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদ্যোগে একগুচ্ছ স্কিম রয়েছে দেশবাসীর জন্য (Government Scheme). যার মধ্যে মহিলাদের জন্য সরকারি উদ্যোগে চালু হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, সুভদ্রা ভান্ডার, লক্ষীর ভান্ডার, মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট ইত্যাদি (Government Scheme). আসুন এবার এই প্রকল্পগুলি সম্পর্কে জানা যাক।
দেশে চালু হতে চলেছে ডিজিটাল কৃষি মিশন! কৃষকদের স্বার্থে সাতটি প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র
Four Government Scheme For Womens
১) লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যবাসী মহিলা দের জন্য সূচনা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar). প্রকল্পের প্রধান উদ্দেশ্য মহিলাদের আর্থিক ভাবে উন্নয়ন। তাঁদের মাসিক হাত খরচা প্রদান। আর সেই উদ্দেশ্যই পশ্চিমবঙ্গ সরকার প্রতিমাসে ১০০০ টাকা ও ১২০০ টাকার আর্থিক সাহায্য পৌঁছে দেন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। শোনা যাচ্ছে, এবার হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও সরকারি তরফে কোন নতুন ঘোষণা হয়নি।
২) সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের কন্যা সন্তান দের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের সূচনা হয়(Sukanya Samriddhi Yojana). এই যোজনা তে অভিভাবকেরা সন্তানের জন্য বছরে ২৫০ টাকা থেকে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারেন। মেয়ের ১০ বছর বয়স হলে এই অ্যাকাউন্ট খোলা হয়। সঞ্চিত অর্থের ওপর ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সন্তানের ১৭ বছর বয়স হলে বাবা মায়েরা টাকা তুলতে পারেন।
সবাইকে 5000, 10,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার! নতুন প্রকল্পে খুশির জোয়ার বাংলায়
৩) মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট (Mahila Samman Savings Account)
এই প্রকল্পের সহায়তায় মহিলারা প্রত্যেক মাসে মহিলারা অল্প অল্প করে কিছু টাকা সঞ্চয় করতে পারেন। আর সেই উদ্দেশ্যেই সরকার এই প্রকল্পটি (Mahila Samman Savings Account) আরম্ভ করে। এই প্রকল্পের হাত ধরে মহিলারা ১০০০ টাকা থেকে সর্বাধিক ২ লক্ষ টাকা রাখতে পারবেন। সেই জমাকৃত টাকার ওপর এক বছরে একজন মহিলা বিনিয়োগকারী পাবেন ৭.৫% হারে সুদ। সরকারের এই প্রকল্পটি যথেষ্ট জনপ্রিয়।
৪) সুভদ্রা যোজনা (Subhadra Yojana)
রাজ্য সরকারের তরফে চালু হওয়া আরও একটি জনপ্রিয় স্কিম হলো সুভদ্রা যোজনা(Subhadra Yojana). এই প্রকল্পের অধীনে মহিলাদের বার্ষিক ১০ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়। এই প্রকল্পের সূচনা করেছে ওড়িশা সরকার। বর্তমানে এই যোজনা ভালো জনপ্রিয়তা অর্জন করেছে। এই স্কিমের (Government Scheme) উদ্দেশ্য হলো, দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করে তোলা ও আর্থিক উন্নতির জন্য বন্দোবস্ত করা। সুভদ্রা যোজনায় বার্ষিক দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়। যে সকল মহিলার নাম পাঁচ বছর ধরে প্রকল্পের খাতায় নথিভুক্ত থাকে, তাঁদের ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করা হয়।