Government Schemes for women : মহিলারা কোন কোন সরকারি প্রকল্পে আবেদন করতে পারবেন? কোন প্রকল্পে কি কি সুবিধা পাবেন?

Government Scheme For Womens

মহিলাদের সাহায্য করার জন্য সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছে (Government Schemes For Women). যেখানে সরাসরি ব্যাংকে টাকা আসা ছাড়াও মহিলারা বিনিয়োগ করে লাভবান হতে পারবেন। এমনই কিছু প্রকল্পের হদিস রইল আপনার জন্য। এতে সুবিধা হবে আপনারই।

Government Schemes For Women

বর্তমানে প্রায় প্রত্যেক মহিলা রোজগার করেন। পাশাপাশি তাঁরা সঞ্চয় নিয়েও চিন্তাশীল। তাই যদি কোন মহিলা টাকা জমাতে চান তাহলে কোন প্রকল্পে জমাতে পারবেন আর কোথায় টাকা রেখে ভালো রিটার্ন পাবেন সে বিষয়ে জানতে হলে এই প্রতিবেদনে চোখ রাখতে হবে। আসুন জেনে নিন
বিস্তারিত।

১) মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প

প্রথমেই বলতে হবে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প সম্পর্কে। আসলে মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু করেছে দেশের কেন্দ্রীয় সরকার। এই স্কিমে দশ বছরের বেশি বয়সী মেয়েরা সর্বাধিক ২ লাখ টাকা জমা করতে পারেন৷ তবে প্রকল্পে বিনিয়োগ করে আপনি যে শুধুমাত্র আর্থিকভাবে লাভবান হবেন তাই নয়, পাশাপাশি, মিলবে আয়করে ছাড়।

২) মিউচুয়াল ফান্ড (এসআইপি)

বিনিয়োগের লাভবান হতে হলে মিউচুয়াল ফান্ড সেরা ইনভেস্টমেন্টের পথ। সেটা আর আলাদা করে বলার নয়। সেক্ষেত্রে মহিলাদের জন্য সেরা একটি প্ল্যান হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। এটি দীর্ঘকালীন বিনিয়োগের জন্য সেরা। যারা প্রথমবার বিনিয়োগ করতে চান, তাঁদের জন্যও সেরা বিকল্প হতে পারে।

আরও পড়ুন: প্রতিমাসে 5000 টাকা দিচ্ছে মোদি সরকার। সরাসরি অনলাইনে আবেদন করুন। দেখে নিন বিস্তারিত

৩) সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই)

কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে জানেন না এমন ব্যক্তি পাওয়া মুশকিল। যোজনায় অ্যাকাউন্ট খোলার সময়ে মেয়েদের বয়স হতে হবে অন্ততপক্ষে ১০ বছরের মধ্যে। মেয়ের বয়স যখন ২১ বছর পূর্ণ হবে তখন প্রকল্পের মেয়াদ শেষ হবে। আবার, ১৮ বছর হওয়ার পরেও টাকা তোলা যায়। বর্তমানে কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধির যোজনা প্রকল্পে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই প্রকল্পে সুদের হার অন্যান্য অনেক প্রকল্পের তুলনায় বেশি।

৪) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)

পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হতে পারে আপনার জন্যও সেরা বিকল্প। প্রত্যেক মহিলার জন্য এটি একটি ভাল বিনিয়োগের বিকল্প হতে পারে। আপনি এখানে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। যার ওপর সরকার সুদ দেবে ৭.১ শতাংশ হারে। বার্ষিক বিনিয়োগের পরিমাণ হতে পারে ৫০০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত।

আরও পড়ুন: কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ছে? এইমাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে?

৫) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট

মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ বিনিয়োগ স্কিমগুলির মধ্যে একটি হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এতে আপনি নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারবেন। যার উপর সুদ দেওয়া হয় ৮% হারে। তবে স্কিমটি ম্যাচুওর হওয়ার পর পুরো টাকা পাবেন।

উপসংহার: আপনি উপরোক্ত কোন একটি স্কিমে বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে কাগজপত্র দেখে নেবেন। আর নিজ
উদ্যোগে বিনিয়োগ করবেন।

Related Articles

Back to top button