Government Scheme: দশমীর পর সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 18,000 টাকা পাঠাচ্ছে সরকার! আপনি পেয়েছেন? কিভাবে আবেদন জানাবেন?
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনসাধারণের জন্য নানান ধরনের প্রকল্প (Government Scheme) আরম্ভ করেছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ পাচ্ছেন একাধিক সুযোগ-সুবিধা। বছরের বিভিন্ন সময়ে নতুন স্কিম চালু করেছে সরকার। আবার কিছু কিছু প্রকল্পের টাকার পরিমাণটাও দ্বিগুণ করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, এই বছর পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থের পরিমাণ দ্বিগুণ করেছে।
বর্তমানে রাজ্যের মহিলারা নিজেদের ব্যাংক একাউন্টে সরাসরি ১০০০ টাকা ও ১২০০ টাকার অর্থ সাহায্য পান। তবে এবার পুজোর শেষে সরকারের তরফে প্রতি রাজ্যবাসীর ব্যাংক একাউন্টে পাঠানো হচ্ছে ১৮ হাজার টাকা। তবে সবার জন্য নয়। বিশেষ কিছু কারণে পাঠানো হচ্ছে এই টাকা? এখন আপনার মনে প্রশ্ন জাগছে হয়তো, কাদের জন্য এই টাকা পাঠানো হচ্ছে? কারা এই টাকা পাবেন? কিভাবে এই অর্থ সাহায্য পাওয়া যাবে? সরকারের প্রকল্পে কড়কড়ে ১৮,০০০ টাকা পেতে হলে কি করতে হবে জেনে নিন।
WB Government Scheme Money Update
পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-এর মতো নানান ধরনের প্রকল্পের সূচনা করেছেন। আবার সকল ছাত্রছাত্রীদের জন্য চালু করা হয়েছে সরকারের বৃত্তি প্রকল্প (Government Scheme). এই সকল বৃত্তি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই বৃত্তি প্রকল্পের মাধ্যমে সরাসরি ছাত্র-ছাত্রীদের ১৮০০০ টাকা পাঠায় রাজ্য সরকার।
এছাড়াও রয়েছে এই রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ। তবে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেট জেনে নেওয়া যাক। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে প্রতিবছর লক্ষাধিক পড়ুয়া আর্থিক সাহায্য পান। মাধ্যমিক পরীক্ষায় পাশের পর পড়ুয়াদের যোগ্যতা অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় আনা হয়।
পুজোর মধ্যে চালু হল নতুন প্রকল্প। সরকার দেবে 5000 টাকা! কিভাবে আবেদন জেনে নিন
পড়ুয়াদের যাতে শিক্ষার পথে আর্থিক বাধা আসে না প্রধানত সেই লক্ষ্যেই চালু করা হয়েছে এই প্রকল্প। ইতিমধ্যেই চলতি বছরের জন্য এই স্কলারশিপ স্কিমের আবেদন পক্রিয়া শেষ হয়ে গিয়েছে। আর এখন ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন, ঠিক কবে ঢুকবে স্কলারশিপের টাকা? যদি আপনিও শেষবারে আবেদন না করে থাকেন তবে কিভাবে নতুন করে আবেদন করতে পারবেন, সেই বিষয়ে জানা যাক।
Swami Vivekananda Scholarship Update 2024
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শেষ হওয়ার পরেও জানা যাচ্ছে স্কলারশিপে আবেদন জানানোর জন্য তৈরি করা হচ্ছে নতুন পোর্টাল। যে নতুন আপডেট সামনে আসছে, পুজোর পরেই চালু করা হবে নতুন পোর্টালটি। আর এই পোর্টাল থেকে সরাসরি ও খুব সহজে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই রয়েছে একাধিক শর্তাবলী।
মোদি সরকার দিচ্ছে পুজোর বোনাস। সবাই পাবেন 2000/- টাকা। কিভাবে আবেদন করবেন? জানুন
আপনিও যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাহায্য পেতে চান, তাহলে আপনাকে মাধ্যমিক
পরীক্ষায় পাস হতে হবে। পড়ুয়াদের অবশ্যই এই রাজ্যের বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি অবশ্যই আবেদনরত পড়ুয়ার ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। যে সকল পড়ুয়ারা আবেদন করবেন, তাঁদের পশ্চিমবঙ্গের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে পঠন পাঠন করতে হবে ও পড়াশোনা করে পাশ করতে হবে।
আবেদন জানানোর জন্য অবশ্যই আপনার আধার কার্ড, চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর থাকতে হবে। সরাসরি অফিসিয়াল সাইটের মারফত আপনারা এপ্লিকেশন জমা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে স্কলারশিপ এর অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। নতুন আপডেট সরাসরি সেখান থেকে পেয়ে যাবেন। যারা আবেদন করেছিলেন, খুব শীঘ্রই তাঁদের ব্যাংক একাউন্টে চলে আসবে স্কলারশিপের টাকা।