Government Scheme: মোদি সরকার দিচ্ছে পুজোর বোনাস। সবাই পাবেন 2000/- টাকা। কিভাবে আবেদন করবেন? জানুন
রাজ্য ও কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প (Government Scheme) এনেছে আমজনতার জন্য। প্রতিবছর সরকারি সাহায্যে উপকৃত হন কত শত সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী পদের দায়িত্ব পাবার পর নরেন্দ্র মোদি বেশ কিছু স্কিম চালু করে ছিল। তারই মধ্যে একটি স্কিম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই প্রকল্পের প্রত্যেক আবেদনকারী পুজোর আগেই পাবেন ২০০০ টাকা। সকলে বলছেন এটা হলো মোদি সরকারের পুজো বোনাস। আপনি আবেদন জানিয়েছেন এই স্কিমে?(Government Scheme) জানেন এ বিষয়ে? তাহলে আর দেরি কেন, চটপট পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদন।
পুজোর আগেই ছাত্রছাত্রীরা পাবেন ট্যাব কেনার টাকা। অবশেষে দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য সরকার
Central Government Scheme 2024
কৃষিপ্রধান দেশ ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে চালু করেছিল একটি নয়া যোজনা (Government Scheme). কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকার চালু করে পিএম কিষান যোজনা (PM Kisan Yojana). এই যোজনার মাধ্যমে প্রতিবছর কৃষকরা পেয়ে থাকেন ৬০০০ টাকা। তাঁরা তিনটি কিস্তিতে এই অর্থ পান, যা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিটি কিস্তিতে মোট ২০০০ টাকা করে দেওয়া হয়। যার ১৭ তম কিস্তির টাকা জুলাই মাসে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এবার শোনা যাচ্ছে, ১৮ তম কিস্তির টাকা খুব শীঘ্রই আসতে চলেছে।
বিরাট খবর! শুধু মহিলারা নন, পুরুষরাও মাসে মাসে পাবেন 1000 টাকা! রাজ্য সরকার আনলো নতুন প্রকল্প
PM Kisan Yojana New Update 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা থেকে জানা যায়, আগামী ৫ই অক্টোবর থেকে মোদি সরকার পিএম কিষাণ সম্মান নীধি যোজনার (PM Kisan Yojana) ১৮ তম কিস্তির টাকা বিতরণ করা শুরু করবে। সরাসরি ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ২০০০ টাকা। তবে এই টাকা পেতে হলে কৃষকদের অবশ্যই ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করতে হবে। কৃষকদের বলা হচ্ছে যত দ্রুত সম্ভব কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলা-সহ ভারতের অন্যান্য রাজ্যে বন্যার কারণে অনেক কৃষকের ফসল নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীধি যোজনা দেশের কৃষকদের জন্য বড় সহায়তা করতে চলেছেন। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছেন লক্ষাধিক কৃষক। নিঃসন্দেহে বলা যায় সরকারের এই প্রকল্প (Government Scheme) কৃষকদের কিছুটা হলেও স্বচ্ছল জীবনযাপনে সাহায্য করছে।