Government Scheme: মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করল মোদি সরকার। মাসে মাসে পাবেন 7000 টাকা

Bima Sakhi Yojana Scheme Details

মহিলাদের উন্নয়ন স্বার্থে সরকার নানান ধরনের প্রকল্প (Government Scheme) চালু করে। সেই প্রকল্পগুলির প্রধান উদ্দেশ্য হয় মহিলাদের ক্ষমতায়ন। কখনো কেন্দ্রীয় সরকার তো কখনো রাজ্য সরকার, একাধিক প্রকল্প চালু করে মুখে হাসি ফোটায় মহিলাদের। আজকের প্রতিবেদনে রইল একটি বিশেষ প্রকল্পের কথা। যে প্রকল্পের মাধ্যমে একজন মহিলা প্রত্যেক মাসে ৭০০০ টাকা করে পাবেন।

Government Scheme For Womens

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্যে চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আবার অন্যান্য রাজ্য সরকারও মহিলাদের স্বার্থে বেশ কিছু নতুন প্রকল্প চালু করেছে বিগত কয়েক বছর ধরে। আবার কেন্দ্রীয় সরকারি উদ্যোগেও সাহায্য পাচ্ছেন মহিলারা। এই সকল প্রকল্পের সাহায্যে দেশের বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত অঞ্চলের মহিলারা তাঁদের জীবনে নতুন দিশা পাচ্ছেন। তবে আজকে এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি উদ্যোগে চালু হওয়া বিমা সখি যোজনা (Bima Sakhi Yojana) গপ্রকল্প সম্পর্কে। ‌এই প্রকল্পের মাধ্যমে কিভাবে সাহায্য পাবেন, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

What Is Bima Sakhi Yojana?

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হওয়া বীমা সখি যোজনা হল এমন একটি প্রকল্প, যা মহিলাদের যেমন আর্থিক সুরক্ষা প্রদান করে থাকে ঠিক তেমন ভাবেই মহিলাদের কর্মসংস্থানের সুযোগ দেয়। তবে মনে রাখতে হবে এই প্রকল্পে মহিলারা যুক্ত হয়ে শুধুমাত্র মাসিক ভাতা পাবেন না, বরং তার পাশাপাশি মহিলারা বীমা পলিসি বিক্রয়ের মাধ্যমে আয় করতে পারবেন।

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC জানিয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রথম বছরে মোট ২ লক্ষ বীমা সখি নিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। আসলে বর্তমানে ১৪,৫৮৩ জন বীমা সখি পলিসি বিক্রয় শুরু করে দিয়েছেন। দেখা যাচ্ছে, এই বীমা সখি যোজনা চালু হওয়ার মাত্র এক মাসের মধ্যেই প্রকল্পে আবেদন করেছেন ৫০ হাজারেরও বেশি মহিলা। যাদের মধ্যে মোট ২৭,৬৯৫ জন মহিলার একাউন্টে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রকল্পের ভাতা।

লক্ষ্মীর ভাণ্ডারের মত সরকারি প্রকল্পে আর বেশি টাকা নয়! সরকারকে সতর্ক করলো RBI

Bima Sakhi Yojana Benefits

কেন্দ্রীয় সরকারের বীমা সখী যোজনার মাধ্যমে প্রথম বছরে প্রতি মাসে দেওয়া হবে ৭০০০ টাকা ভাতা। দ্বিতীয় বছরে পাবেন প্রতি মাসে ৬০০০ টাকা ভাতা। আর তৃতীয় বছরে প্রতি মাসে পাবেন ৫০০০ টাকা ভাতা।

বাংলার মেয়েরা পাবেন কড়কড়ে 55 লাখ টাকা। নতুন প্রকল্প আনলেন মুখ্যমন্ত্রী। কারা সুবিধা পাবেন জেনে নিন

Bima Sakhi Yojana Eligibility

কেন্দ্রীয় সরকারের বীমা সখী যোজনা প্রকল্পে আবেদন করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। কি কি শর্ত? আসুন দেখে নেওয়া যাক।

  1. বীমা সখী যোজনা প্রকল্পে আবেদনকারী মহিলাকে যেকোন স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে।
  2. এই প্রকল্পের সকল আবেদনকারী মহিলার বয়স হতে হবে ১৮ বছর থেকে ৭০ বছরের মধ্যে। ভাতার পাশাপাশি বীমা সখী যোজনা প্রকল্পে মহিলারা বীমা পলিসি বিক্রয়ের ভিত্তিতেও কমিশন পাবেন।

Related Articles

Back to top button