Government Job in Railway – ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3115 শূন্যপদে নিয়োগ, উচ্চ বেতনে সরকারী চাকরি।

Government Job in Railway – আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানুন।

চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর। ইতিমধ্যেই ভারতীয় রেলের অর্থাৎ Government Job in Railway তরফ থেকে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ মহিলা উভয়েই আবেদন যোগ্য। ভারতের যে কোনো জায়গা থেকে করা যাবে আবেদন। নিয়োগ পদের নাম, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই দেখে নিন পুরো প্রতিবেদনটি।

নিয়োগ পদের নাম-
আবেদনকারীদের শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে আবেদন করতে হবে।
১) ফিটার (Fitter).
২) মেশিনিস্ট (Machinist).
৩) ওয়েল্ডার (Welder (G&E).
৪) কারপেন্টার (Carpenter).
৫) আরমেচার বাইন্ডার (Armature Winder).
৬) ইলেকট্রিশিয়ান (Electrician).
৭) মেকানিক Mechanic (DSL).

সম্পূর্ণ 38% DA দিতে হবে একসাথেই। অর্থদপ্তরের নতুন 5 টি গুরুত্বপূর্ণ আপডেট! বিশদে জানুন

৮) পেইন্টার (General).
৯) প্লাম্বার (Plumber).
১০) ওয়ারম্যান (Wireman).
১১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (Civil Engineer).
১২) সিভিল ইঞ্জিনিয়ার (Mechenical Engineer).
১৩) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং।
মোট শূন্যপদের সংখ্যা– ৩,১১৫ টি।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা-
Government Job in Railway এর এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণি বা মাধ্যমিক পাশ হতে হবে। সাথে আইটিআই/ সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা-
আবেদনকারীর বয়স নূন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। ১ আগস্ট, ২০২২ তারিখ হিসেবে সরকারি নিয়ম অনুসারে তপশিলি জাতি, তপশিলি উপজাতি শ্রেণীর আবেদনকারীরা পাবেন ৫ বছর, ওবিসি শ্রেণীর আবেদনকারীরা পাবেন ৩ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম শ্রেণীর আবেদনকারীরা পাবেন ১০ বছর বয়সের ছাড়।

আবেদন পদ্ধতি-
কেবলমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। ভারতীয় রেলের ওয়েবসাইট ওপেন করতে হবে।
ভারতীয় রেলের ওয়েবসাইট- www.rrcer.com
এরপর সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। আবেদনপত্রে
আবেদনকারীর নাম, বাবার নাম, জন্ম তারিখ হিসেব করে বয়স, শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ, বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা, বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা, আবেদনকারীর সর্বশেষ কাজের বিবরণ, একেবারে শেষে আবেদনকারীর সই স্ক্যান করে আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। এরপর ‘submit’ করতে হবে।
উল্লেখ্য, Government Job in Railway এর এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

আজ থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করেছে সরকার, আপনার নাম আছে কিনা লিস্ট দেখে নিন

আবেদন এর ক্ষেত্রে ইন্টারভিউ বা নিয়োগের সময় প্রয়োজনীয় নথিপত্র-
১) ভোটার কার্ড, আধার কার্ড।
২) আবেদনকারীর বয়সের প্রমানপত্র।
৩) আবেদনকারীর ঠিকানার প্রমানপত্র।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৫) জাতিগত শংসাপত্রের প্রমান।
৬) সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট ছবি।
৭) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমানপত্র।
৮) প্রার্থীর শারীরিক মাপজোকের পরীক্ষার প্রমানপত্র।
৯) অন্যান্য।

নিয়োগ পদ্ধতি-
Government Job in Railway এর এই পদে আবেদনের পর নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর নথিপত্র ভেরিফিকেশন করার পর নেওয়া হবে ইন্টারভিউ। এরপর শিক্ষাগত যোগ্যতা দেখে ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার পর নিয়োগ করা হবে। নেওয়া হবে না লিখিত পরীক্ষা। এই ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় রেলের মধ্য বিভাগের দক্ষিণ পূর্ব শাখায় (সাউথ ইস্টার্ন)।
মাসিক ভাতা– ভারতীয় রেলের তরফ থেকে নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ– ২৯ অক্টবর, ২০২২.
আরো বিশদে জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট-
www.rrcer.com

বিজ্ঞপ্তি-
https://drive.google.com/file/d/1C4tdDDBqVhzC6LnqzzrKylWGP-jpn9dF/view?usp=drivesdk

চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

পোস্ট অফিসের নতুন নিয়ম, না মানলে টাকা তোলা বন্ধ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button