Ration: রেশনের বদলে টাকা দিচ্ছে সরকার। চালু হচ্ছে নতুন নিয়ম। কারা পাবেন, কবে থেকে পাবেন?

Ration Card New Rule

দেশবাসীর জন্য নতুন নিয়ম আনছে সরকার। আসছে রেশনের (Ration) নতুন নিয়ম। এবার থেকে রেশনের বদলে টাকা দেওয়া হবে। খুব শীঘ্রই নতুন নিয়ম চালু হচ্ছে দেশে। আর এখান থাকেই প্রশ্ন আসে, কবে থেকে সরকার এই নতুন নিয়ম চালু করবে। আর এর দ্বারা সাধারণ মানুষ কতটা উপকৃত হবে।

New Ration Rule Update In India

ভারতবর্ষের বিভিন্ন অংশের জনসাধারণ রেশন দ্রব্যের উপর নির্ভরশীল। রেশনের দ্রব্য তাঁদের ঘরে খাদ্যের যোগান দেয়। বর্তমানে ভারতবর্ষে এমন অনেক পরিবার আছে যারা রেশনের দ্রব্য এনেই সংসার চালান। তাঁদের কাছে রেশন কতটা গুরুত্বপুর্ণ তা আলাদা করে বলার নয়। তবে এবার রেশন নিয়ে নতুন নিয়ম চালু হচ্ছে দেশে। যেখানে বলা হচ্ছে, এবার রেশনের বদলে নগদ অর্থ পাবেন প্রত্যেক ব্যক্তি। আসুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক।

পশ্চিমবঙ্গের ১ লাখ রেশন কার্ড বাতিল ঘোষণা। কাদের বাতিল হলো? ফ্রি রেশন কার্ড চালু রাখতে কি করতে হবে?

রেশন বদলে টাকা দেবে সরকার?

আসলে এমন একটা কথা উঠছে যে, যাতে সকল মানুষের উপকার হয়, দীন দরিদ্র মানুষের উপকার হয় তার জন্য রেশনের (Free Ration) বদলে টাকা দেবে সরকার (Central Government). পাশাপাশি, রেশন পদ্ধতিতে এই নগদ হস্তান্তরের ধারণাটি উঠে এসেছে নীতি আয়োগের একটি বৈঠকে। যেখানে উপস্থিত ছিলেন রেশন ডিলাররা। সূত্রের খবর এই বিষয়ে নিয়ে সেখানে কথা উঠলে ড. যোগেশ সুরি সরাসরি প্রশ্ন তোলেন যে, “রেশন সামগ্রী বিতরণের বদলে নগদ দিলে তা কতটা কার্যকর হবে?”

এই নিয়ম চালু হলে মানুষ উপকৃত হবেন নাকি এর জন্য তাঁদের সমস্যা হতে পারে, সেটাও উঠে আসছে আলোচনায়। কিন্তু সরকার কি বলছে? আসলে এই নতুন প্রস্তাবের পক্ষে সরকার কোনো পরিষ্কার করে জবাব দেয়নি। তবে এটা সত্যি যে, মোদি সরকারের শাসনে সরাসরি নগদ হস্তান্তর বৃদ্ধি পেয়েছে।

১৫ ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন পরিষেবা! যদি না করেন এই কাজটি

আর তার প্রধান উদাহরণ হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এখান থেকেই সরকার দাবি করছে, রেশন কার্ডের মাধ্যমে দ্রব্য না দিয়ে যদি টাকা দেওয়া হয় অর্থাৎ এই নতুন পদ্ধতির একটা সুবিধা যেটা হবে, গজিয়ে ওঠা ভুয়া উপভোক্তাদের সংখ্যা কমানো সম্ভব হবে। আর সরকারি ব্যয় হ্রাস করা যাবে। এখন দেখা যাক সরকারের তরফে কি সিদ্ধান্ত হয়।

Related Articles

Back to top button