Government Employees Salary Delay

পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বেশ‌ চিন্তার খবর(Government Employees). এবার থেকে প্রতিমাসের স্যালারি নিয়েও নতুন আপডেট সামনে এলো। এই ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মাস পড়তে প্রত্যেক সরকারি কর্মী( Government Employees) অপেক্ষায় থাকেন, যে কবে তাঁদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে স্যালারি। কিন্তু সরকারি কর্মীদের আশায় জল ঢাললো সরকার। কারণ যা শোনা যাচ্ছে, এবার থেকে দেরিতে বেতন পাবেন সরকারি কর্মীরা (Government Employees). আর তেমনটাই সম্প্রতি ঘোষণা করলো সরকার।

Government Employees Salary 2024

সরকারি কর্মীরা(Government Employees) যদি দেরিতে বেতন পান, তবে সরকারের টাকা বাঁচবে। ঠিক এমনটাই সম্প্রতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। যে দাবিতে স্পষ্ট বলা হয়েছে, যদি সরকারি কর্মীদের (Government Employees) দেরি করে স্যালারি দেওয়া হয়, তাহলে সুদ মেটানোর ক্ষেত্রে সরকারের প্রতিমাসে তিন কোটি টাকা করে বাঁচবে।

সেক্ষেত্রে এক বছরে সরকারের ৩৬ কোটি টাকা বাঁচবে। আর সেই হিসেব তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান, যদি সরকারি কর্মীদের মাসের ১ তারিখের পর বেতন পাঠানো হয় সেক্ষেত্রে টাকা বাঁচবে। সেই কারণেই এবার দ্রুত এপথে পদক্ষেপ নিতে চলেছে রাজ্যে সরকার।

ফের নতুন ছুটির ঘোষণা রাজ্যে! বন্ধ থাকছে সমস্ত স্কুল, কলেজ, অফিস! বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন

Government Employees Salary Delay

যদি সরকারের কোষাগার থেকে টাকা বাঁচে, তবে সেই টাকা সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন প্রান্তের সম্পদের যোগ্য ব্যবহার, সেই টাকার আর কোথায় ব্যবহার করা যায়, কিভাবে সামাজিক উন্নয়ন সম্ভব হয়, সেই সমস্ত ব্যাপারেই খতিয়ে দেখবে সরকার। আর তার জন্য রাজ্য সরকারি কর্মীদের(Government Employees) দেরিতে বেতন দেওয়া হবে।

শুধুই রাজ্য সরকারি কর্মীরা নন, দেরিতে পেনশন পাবেন রাজ্যের পেনশন ভোগীরাও। দেরিতে বেতন প্রসঙ্গে সাফাই দিতে তেমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি কোষাগারের অর্থের সঠিক ব্যবহার, টাকা বাঁচলে সেটি কোথায় ব্যবহার করা যাবে সেই সমস্ত বিষয় গুলিও খতিয়ে দেখা হচ্ছে।

অন্তত তেমনটাই শোনা যাচ্ছে সরকারের তরফে। সরকারের এই ঘোষণার ফলে ক্ষুব্ধ সরকারি কর্মী রা। সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করছেন তাঁরা। দেরিতে বেতন পাঠালে সরকারি কর্মীদের সমস্যা হবে, আর সেই বিষয়ে উঠছে রাজনৈতিক তরজা।

সেপ্টেম্বরে ডিএ বাড়বে সরকারি কর্মীদের! কতটা বাড়বে মহার্ঘ ভাতা? কত টাকা অ্যাকাউন্টে আসবে কর্মীদের?

এদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের মাঝে বিধানসভায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান, সাধারণত প্রতি মাসের প্রথম দিনে বেতন পাঠানো হলে ৭.৫ শতাংশ সুদের হারে বাজার থেকে টাকা ধার করা প্রয়োজন পড়ে। আর যদি দেরিতে বেতন দেওয়া হয়, তবে তার সুদ বাবদ যে টাকা দিতে হয়, সেটার মধ্যে থেকেই প্রতি মাসে বাঁচে তিন কোটি টাকা। বছরে সেই হিসেবটা দাঁড়ায় ৩৬ কোটি টাকা।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর হিমাচল প্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা জয়রাম ঠাকুরকে পালটা জানান, আগামী তিন বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যে হিমাচল প্রদেশকে আত্মনির্ভব করে তুলতে তিনি বদ্ধপরিকর। ২০৩২ সালের মধ্যে হিমাচল প্রদেশকে দেশের সেরা করে তুলবেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতার দিকে কটাক্ষ ছুঁড়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারি কর্মীদের ‘উপকারী’ সাজার কোনও প্রয়োজন নেই।