Retirement: সরকারি কর্মীদের পেনশন পেতে দেরি হবে 2 বছর। অবসরের বয়স নিয়ে নয়া সিদ্ধান্ত

Government Employees Retirement Age Increase

সরকারি কর্মীরা সকলেই অবসর (Retirement) জীবন ও পেনশন (Pension) নিয়ে চিন্তাভাবনা করেন চাকরি জীবন থাকাকালীন। সরকারি কর্মীদের (Government Employees) অবসরের পর সরকার প্রতিমাসে নির্দিষ্ট পেনশনের অর্থ তাঁদের হাতে তুলে দেন। তবে সরকারি কর্মীদের পেনশন নিয়ে নানান ধরনের নিয়ম জারি করে সরকার।

সম্প্রতি সরকারের (Central Government) তরফে যে বিষয়টি জানানো হচ্ছে, সরকারি কর্মীদের অবসরের বয়স নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এবার থেকে সরকারি কর্মীদের পেনশন পেতে দেরি হবে দুই বছর।

Government Employees Retirement Age Increase

এবার থেকে সরকারি কর্মীরা পেনশন নিয়ে নতুন নিয়ম মানবেন। কারণ সরকার, এবার বয়স নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছে। সাধারণত ৬০ বছর বয়স হলে চাকরি থেকে অবসর নেন সরকারি কর্মীরা।

আর তারপর সরকার কর্মীদের একাউন্টে সরাসরি পেনশনের অর্থ পাঠিয়ে দেন। যাতে সকল সরকারি কর্মীদের অবসর জীবন নিশ্চিন্ত কাটতে পারে। তবে এবার সরকার বিশেষ ক্ষেত্রে নিয়ম জারি করছে। আর এই নিয়মের দ্বারা প্রভাবিত হবেন সরকারি কর্মীরাই।

সরকারি কর্মীদের পেনশন নিয়ে নতুন নিয়ম

দেশের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! কারণ, সরকারি কর্মীদের অবসরের বয়স বৃদ্ধি করে এবার করা হল ৬০ থেকে ৬২ বছর। অর্থাৎ এবার থেকে আরও ২ বছর অতিরিক্ত চাকরি করতে পারবেন দেশের সরকারি কর্মীরা। কেন্দ্র অতি সম্প্রতি ডিএ বৃদ্ধির কথা জানিয়েছে।

তাই সরকারি কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পেলেও খুব তাড়াতাড়ি আবার ডিএ বৃদ্ধির জন্য ঘোষণা হতে পারে। আপাতত যা জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে হয়তো দেওয়া হবে আরও তিন শতাংশ হারে ডিএ। আর এরপর মোট তাঁদের ডিএ দাঁড়াবে ৫৬ শতাংশে।

পেনশনভোগীদের সতর্ক করলো! নিয়ম না মানলে সমস্যা হবে

তারমধ্যে নতুন করে মিলল আরও বড় সুখবর। সরকারি কর্মীদের এবার অবসরের বয়স আর ৬০ বছর নয়, বরং আরো ২ বছর বেড়ে গিয়ে সেটি নির্ধারিত হল ৬২ বছর। তাই যারা সদ্য সরকারি চাকরি পেয়েছেন, সরকারি চাকরিতে জয়েন করে ছিলেন তাদের জন্য এটা অত্যন্ত সুখবর। অর্থাৎ এবার পেনশনের দিন শুরু হবে আরও দেরিতে।

বিগত কয়েক মাস ধরে একের পর এক সুখবর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রের সঙ্গে পাল্লা দিতে মোটেও পিছিয়ে নেই রাজ্য সরকারি কর্মী রাও। ইতিমধ্যেই কেন্দ্রের ডিএ ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ ঘোষণা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ফের কোনও ডিএ ঘোষণা করা হয়নি। তবে যা জানা যাচ্ছে, খুব শিঘ্রই হয়তো খুশির খবর পেতে পারেন বাংলার রাজ্য সরকারি কর্মীরাও।

নতুন বছরে সুখবর! সবার অ্যাকাউন্টে প্রতিমাসে ঢুকবে 9000 টাকা পেনশন। উপকৃত হবেন লাখ লাখ কর্মী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নববর্ষের আগে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারবে। তবে এখনো পর্যন্ত এটা জানা যায়নি, ঠিক কবে মিলবে এই অতিরিক্ত টাকা। তাই অপেক্ষায় রয়েছেন বাংলার সরকারি কর্মীরা।

Related Articles

Back to top button