Government Employees Pension: দেশে চালু হচ্ছে পুরনো পেনশন ব্যবস্থা? কি জানাচ্ছে কেন্দ্রীয় সরকার? সঠিক আপডেট জেনে নিন

ভারতবর্ষে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য অনেকদিন ধরেই অনুরোধ করছেন সকল সরকারি কর্মচারীরা( Government Employees Pension). রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের দাবি,পুরনো পেনশন স্কিম আবার পুনর্বহাল করা হোক। পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য বহুবার আন্দোলনে জড়িয়েছেন তাঁরা (Government Employees Pension).

সাম্প্রতিক নির্বাচনে বিরোধী দল কংগ্রেস কর্মীদের এই প্রতিশ্রুতি দিয়েছে যে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা হতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কি বলছে? পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের মতামত কী?

সূত্রের খবর, গত ১০ বছরে প্রথমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্সোনেল অ্যান্ড ট্রেনিং মন্ত্রকের জাতীয় স্তরের জয়েন্ট কনসালটেশন মেকানিজম‌ (জেসিএম) মারফত দেখা করবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং সকল কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে (Government Employees Pension). সেখানে পেনশন স্কিম সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনা হতে পারে।

18 মাসের বকেয়া পাবেন সরকারি কর্মীরা? সেপ্টেম্বরেই আসছে খুশির খবর? জেনে নিন বিস্তারিত

Government Employees Pension 2024

ইতোমধ্যে জানা যাচ্ছে, সরকারি কর্মচারীদের সাথে বৈঠকে বসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Government Employees Pension). এই বিষয়ে জানা গিয়েছে, খুব সম্ভবত শনিবার দিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তাঁর দেখা করার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে জেসিএম সচিব শিব গোপাল মিশ্র এবং জেসিএম স্টাফ উইংয়ের অন্যান্য সদস্যদের। এই আমন্ত্রণ পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। আর এখান থেকেই আশার আলো জাগছে যে, এদিনের বৈঠকে পুরনো পেনশন স্কিম পুনর্বহালের বিষয়টি নিয়ে ফের কথা উঠতে পারে (Government Employees Pension).

সংশ্লিষ্ট বিষয়টির পরিপ্রেক্ষিতে শিব গোপাল মিশ্র ইংরেজি পত্রিকা ‘দ্য হিন্দু’-কে বিশেষ কিছু তথ্য প্রদান করেছেন। প্রসঙ্গ উল্লেখ করে শিব গোপাল মিত্র জানিয়েছেন, কর্মচারী প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীর সাথে একটি সামনা সামনি আলোচনা তথা বৈঠক করার দাবি করেছিলেন। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘একাধিক বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আর সেই দাবির বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাওয়া হয়েছিল। ‌

সরকারি কর্মীদের জন্য সুখবর! চলতি মাসেই বাড়ছে বেতন? পেনশন বাড়াবে সরকার! জানুন বিস্তারিত

Government Old Employees Pension Update

তবে এই বিষয়ে তাঁর আরও পর্যবেক্ষণ এবং তিনি এই বিষয়ে আরও জানান যে, ভারতবর্ষে পুরনো পেনশন স্কিম পুনর্বহাল বিষয়টি রীতিমতো সমস্যা। যে সমস্যার এখনও পর্যন্ত কোনো সমাধান করা হয়নি। আর এই বিষয়তিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানানো হয়।

এই বিষয়ে একটি বিষয়ে জেনে রাখা জরুরী যে, এর আগে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারি সেক্টরের কর্মচারী ইউনিয়নগুলি অনির্দিষ্ট কালের ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয় গত ১ মে থেকে। তাঁদের এই ধর্মঘটের দাবি ছিল, পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা এবং সরকারি উদ্যোগ বেসরকারিকরণ ও কর্পোরেটাইজেশন বন্ধ করা।পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় শূন্যপদ পূরণের জন্য প্রার্থী নিয়োগের দাবিও করেন তাঁরা।

তবে, পরবর্তীতে সরকারের সঙ্গে আলোচনার পর ধর্মঘট স্থগিত করা হয়। সরকারি কর্মীরা বারংবার পুরানো পেনশন স্কিমের আবার বহাল করার জন্য দাবি জানিয়েছে। তাই সরকার যদি আবার পুনরায় ওল্ড পেনশন স্কিম চালু করে তাহলে সরকারি কর্মী মহলের খুশির অন্ত থাকবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button