Allowance Hike: বাংলার সরকারি কর্মীদের 24,000 টাকা ভাতা বাড়াল সরকার। অবশেষে মিলবে বকেয়া! কারা পাবেন জানুন

সরকারি কর্মীদের ২৪,০০০ টাকা ভাতা বাড়াল সরকার।

রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুন সুখবর। সরকারি তরফে ভাতা বৃদ্ধি (Allowance Hike) করা হল কর্মীদের। রাজ্য সরকারি কর্মীরা বহুবার নানাভাবে ভাতা বৃদ্ধির জন্য দাবি তুলেছিলেন। মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন আলাদা করে উল্লেখ করার। মহার্ঘ ভাতার আন্দোলনের আঁচ জারি রয়েছে এখনো। ইতিমধ্যে, সরকারি কর্মীদের জন্য চলে এল এক দারুন সুখবর। নভেম্বর মাসের শুরুতেই মিলল সে সুখবর। রাজ্য সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি করতে চলেছে সরকার। জেনে নেওয়া যাক সরকারি কর্মীদের নতুন ভাতা বৃদ্ধির আপডেট।

Government Employees Allowance Hike

বলাই বাহুল্য, রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ছয় বছরের অপেক্ষায় এবার ইতি পড়ল। কর্মচারীদের ভাতা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি নতুন ঘোষণা থেকে জানা যাচ্ছে, মাসিক ২,০০০ টাকা ভাতা বাড়ানো হয়েছে। অর্থাৎ সরকারি কর্মীদের বছরে ভাতা বাড়ল ২৪,০০০ টাকা। আর সেইসঙ্গে বকেয়া বা এরিয়ারের টাকাও দেওয়া হবে বলে জানা যায়। তবে মনে রাখবেন, সরকারি তরফে এই ভাতা বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র ‘কর্মবন্ধু’-দের জন্য। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অস্থায়ী পদে কাজ করেন যারা। অবশেষে, ছয় বছর পরে ভাতা বৃদ্ধি করা হলো তাঁদের।

বাংলার বিভিন্ন প্রান্তে কর্মবন্ধু’-রা কী কী কাজ করেন? ‘কর্মবন্ধু’-রা হলেন অস্থায়ী কর্মচারী। তাঁরা প্রধানত স্থায়ী কর্মচারী নন। তাঁরা বিভিন্ন সহযোগী পদে কাজ করে থাকেন। অনেক ক্ষেত্রে কর্মবন্ধুরা নৈশপ্রহরীর কাজ করেন। কেউ-কেউ সাফাইকর্মী হিসেবেও কাজ করে থাকেন। রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন দফতর বা বিভাগের কাজের সুবিধার জন্য বিভিন্ন প্রান্তে ‘কর্মবন্ধু’-দের নিয়োগ করা হয়ে থাকে। সেই ২০১৮ সাল থেকে তাঁদের মাসিক ভাতা ছিল ৩,০০০ টাকা। আর এবার তা বৃদ্ধি করা হল।‌

সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি করল সরকার!

এতদিন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে কর্মরত ‘কর্মবন্ধু’-রা এতদিন মাসে ভাতা বাবদ পেতেন ৩,০০০ টাকা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এবার থেকে ‘কর্মবন্ধু’-দের মাসিক ভাতা ২,০০০ টাকা বাড়ানো হচ্ছে। অর্থাৎ তাঁরা এবার থেকে প্রত্যেক মাসে ভাতা ৫,০০০ টাকা করে পাবেন। আর সেই হিসাবে বছরে বাংলার ‘কর্মবন্ধু’-রা বাড়তি ২৪,০০০ টাকা পাবেন।

কবে থেকে বর্ধিত ভাতা পাবেন সরকারি কর্মীরা?

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কবে থেকে বর্ধিত ভাতা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরে বর্তমানে কর্মরত ‘কর্মবন্ধু’-রা? সংশ্লিষ্ট বিষয়টিতে অর্থ দফতরের তরফে জানানো হয়, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ‘কর্মবন্ধু’-রা বর্ধিত হারে ভাতা পাবেন। অর্থাৎ কর্মবন্ধুদের মাসিক ভাতা সেপ্টেম্বর থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৫,০০০ টাকা। আর সেইমতো তাঁরা এবার থেকে দু’মাসের বকেয়া ভাতা পাবেন। অর্থাৎ নভেম্বরের ভাতার সঙ্গে কর্মবন্ধুরা বাড়তি ৪,০০০ টাকা পাবেন।

সরকারি কর্মীদের 7% ডিএ বাড়ল সরকার! বছর শেষে মুখে হাসি ফুটল এই সকল কর্মীদের

তবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে স্থায়ী সরকারি কর্মচারীরা যে অপেক্ষায় আছেন, তা পূরণ হয়নি এখনো। রাজ্য সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির কোনও বিজ্ঞপ্তি জারি করার অপেক্ষায় রয়েছেন তাঁরা। তবে আপাতত পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন করে সেরকম কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। আর সেই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আগের মত এখনো ১৪ শতাংশ হারেই ডিএ পাবেন।

Related Articles

Back to top button