DA Hike: অবশেষে স্বস্তি! সরকারি কর্মীদের 7% ডিএ বাড়ল সরকার! বছর শেষে মুখে হাসি ফুটল এই সকল কর্মীদের
সরকারি কর্মীদের ৭% ডিএ বৃদ্ধি করল সরকার
সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike) নিয়ে সরকারের কাছে আবেদন ও নিবেদন করেছে। কখনো সরকারি কর্মীদের ডাকে সাড়া দিয়ে ডিএ বৃদ্ধি করেছে সরকার। আবার অনেক সময় দেখা যায়, সরকারি কর্মীদের কথায় কোন হেলদোল হয়নি সরকারের। চলতি বছর কেন্দ্রীয় সরকার কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। আর সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর রাজ্য সরকারি কর্মীরা নিজেদের হকের দাবিতে পুনরায় গর্জে উঠেছেন। এরই মাঝে শোনা গেল, সকল রাজ্য সরকারি কর্মীদের সাত শতাংশ ডিএ বৃদ্ধি করেছে সরকার।
Government Employees DA Hike
বছরের শেষে সরকারি কর্মীদের খুশির অন্ত রইল না। কারণ, সম্প্রতি সরকার মহার্ঘ ভাতার বৃদ্ধির (DA Hike) ঘোষণা করেছে। আর সেই ঘোষণা শোনার পর দুর্দান্ত খুশি হয়েছেন সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকার যখন সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে তখন রাজ্য সরকারই কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে ফের একজোট হওয়ার বার্তা দিচ্ছেন। আদালতে চলছে রাজ্যের ডিএ মামলা। যে মামলার রায় এখনো সামনে আসেনি। এদিকে, সরকারি কর্মীদের অপেক্ষার প্রহর যেন কাটছে না। এমতবস্থায় সরকারের নতুন ঘোষণা নিঃসন্দেহে স্বস্তি দিল সরকারি কর্মীদের।
সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করল সরকার!
যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনে অধীনে বেতন পান, সম্প্রতি তাঁদের ডিএ একলাফে ৭ শতাংশ বাড়িয়ে ২৪৬ শতাংশ করা হয়েছে। এদিকে, কেন্দ্রের অধীনে বর্তমানে কর্মরত যে সকল কর্মী এখনও পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন পান, তাঁদের ডিএ প্রায় ১২ শতাংশ বাড়িয়ে ৪৫৫ শতাংশ করা হয়েছে। কালীপুজোর আগেই ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের যারা কিনা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন।
কেন্দ্রের পথে হেঁটে তারপর বহু রাজ্যই ডিএ বাড়িয়েছে সরকারি কর্মীদের। তবুও রাজ্য তথা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মুখে হাসি ফোটেনি। তাঁদের অপেক্ষার প্রহর যেন দীর্ঘায়িত হচ্ছে। এরই মধ্যে আরো একটি খবর মাথাচাড়া দিয়ে উঠছে, জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তাই এখন জেনে নেওয়া যাক, ঠিক কতটা হারে মহার্ঘ ভাতা বাড়বে কেন্দ্রের কর্মচারীদের?
সরকারি কর্মীদের ডিএ কতটা বাড়ছে?
সাধারণত, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বেড়ে থাকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। আর এই আবহেই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেভাবে ভাবে বাড়বে, ঠিক তার ওপর নির্ভর করেই মহার্ঘ ভাতা বাড়বে সরকারি কর্মীদের। এই আবহে সম্প্রতি প্রকাশ হয়েছে সেপ্টেম্বর মাসের মূল্যবৃদ্ধি সূচক। জানুয়ারি থেকে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বাড়লে তা ঠিক কত হারে বৃদ্ধি পেতে পারে?
ইতিমধ্যে প্রকাশিত রিপোর্ট বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেড়েছে প্রায় ০.৭ পয়েন্ট। এই আবহে বর্তমানে সর্বভারতীয় মূল্যবৃদ্ধি সূচক ১৪৩.৩ পয়েন্টে গিয়ে পৌঁছেছে। এর আগে জুলাই মাসে মূলবৃদ্ধি সূচক বেড়ে ১৪২.৭ পয়েন্ট হয়েছিল। আর অগস্ট মাসে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম হয়েছিল ১৪২.৬ পয়েন্ট।
এই আবহে অপর একটি রিপোর্টে দাবি করা হল, বর্তমান পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, সরকারি কর্মীদের ডিএ বেড়ে হতে পারে প্রায় ৫৪ শতাংশ। অর্থাৎ, যদি এই হারে মূল্যবৃদ্ধি জারি থাকে, তাহলে মাত্র ১ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়তে পারে। যদিও জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি হার নির্ভর করবে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের মূল্যবৃদ্ধির সূচকও।
ডিএ-র পর বাড়ছে স্যালারি! সরকারি কর্মীদের বেতন দ্বিগুণ বাড়বে!
এদিকে সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন নিয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আর সেটা হতে পারে এই মাসেই। দাবি করা হচ্ছে, চলতি মাস নভেম্বরে বসবে জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠক। এই কমিটিতে কেন্দ্রীয় কর্মী ও সরকারের প্রতিনিধিত্বরা থাকে। দাবি করা হচ্ছে, বৈঠকে সকল মত যদি এক হয় তবে আগামী বছর বাজেটেই নেওয়া হবে অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত সিদ্ধান্ত।