Government Employees DA Update

সরকারি কর্মীদের জন্য একের পর এক খুশির খবর। ইতোমধ্যে চারিদিকে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে নতুন আপডেট পাওয়া যাচ্ছে। আর তার মধ্যেই সরকারি কর্মীদের ডিএ নিয়ে আবার সুখবর সামনে এলো (Government Employees DA). খুব শীঘ্রই নাকি মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কর্মীদের (Government Employees DA).

কিন্তু সুখবর আসছে কি পুজোর আগেই? নাকি চলতি বছরের শেষের দিকে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে (Government Employees DA). প্রশ্ন উঠছে নানান দিক থেকেই। তবে মোটামুটি কি আপডেট পাওয়া যাচ্ছে? জানতে হলে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নেবেন।

Government Employees DA

সাধারণত কেন্দ্রীয় সরকারের তরফে বছরের দুই সময়ে মহার্ঘ ভাতা বা ডিএ সংশোধন করা হয়। এই বছরের শুরুর দিকে মহার্ঘ ভাতা সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার(Government Employees DA). বর্তমানে চলছে আগস্ট মাস। এই সময় থেকে হিসেব করলে পুজো আসতে বাকি আর মাত্র ৫০ দিন। কিন্তু জানা যাচ্ছে, খুব সম্ভবত তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে দুর্দান্ত এক সুখবর (Government Employees DA).

সরকারি কর্মীদের পকেটে আসবে কড়কড়ে টাকা। আগস্ট মাস কাটলেই হতে পারে বড়সড় ঘোষণা। সেপ্টেম্বরের শুরুর দিকেই অর্থ মন্ত্রকের তরফে ফের মহার্ঘ ভাতা নিয়ে নতুন ঘোষণা হতে পারে। অন্তত তেমনটাই জানা যাচ্ছে (Government Employees DA).

একটি সম্ভাবনা বলছে, আসন্ন সেপ্টেম্বরে ৩ শতাংশ ডিএ(DA) বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। যার দ্বারা উপকৃত হবেন লাখ লাখ সরকারি কর্মী ও পেনশন ভোগীরা। চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারিতে শেষবার মহার্ঘ ভাতা বাড়িয়েছিল নরেন্দ্র মোদী সরকার(Government Employees DA).

সরকারি কর্মীদের জন্য সুখবর! চলতি মাসেই বাড়ছে বেতন? পেনশন বাড়াবে সরকার! জানুন বিস্তারিত

Government Employees DA Update 2024

আগের সংশোধনীর পর বর্তমানে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫০ শতাংশ হারে। অন্যদিকে, অবসরপ্রাপ্ত কর্মীরা পাচ্ছেন ডিআর পাচ্ছেন ৫৩ শতাংশ হারে। যদি নতুন ঘোষণা অনুযায়ী আগামী সেপ্টেম্বরে ফের পেনশন বাড়ে তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ে, তবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাবেন ৫৩ শতাংশ হারে ও পেনশনভোগীরা ডিআর পাবেন ৫৬ শতাংশ হারে।

কিন্তু সরকারি কর্মীদের মনে প্রশ্ন, মহার্ঘ ভাতা বাড়লেও এরিয়ার কি পাবেন তাঁরা? অতীতেই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ১৮ মাসে ডিএ এরিয়ার পাবেন না। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সংসদে বাদল অধিবেশনে প্রশ্ন উঠলে, করোনা কালের ১৮ মাসের ডিএ এরিয়ার সংক্রান্ত বড়সড় তথ্য সামনে আসে।

প্রসঙ্গ উল্লেখ করে, অর্থমন্ত্রেকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানান, কোভিডকালের ১৮ মাসের ডিএ এরিয়ার দেওয়ার কথা ভাবছে না কেন্দ্র। তার জন্য প্রত্যক্ষ কারণ হিসেবে বলা হয়, সেই সময় ভারতে অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তাই সেই সময়ের টাকা এখনই দেওয়া সম্ভব নয়।

বাংলার সরকারি কর্মীদের পকেটে আসছে কড়কড়ে 25000 টাকা! কেন্দ্রের পথে হেঁটে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

Government Employees DA Increase

অর্থাৎ বোঝাই যাচ্ছে করোনা কালের ১৮ মাসের ডিএ এরিয়ার পাওয়া সম্ভব নয়। আবার, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ১ জানুয়ারি অর্থাৎ মহামারীর সময়ে সরকার কর্মী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর বৃদ্ধি হয়নি মোট তিনবার। আবার একইসঙ্গে অষ্টম বেতন কমিশন নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট তথ্য মিলছে না। অর্থাৎ ধারণা করাই যাচ্ছে, এখনই অষ্টম বেতন কমিশন হয়তো গঠন হবে না। ‌

সাধারণ নিয়ম অনুসারে, ডিএ-র অঙ্ক ৫০ শতাংশ হলেই তা বেসিক পে-র সঙ্গে যুক্ত করে দেয় কেন্দ্র। যদিও, গত ফেব্রুয়ারিতে ডিএ(DA) বৃদ্ধির পর তা করেনি সরকার। আর মধ্যে সূত্রের খবর, অষ্টম পে কমিশন কার্যকর যতদিন না হচ্ছে, ততদিন পর্যন্ত বেসিক পে-র সঙ্গে ডিএ সংযুক্ত করা হবে না।

তবে যে সম্ভাবনা তীব্র হচ্ছে, তা হলো সেপ্টেম্বরে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে তিন শতাংশ ডিএ বাড়াতে পারে সরকার। ডিএ কার্যকর হতে পারে ১ জুলাই ২০২৪ থেকে। যদিও গোটা বিষয়টি এখন সম্ভাবনার পর্যায়ে রয়েছে। সরকারি তরফে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। ‌