8th Pay Commission: দীপাবলির দিন সরকারি কর্মীরা পেলেন ধামাকাদার উপহার! শীঘ্রই দেশে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন?

ভারতবর্ষে অষ্টম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট

ভারতবর্ষে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের (Government Employees) জন্য একের পর এক নয়া উপহার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কখনো মহার্ঘ ভাতা বৃদ্ধি তো কখনও বোনাসের পরিমাণ বৃদ্ধি।‌ উৎসবের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে এবার দীপাবলীর উপহার ঘোষণা করা হলো। যা জানা যাচ্ছে, হয়তো খুব শীঘ্রই দেশে লাগু হতে পারে ‌অষ্টম বেতন কমিশন (8th Pay Commission). আর তাই যদি হয় তাহলে সরকারি কর্মীদের আনন্দের সীমা থাকবে না। ‌

Government Employees 8th Pay Commission

কেন্দ্রীয় সকল সরকারি কর্মীদের (Government Employees) বেতন বাড়তে পারে। সম্প্রতি এমন একটি সম্ভাবনা সামনে আসছে। আসলে বছরের শুরু থেকে ধাপে ধাপে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেয়েছে। বছরের শুরুর দিকে ডিএ সংশোধনী হওয়ার পর সরকারি কর্মীদের বেতন বেশ কিছুটা বেড়েছিল। তখন ডিএ বৃদ্ধি পাওয়ায় ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

লোকসভা ভোটের পর মোদি সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ‌সিংহাসনে বসার পর কেন্দ্র সরকারি কর্মীরা পুনরায় আশা করলেন ডিএ বৃদ্ধি করুক কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মীদের আশা রাখতে দিন কয়েক আগেই ‌মহার্ঘ ভাতা (DA Hike) বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। আর মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মীদের বেতন। আর এবার সামনে আসছে নতুন একটি বড় আপডেট। দেশে লাগু হতে চলেছে অষ্টম বেতন কমিশন? এক নজরে দেখে নিন নতুন আপডেট।

শীঘ্রই দেশে লাগু হবে অষ্টম বেতন কমিশন?

ভারতবর্ষে ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন লাগু হয়েছিল। আর সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর সরকারি কর্মীদের বেতন কাঠামো ও সুবিধাগুলি পুনর্নবীকরণ করা হয়। কিন্তু সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছে তা প্রায় ১ দশক হয়ে গেল। কমিশনের সুপারিশ অনুযায়ী যেটা ঠিক হয়েছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নূন্যতম বেতন নির্ধারণ করা হয় ১৮ হাজার টাকা। তবে এই বিষয়ে অনেকের মতে সংশ্লিষ্ট বেতন যথেষ্ট নয়। তাই সকলেই দাবি তুলেছিলেন, পরবর্তী কমিশন গঠনের জন্য এবং অষ্টম বেতন কমিশন গঠনের সময় ন্যূনতম বেতন আরো বাড়ানো প্রয়োজন বলে।

বিশেষ করে এই দাবি তুলেছিলেন সরকারি কর্মচারীরা। সপ্তম বেতন কমিশন যখন কার্যকর হয়েছিল, তখন ভারতবর্ষের মুদ্রাস্ফীতি বর্তমান জায়গায় আসেনি। কিন্তু বর্তমান সময়ে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচ এতটাই বেড়ে গিয়েছে যে কর্মীদের বেতন বৃদ্ধির প্রয়োজনীয়তা বারংবার প্রকট হচ্ছে। এই পরিস্থিতিতে কর্মচারীরা তাঁদের বেতন বৃদ্ধির দাবি তুলছেন অষ্টম পে কমিশন গঠনের জন্য। যাতে এই সকল সরকারি কর্মীদের চাহিদা অনুযায়ী বেতন বৃদ্ধি পায়, তাঁরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।

ভারতবর্ষে অষ্টম বেতন কমিশন গঠনের সম্ভাবনা

ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট করে না জানানো হলেও ভারতবর্ষে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে ‌একটি সম্ভাবনা স্পষ্ট হচ্ছে। ‌সংশ্লিষ্ট বিষয়ে সূত্রের খবর, চলতি নভেম্বর মাসে অষ্টম পে কমিশন সংক্রান্ত আলোচনার জন্য একটি বৈঠক আয়োজিত হতে পারে নভেম্বর। জয়েন্ট কনসাল্ট মেশিনারি বৈঠকটি নভেম্বর মাসে হবে বলেই জানা যাচ্ছে। আর এই বৈঠকে কেন্দ্রীয় কর্মী, সরকারি প্রতিনিধিরা সকলেই অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে।

দীপাবলির আবহে DA বৃদ্ধির সুখবর দিল রাজ্য সরকার! চার কিস্তিতে বকেয়া পাবেন রাজ্য সরকারি কর্মীরা

আর বৈঠকে যদি সবাই মত দেয়, তাহলে ২০২৫ সালের বাজেটে নতুন পে কমিশন গঠনের বিষয়ে জোর দেওয়া হবে বলেই আশা করা যাচ্ছে। ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় সরকার-এর প্রস্তুতি, জয়েন্ট কনসাল্ট মেশিনারি বৈঠক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, খুব শীঘ্রই হয়তো অষ্টম পে কমিশন গঠন করা হবে দেশে। আর যদি বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে এটি রাজ্যের সকল কর্মচারীদের জন্য নিঃসন্দেহে সুখবর হতে চলেছে। কারণ অষ্টম বেতন কমিশন কার্যকর হলে তাদের বেতন কাঠামোতে পরিবর্তন আসবে।

Related Articles

Back to top button