Employee Benefits – অবশেষে বকেয়া বেতন দিতে রাজি হল রাজ্য সরকার। সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।

সপ্তম বেতন কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করলো রাজ্য সরকার (Employee Benefits). এই বেতন কমিশন অনুযায়ী বকেয়া টাকা প্রদান করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। ২০২৪ লোকসভা ভোটের আগে সরকারি কর্মীরা আশা করেছিলেন অষ্টম বেতন কমিশন গঠন হবে। এবং অষ্টম বেতন কমিশন অনুযায়ী সরকারি কর্মী ও পেনশন গ্রহীতাদের বেতন প্রদান করা হবে।

Government Employee Benefits of Salary

লোকসভা ভোটের আগে সাধারণত পে কমিশন গঠন করেন সরকার। তবে এই বার সেই আশা বাস্তবে রূপান্তরিত করেননি তারা। সেখানে দাঁড়িয়ে সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন প্রদানের দাবিও করেছিলেন রাজ্যের কর্মচারীরা। এই সব কিছুর মধ্যেই সরকার এত বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন সরকার। জুন মাসের বেতনের সঙ্গেই সপ্তম বেতন কমিশন বাবদ বকেয়া কিস্তি মিটিয়ে দেওয়া হবে (Employee Benefits).

২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি বিচারপতি অশোক কুমার মাথুরের নেতৃত্বে সপ্তম বেতন কমিশন গঠন হয়। এই বেতন কমিশন অনুযায়ী কর্মীদের নূন্যতম বেতন, সর্বোচ্চ বেতন, বার্ষিক বৃদ্ধি, নতুন কাঠামো , ফিটমেন্ট ফ্যাক্টর, চিকিৎসা, ভাতা সমস্ত কিছুই নির্ধারণ করা হয়। ২০১৪ সালের পর থেকে মোট চারটি কিস্তির মাধ্যমে সরকার সপ্তম বেতন কমিশনের টাকা দিয়েছে।

আগামী মাসে এই সপ্তম বেতন কমিশনের পঞ্চম বকেয়া বেতন প্রদান করবে রাজ্য সরকার (Employee Benefits). গত বৃহস্পতিবার সরকার এই বিষয়ে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজ্যের অর্থ দপ্তরের ডেপুটি সচিব জানান পঞ্চম কিস্তির এই টাকা জীবিকা নির্বাহ তহবিল অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বা বেতন বাবদ নগদে প্রদান করা হবে।

 গঠন হচ্ছে সপ্তম পে কমিশন! কত টাকা করে পাবেন কর্মচারীরা জেনে নিন বিস্তারিত।

পয়লা জুলাই থেকে বকেয়া টাকা ঢুকতে শুরু করবে কর্মচারীদের অ্যাকাউন্টে। এই অনুযায়ী টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকলে লাভবান হবেন ৫ লাখের বেশি সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডাররা। বকেয়া টাকা রাজ্যের স্কুল এবং জেলা পরিষদ সহ রাজ্য জুড়ে সমস্ত কর্মচারীদের অ্যাকাউন্টে ঢোকার কথা।

সপ্তম বেতন কমিশন অনুযায়ী কর্ণাটক রাজ্যের সমস্ত কর্মীরা তাদের এবং পেনশন ভোগীরা তাদের বেতন প্রদানের আর্জিও জানিয়েছেন। মার্চ মাসে এই সম্পর্কিত একটি সুপারিশ পত্র তারা রাজ্য সরকারের সচিবের কাছে পেশ করেন। সেখানকার সরকার জানান খতিয়ে দেখা পর সমস্ত কিছু ঠিক থাকলে এই দাবী পূরণ করবেন তারা। আপাতত রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্য সরকারি কর্মীরা।
Written by Sathi Roy.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button