WB Holiday: রাজ্যে ফের সরকারি ছুটির ঘোষণা! টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা। কবে থেকে ছুটি পড়ছে দেখে নিন

WB Government Announced Vacation For Employees

সরকারি চাকরি মানেই একের পর এক ছুটি (WB Holiday). আর সেই ছুটি চলে বছরভর। কখনো দেখা যায়, বিশেষ উৎসবের কারণে সরকারি ছুটি ঘোষণা হয়েছে আবার কখনো দেখা যায় প্রশাসনিক কাজ কিংবা বিশেষ কারণে হঠাৎ করেই ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ ছুটির খবর পেতেই রাজ্য সরকারি কর্মীদের পোয়াবারো। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমনিতেই বছরভর ছুটি পেয়ে থাকেন। তবে এবার ফের নতুন করে পাঁচ দিনের ছুটি মিলল? আর একথা শুনে নিশ্চয়ই আনন্দ হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের। তবে জেনে রাখুন, বিশেষ ঘোষণা করেছে রাজ্য সরকার। যা জেনে রাখা জরুরী সকলের জন্যই।

WB Holiday Update For Government Employees

সাধারণত দেখা যায় যে প্রত্যেক বছর উৎসবের মরশুমে একটানা লম্বা ছুটি পান পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। উৎসবের দিনগুলিতে অধিকাংশ দপ্তর বন্ধ থাকলেও অনেকেই উৎসবে দিনগুলিতে কাজ করেন। তাই তাঁদের কথা চিন্তা করে উৎসব মিটতেই ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের এমন অনেকগুলি দপ্তর রয়েছে যে সকল দপ্তরে কর্মরতরা‌ উৎসবের দিনগুলিতে ছুটি থেকে বঞ্চিত হন।

যেমন, রাজ্যে কর্মরত ‌পুলিশ কর্মীরা, দমকল কর্মীরা এবং স্বাস্থ্যক্ষেত্রে কর্মীরা। এনারা উৎসবের দিনগুলিতেও কাজ করেন। এই দিনগুলিতে ছুটি পান না। তাই উৎসব শেষ হলে এই সকল কর্মীদের আলাদা করে ছুটি দেওয়া হয়। দুর্গাপূজার সময় সারা রাজ্যে ছুটি চললেও এই সকল কর্মীদের এই সময় অতিরিক্ত ডিউটি দিয়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হয়। তাই তাদের জন্য প্রতিবছর কিছু স্পেশাল ছুটি বরাদ্দ করা হয়ে থাকে সরকারের তরফ থেকে। কিন্তু অনেকে ভাবতেন এই ছুটি যথেষ্ট নয়, এমনটাই আক্ষেপ ছিল তাঁদের। তাই এবার এল ফের বড় ঘোষণা।

উৎসবের মরশুমে একটানা লম্বা ছুটি পেলেও কিছু দপ্তর রয়েছে যেগুলো ছুটির থেকে বঞ্চিত হন। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন পুলিশ দমকল থেকে স্বাস্থ্য ক্ষেত্রে কর্মীরা উৎসবের মরশুমে ছুটি পান না। বরং এই সময় তাদের অতিরিক্ত ডিউটি দিয়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হয় তাই তাদের জন্য বছরে কিছু স্পেশাল ছুটি বরাদ্দ করা হয়ে থাকে সরকারের তরফ থেকে। কিন্তু এই ছুটি যথেষ্ট নয়, এমনটাই আক্ষেপ ছিল অনেকের। তাই এবার এল বড় ঘোষণা।

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ছেই। কনফার্ম করল রাজ্য সরকার

নতুন করে পাঁচ দিনের ছুটি পাবেন কর্মীরা!

ছুটির ক্যালেন্ডার বলছে, দূর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপূজো কালীপুজো ভাইফোঁটা উৎসবের মরশুমে প্রায় এক মাসের মত ছুটি পান সরকারি কর্মীরা। কিন্তু এক্ষেত্রে কিন্তু ছুটি থাকে না রাজ্যে ইমারজেন্সি সার্ভিসের সাথে যুক্ত থাকা কর্মীদের। বদলে পুজো পরবর্তী সময়ে ১০ দিনের স্পেশাল ছুটি দেওয়া হত তাঁদের। তবে এবার সেই ছুটি সম্প্রতি ঘোষণা করে আরও বাড়িয়ে দেওয়া হল।

মুখ্যমন্ত্রী এর আগেই ‌ সরকারি কর্মীদের স্পেশাল ছুটি ৫ দিন বাড়িয়ে দেওয়ার ঘোষণা‌ করেছেন। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ যারা মানুষের স্বার্থে ২৪ ঘন্টা কাজ করে চলেছেন তাদের যোগ্য সম্মান পাওয়া উচিত।’ এরপরই সবার প্রথমে তিনি পুলিশ কর্মীদের কথা এবং তারপর দমকল কর্মী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী ও পৌরসভার কর্মীদের কথা বলেন। নিঃসন্দেহে আশা করা যায়, এই বিশেষ ছুটির সংখ্যা বাড়িয়ে দেওয়ায় খুশি হবেন কর্মীরাও।

আচমকাই সরকারি কর্মীদের 5% ডিএ বাড়ল! কবে থেকে কার্যকর হচ্ছে বর্ধিত ডিএ?

তবে শুধুমাত্র ছুটি বৃদ্ধি করাই নয়, পশ্চিমবঙ্গে কর্মরত নির্দিষ্ট দপ্তরের কর্মীদের বেতন ও বৃদ্ধি করা হয়েছে। ‌এর আগেই ‌ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর থেকে শুরু করে পৌরসভার আওতায় কর্মবন্ধু প্রকল্পে বেশ কিছু লোক নিয়োগ করা হয়েছিল। আগামী ২০১৭ সাল থেকে এই প্রকল্পের কর্মীদের জন্য মাসে তিন হাজার টাকা ভাতা দেওয়া হত। তবে এবার সেটা এক ধাক্কায় ২০০০ টাকা বাড়িয়ে সরাসরি পাঁচ হাজার টাকা করা হয়েছে। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

Related Articles

Back to top button