গুগলে চাকরি করতে চান? কিভাবে নিয়োগ হয়, কিভাবে আবেদন করবেন, বেতন কত, বিস্তারিত জেনে নিন
Google Job Application 2025
গুগলে চাকরি (Google Job) করবেন বলে বহু মানুষ স্বপ্ন দেখেন। এই চাকরির জন্য কি কি যোগ্যতা লাগে সেটা বহু মানুষের প্রশ্ন। শুধু তাই না, গুগলে চাকরি করার জন্য কোথা থেকে কিভাবে আবেদন করতে হবে আপনার সেটাও জেনে রাখা জরুরি। তবে তাই যদি হয়, তাহলে আজকের এই প্রতিবেদন রইল আপনার জন্য। একনজরে দেখে নিন বিস্তারিত।
গুগলে চাকরি করার নিয়মাবলী
যদি আপনি এমন একজন ব্যক্তি হন যিনি গুগলে চাকরি করতে আগ্রহী, তাহলে আবেদন জানানোর আগে প্রার্থীদের আবেদন করার নিয়মাবলি জেনে নিতে হবে। আসলে কীভাবে গুগল কর্মী নিয়োগ করা হয়, সেটি সম্প্রতি ভিডিওতে জানিয়েছেন গুগলের কারিগরি কর্মকর্তা তথা (নিয়োগকর্তা) ওকুস ও প্রোগ্রাম ম্যানেজার (ইন্টার্নশিপ) জুলিস।
তাই আপনিও যদি সেই সকল তথ্য জানতে চান, তাহলে আজ এই প্রতিবেদন পড়ে নিন। আসলে গুগলে আবেদন করার নির্দিষ্ট পদ্ধতি আছে। এই চাকরির আবেদন করার জন্য আপনাকে প্রথমে ভিজিট করতে হবে Careers Serch Tool-এ। এর পর সেখানে গিয়ে উল্লেখ করতে হবে কিছু তথ্য। যেমন, আপনি কে, আপনি কী করেন ইত্যাদি। এই স্থান থেকে আপনি আপনার জন্য যেটা স্বাচ্ছন্দের তেমন চাকরি খুঁজে নিন।
চাকরি খোঁজার জন্য কি করতে হবে?
আপনাকে ক্লিক করতে হবে Creat your career Profile অপশনে। যেটা আপনাকে কাস্টমাইজড করে দেবে আর কাজের সুপারিশ করবে। এবার
আপনার পাশে থাকা Alert বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনি পাবেন নতুন কোনো চাকরির বার্তা। এই চাকরি আসবে আপনার যোগ্যতা এবং আগ্রহের ওপর ভিত্তি করে। মনে রাখুন, প্রতি ৩০ দিনে আপনি ৩টি চাকরির জন্য আবেদন করতে পারবেন। তালিকায় থাকা সর্বনিম্ন যোগ্যতা পূরণ করুন। অ্যাপ্লিকেশন পাঠানোর আগে এগুলি দেখে
নিন।
আবেদন পাঠানোর জন্য রিজিউম তৈরি করুন। যে কোনো জায়গায় চাকরির আবেদন করার জন্য আপনাকে একটি রিজিউম তৈরি করতে হবে। তৈরি করে নিতে হবে একটি সঠিক সিভি। এতেই আপনি উপকার পাবেন। এই সিভিতে আপনাকে আগের কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।
আপনি যে কোম্পানিতে কাজ করেছেন, আপনি যে কোন বিষয়ের ওপর কাজ করেছেন। সেটি উল্লেখ করবেন। মনে রাখবেন, সন্দেহ হলে, গুগল সূত্র X-Y-Z (accomplished (X), as messured by (Y), by doing (Z)) দেখুন। এই মেট্রিকস দিন শেষে আপনাকে কাজ খুঁজে পেতে সাহায্য করবে। আর গুগল টিম আপনার যোগ্যতার মাপকাঠি বুঝতে পারবে।
চাকরির জন্য ইন্টারভিউ কিভাবে হয়?
আপনি আবেদন জমা দেওয়ার আট সপ্তাহের মধ্যে সাড়া পেয়ে যাবেন। তবে যদি এই সময়ের মধ্যে সাড়া না পান, তাহলে কর্তৃপক্ষ ওই পদের জন্য অন্য প্রার্থী কে বাছাই করে নেবে। আসলে গুগল অভিজ্ঞতা দেখেই কর্মী বিবেচনা করে থাকে।
গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগ। মাসে বেতন 29,000 টাকা। মাধ্যমিক পাশে আবেদন করুন
গুগলের ইন্টারভিউ কিভাবে হয়?
গুগলের ইন্টারভিউ যেমন জরুরী। ঠিক তেমন ভাবেই ইন্টারভিউ ছাড়াও একজন নিয়োগকর্তা বা নিয়োগকারী ম্যানেজার আপনার কাছে নমুনা চাইতে লাবে সাধারণ জ্ঞান ও উপস্থিত বুদ্ধি সম্পর্কে। এছাড়াও কোডিং কুইজ, শর্ট চ্যাটসহ আপনার প্রকল্প কাজের নমুনাও চাইতে পারে। আর তাই জন্য আপনাকে আগের থেকে প্রস্তুত হয়ে থাকতে হবে।