Gold Rate – সোনার দামে বিরাট পতন। আপনার শহরে রূপো ও সোনার দাম কত জেনে নিন।

বিগত কয়েক দিনে সোনা ও রূপোর দামে বেস ওঠানামা দেখে গিয়েছে। আর Gold Rate বা সোনার দাম কমে গেলেই গ্রাহকদের সোনা কেনার প্রতি আগ্রহ বেশি দেখা যায়। আর অন্যদিকে সোনার দাম কমলে দোকানেও ভিড় বাড়ে। ভারতীয় বাজারের তথ্য অনুযায়ী ১ নভেম্বর থেকে ৩ দিন সোনার দাম বৃদ্ধির পর আজ আবার Gold Rate বা সোনার দাম কমে গেল।

Gold Rate Today, Silver Rate Today

ভারতীয় বাজারে সোনার চাহিদা অত্যন্ত বেশি। যে কোন রকম সামাজিক হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান, বেশিরভাগ মানুষেরই পছন্দ হলো সোনার গয়না (Gold Jewellery). তাছাড়া এখন চলছে নভেম্বর মাস। সারা মাস জুড়ে লেগে থাকবে উৎসবের ঘনঘটা। এছাড়া নভেম্বর মাস থেকে শুরু করে গোটা শীতকাল পর্যন্ত চলে বিয়ের মরসুম। তাই বিভিন্ন প্রয়োজনে অনেক মানুষেরাই স্বাভাবিকভাবে এখন বেশি পরিমাণে সোনা রুপার গয়না ক্রয় করছেন।

আর এই কারণেই মাসের প্রথম দিক থেকেই Gold Rate বা সোনার দাম বেড়েছে। তবে একটু নজর রেখে সোনা কিনলে এর মধ্যেও কম দামে সোনা কিনতে পারবেন। যেমন গতকাল শুক্রবার ও সোনার দামে ঘটেছে বিপুল হারে পতন। আর আজও সেই দাম অপরিবরতিত রয়েছে। শোনা যাচ্ছে, আগের চেয়ে বেশ অনেকটা হারেই পড়েছে সোনার দাম। তবে ধন্তেরাসের আগে সোনা ও রূপোর দামে ওঠানামা করবে।

সোনার গয়না তো প্রতিটি মানুষেরই প্রিয় তাই না। কিন্তু এই সোনার যে বিপুল পরিমাণ দাম তা সবার পক্ষে পুষিয়ে ওঠা সম্ভব নয়। বর্তমান বাজারে যেখানে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসেরই মূল্য আকাশ ছোঁয়া সেখানে সোনার দাম শুনলে তো ধনীদেরও পর্যন্ত চোখ কপালে ওঠার অবস্থা। সেখানে মধ্যবিত্তদের কাছে সোনার গয়না কিনা মানে তো অলীক কল্পনা। তাই বিয়ে হোক বা অন্য কোন আচার অনুষ্ঠান বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের সম্বল হল সিটি গোল্ড বা ইমিটেশন।

কিন্তু এবার এই দুঃখের অবসান হল। আজকের অনুযায়ী প্রকাশিত Gold Rate Chart এ দেখা যাচ্ছে সোনার দাম আগের চেয়ে অনেকটাই সস্তা হয়েছে। যার মাধ্যমে এখন মধ্যবিত্ত এবং গরিব মানুষেরাও ব্যবহার করতে পারবেন তাদের অত্যন্ত প্রিয় এই সোনা। আজ্ঞে হ্যাঁ এমনটাই খবর পাওয়া গেছে বর্তমানে সূত্র মারফত। তাহলে আর দেরি না করে ঝটপট জেনে নিন আপনার শহরে কত হল এই সোনার দাম (Gold Price today).

Gold Rate Today in Kolkata

বিভিন্ন পরিমাণের সোনার দাম:-
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রেট এর তালিকা অনুসারে,
১. গতকাল অনুযায়ী প্রকাশিত রেট চার্টে দেখা গেছে যে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের সোনার দাম ছিল ৬১ হাজার ৬৪০ টাকা। আজ ২৪ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম কলকাতায় ৬১৬৪ টাকা। সে ক্ষেত্রে ১০ গ্রামের দাম ৬১ হাজার ৬৪০ টাকা।

অর্থাৎ আগের দিনের মতোই আছে দাম। গত মাসের শেষ দিন অর্থাৎ ৩০ অক্টোবর প্রকাশিত রেট চার্টে দেখা গেছে সমপরিমাণ এবং সমমানের সোনার দাম ছিল ৬২ হাজার ৬৩০ টাকা। অর্থাৎ আগের চেয়ে ১০০০ টাকা সস্তা হয়েছে এই দাম।

রান্নার গ্যাসের দাম তথা LPG Cylinder Rate

২. গতকাল অনুযায়ী প্রকাশিত রেট চার্টে ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৬ হাজার ৫০০ টাকা। আজ এই সোনার প্রতি গ্রামের দাম ৫৬৫০ টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম ৫৬ হাজার ৫০০ টাকা। তাই গতকাল এবং আজকের মধ্যে সোনার দামে তেমন কোন ফারাক নেই। অন্যদিকে যদি ৩০ অক্টোবর দেখা যায় তো সেদিন সমমানের সমপরিমাণ সোনার দাম ছিল ৫৭ হাজার ৪১০ টাকা। তাই এক্ষেত্রেও আগের চেয়ে ১০০০ টাকা সস্তা হয়েছে দাম।

যদিও সোনার মূল্য সর্বত্র সমান নয়। বেশ কিছু শহরে সোনার দাম একটু বেড়ে বা কমে চলছে। যেমন বেশ কিছু শহরে সোনার দাম হয়েছে ৬৩ হাজার টাকা। চেন্নাইতে ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম ৫৮ হাজার টাকা।

Silver Price Today

রুপার গয়নার দাম:-
৩. গতকালের রেট চার্ট এ প্রতি কেজি ওজনের রুপার দাম ছিল ৭৪৮০০ টাকা। এক গ্রাম রুপার দাম (Silver Rate) হল ৭৪৮০ টাকা। আজকেও দাম ওই একই জায়গায় স্থির রয়েছে। কোন বাড়া বা কমা হয়নি।
অন্যদিকে যদি ৩০ অক্টোবর গিয়ে দেখা যায় তাহলে, সেদিন সমপরিমাণ রুপার দাম গেছে 74 হাজার 600 টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রুপার গয়নার দাম সেদিনের তুলনায় আজ এবং গতকাল ২০০ টাকা বেড়ে চলছে।

আরও পড়ুন,  ধনতেরাসের আগে কখন সোনা কিনলে লাভও বেশি পাবেন। আবার ভাগ্যও সাথে থাকবে?

তবে যাই হোক, সোনার দামে (Gold Rate) বিপুল হারে পতনের জন্য এখন মধ্যবিত্তরাও কিনতে পারবেন তাদের পছন্দের সোনার গয়না। যদিও যে কথাটি না বললেই নয় সেটি হল বিশেষজ্ঞরা এও জানিয়েছেন যে ভবিষ্যৎ কালে হয়তো খুব শীঘ্রই সোনার দাম আবার বৃদ্ধি ও পেতে পারে ব্যাপক হরে, তাই ভালো হবে যদি আপনারা এখন থেকেই এই গয়না কিনে নিজেদের কাছে রেখে দেন। আপনি ঘরে বসেই অত্যন্ত সহজে জেনে নিতে পারেন বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের রেট চার্ট (Gold Rate Chart).

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে Aadhaar Card এর বদলে এবার করতে হবে এই কার্ড। করলেই পাবেন এই

এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসকল দিতে হবে। তারপর আপনার ফোনে একটি মেসেজ যাবে। সেই মেসেজে বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের দাম আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন। তবে আর দেরি কেন? সোনার গয়নার দাম (Gold Rate) আবার চড়াও হওয়ার আগেই আপনাদের অত্যন্ত প্রিয় সোনার গয়না সমূহ দ্রুত ক্রয় করে নিন।
Written by, Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button