Gold Price 2024: সোনার দামে উলটপুরান! এই ৩ কারণে আগামী মাসে লাফিয়ে বাড়বে সোনার দাম! চিন্তায় গ্রাহকরা
স্বর্ণ ধাতুর চাহিদা থাকে সারা বছরভর। কখনো পারিবারিক অনুষ্ঠান, তো কখনো উৎসব, নিয়ম। সোনা কেনার চাহিদা থাকে তুঙ্গে। তবে সোনার দামে(Gold Price) ওঠানামা স্বাভাবিক ভাবেই প্রভাব ফেলে সোনার চাহিদার উপর। যেমন গত কয়েক মাস ধরে সোনার দাম(Gold Price) বেশ অনেকটাই কমেছে। যার কারণে মধ্যবিত্তের মুখে ফুটেছে হাসি। কিন্তু এখন শোনা যাচ্ছে আগামী তিন মাস কিন্তু সোনার দাম(Gold Price) লাফিয়ে বাড়বে। ঠিক কোন কারণে সোনার দাম বাড়বে? দাম বাড়লে কত টাকা হবে সোনা? আসুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক।
এবার 450/- টাকায় পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার! বিরাট সিদ্ধান্ত সরকারের! মুখে হাসি ফুটল আমজনতার
Gold Price Hike Due to This Reason
১) চলতি বছর পাশ হওয়া বাজেটে সোনার দামের (Gold Price) কাস্টম ডিউটি কমানো হয়েছে। যার কারণে সোনার দাম(Gold Price) বেশ অনেকটাই কমে যায়। সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭০,০০০ টাকার নিচে নেমে যেতেও দেখা যায়। সাম্প্রতিক সময়ে আবার ভারত গোল্ড রিজার্ভ বাড়ানোর ঘোষণা করেছে। যার ফলে সোনার দাম(Gold Price) বাড়ছে ক্রমাগত। সারাদেশে বর্তমানে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। আর উৎসব মানেই সোনার কেনাকাটা। কিছুদিন পরেই ধনতেরাস। তখন আলাদাভাবে সোনার ক্রয় হবে। আর তখন চাহিদার কারণে সোনার দাম বাড়তে পারে।
২) বিশ্বের কোথাও যখন যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, তখনই সোনার দাম (Gold Price) অনেকটা বেড়ে যায়। বর্তমানে পরিলক্ষিত হচ্ছে ইজরায়েল-হামাস ও রাশিয়া-ইউক্রেন-সহ বিভিন্ন স্থানে যুদ্ধ। মনে করা হচ্ছে, আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হলে বাড়বে সোনার দাম(Gold Price). পরিস্থিতি জটিলতায় সারা বিশ্বের বিনিয়োগ কারীরা সুভেরান গোল্ড সিকিউরিটিজের পরিবর্তে বেশি গুরুত্ব দেন ফিজিক্যাল গোল্ডকে। যার কারণে সোনার দাম(Gold Price) বাড়তে থাকবে।
৩) এর পাশাপাশি আরও একটি কারণ সামনে আসছে। আর তা হলো আমেরিকায় ক্রমবর্ধমান মন্দার পরিস্থিতি। যার পরিপ্রেক্ষিতে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমাতে পারে বলে ধারণা। আর আমেরিকায় মন্দার কারণ হলো সেখানকার প্রেসিডেন্ট নির্বাচন। আর এমন সময়ে সুদের হার কমানোর জন্য সরকারের ওপর চাপ রয়েছে। তাই, যদি সুদের হার কমানো হয়, তবে সোনার দাম কিন্তু আরও বাড়বে (Gold Price)।
অবিশ্বাস্যভাবে দাম কমলো সোনার! পুজোর আগে ঊর্ধ্বে চাহিদা! সেপ্টেম্বরে 10 গ্রাম সোনার দাম কত হলো?
Gold Price Hike New Update
তবে এখনো পর্যন্ত সোনার দামে ওঠা পড়া চলছে। আগামী তিন মাস সোনার দাম কততে পৌঁছয় তা এখন দেখবার বিষয়। সোনার দাম কম হলে আরো বেশি সংখ্যক মানুষ স্বর্ণ ধাতু ক্রয়ের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করবেন। আর সোনার দাম বাড়লে চাহিদা কমবে হলুদ ধাতুর। স্বাভাবিক এই হিসেব সম্পর্কে ধারণা থাকলেও, আগামী দিনে সোনার দাম কত হবে তা প্রতিদিনের হিসেব থেকেই জানা যাবে।