Gold Price: ধনতেরাসে সোনায় সোহাগা! কমে গেল সোনার দাম। 10 গ্রাম সোনার দাম কত হল?

ধনতেরাসের মরশুমে সোনার দামে (Gold Price) নজর থাকে সবার। ‌কারণ এই সময়ে মূল্যবান ধাতু সোনা ও রূপোর চাহিদা একলাফে বেড়ে যায়। প্রায় সবাই চান কিছু না কিছু ধাতু কিনে বাড়িতে রাখতে। কিন্তু ধনতেরাসের সময় সোনার দাম যদি বেড়ে যায় তাহলে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়ে। ‌ইচ্ছে থাকলেও অনেকেই সোনা কিনতে পারেন না। তবে এখন আর চিন্তার কারণ নেই। ধনতেরাসের আগে সোনার দামে পতন। সবার জন্যই সুখবর এটি। এখন আপনিও যদি ভেবে থাকেন সোনা বা রুপো কিনে বাড়িতে রাখবেন তাহলে নিঃসন্দেহে তা করতে পারেন। বর্তমানে সোনার দাম কত হলো আজকের প্রতিবেদন থেকে জানতে হবে। কিনতে যাওয়ার আগে অবশ্যই সোনার দাম জেনে নিন‌।

Gold Price Update Before Dhanteras

আর একদিন পরে দীপাবলি উৎসব। আলোক উৎসবে মেতে উঠবে ভারত। আলোর রোশনাই পৌঁছে যাবে দেশের কোণায় কোণায়। দীপাবলি উৎসবের আগের দিন হয় ধনতেরাস। এই দিন মনে করা হয় সোনা ও রুপো কেনা শুভ। আর তাই সবাই একটু হলেও সোনা কিংবা রুপো ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন। এখন সোনার দাম (Gold Price) কত হয়েছে সেটা ধনতেরাস আসার আগে জানা জরুরি। বর্তমানে সোনার দাম যে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে তাতে যে কোনো সময় ইচ্ছে থাকলেও সোনা কেনার উপায় থাকে না। একটা সময় ছিল যখন অনেকেই শখে সোনা কিনতেন। কিন্তু বর্তমানে তা বদলে গিয়েছে।

এখন সোনা কেনা হয় প্রয়োজন সাপেক্ষে। তবুও যদি সোনার দাম কিছুটা কম হয় তাহলে অনেকেই নিজেদের শখ পূরণ করতে পারেন। সাধারণত বছরভর সোনার চাহিদা থাকে তুঙ্গে। সোনা কিংবা রুপোর গয়না কিংবা অন্যান্য সামগ্রী কেনার জন্য অনেকেই একটু একটু করে টাকা জমান। আবার অনেকে সোনাতে বিনিয়োগ করেন, গোল্ড লোন নেন। সব মিলিয়ে সোনা তো আসলেই সোনা। এই বছর সোনার দাম ওঠানামা করেছে। এক সময় সোনার দাম নাগালের মধ্যে আসলেও পরক্ষণে সোনার দাম মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। অনেকে আগের থেকে সোনা কিনে রেখেছিলেন। আবার অনেকেই সোনা কিনবেন বলে ভাবছেন। এবার, সোনার বর্তমান মূল্য দেখে নিয়ে তবেই আপনি সোনা কিনতে যান সেটাই সবথেকে যুক্তিপূর্ণ হবে।

ধনতেরাসের আগে সোনার দাম কত হলো?

চলতি বছর ২০২৪ সালের জানুয়ারি মাস নাগাদ আন্তর্জাতিক বাজারে এক আউন্স সোনার দাম ছিল প্রায় ২,০৫৮ ডলার। চলতি অক্টোবরে মাসে তা বেড়ে দাঁড়ায় ২,৭৪০ ডলার। এক আউন্সের অর্থ হল প্রায় ২৮ গ্রাম। বর্তমানে ভারতে ১০ গ্রাম সোনার দাম ইতিমধ্যেই ৭৯,৫০০ টাকায় পৌঁছে গিয়েছে। আর এই বছর সোনা থেকে ২৯ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ইতিমধ্যে বিশেষজ্ঞরা বলছেন যে, আগামী কয়েক মাসে লাফিয়ে বাড়তে চলেছে সোনার চাহিদা। দামও বাড়বে পাল্লা দিয়ে। এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে সোনার দামে। এখন সকলের মনে একটাই প্রশ্ন।

তবে কি সোনা কিনে রাখার সঠিক সময় এখন? আর তাই যদি হয় তাহলে দোকানে যাওয়ার আগে সোনা ও রুপোর লেটেস্ট দাম একনজরে জেনে নিতে হবে। সাম্প্রতিক হিসেব থেকে দেখা যাচ্ছে, রবিবারের তুলনায় সোমবার প্রতি ১০ গ্রামে ১০০ টাকা করে দাম কমে স্বর্ণ ধাতুর। আর সোমবারের পরের দিন মঙ্গলবার ফের আরও একবার দাম কমে গেল। সোনার। দেখা যাচ্ছে, প্রতি ১০ গ্রামে ৪৯০ টাকা কমল সোনার দাম। ২৪ ক্যারেট সোনা কেনার ক্ষেত্রে প্রতি গ্রামের দাম কমে পৌঁছল ৭৯৯৬ টাকা ৩ পয়সা। আবার, ২২ ক্যারেট সোনার দাম হল প্রতি গ্রামে ৭৩৩১ টাকা ৩ পয়সা।

গতকাল সোমবার দিল্লিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ৮০,৪৬৩ টাকা। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেই দাম কমে গিয়ে হল ৭৯,৯৬৩ টাকা। তবে যা দেখা যাচ্ছে, রুপোর দামের ক্ষেত্রে খুব বেশি একটা পরিবর্তন হয়নি। এদিন মঙ্গলবার দিল্লিতে প্রতি কিলোগ্রাম রুপোর দাম ১০১০০০ টাকা পৌঁছল। গতকাল সোমবার এই দাম ছিল ১০১১০০ টাকা।

 জলের দরে বিক্রি হচ্ছে সোনা, রুপো! পুজোর আগে তুমুল সস্তা সকল গয়না! কিনতে

এদিন মঙ্গলবার কলকাতায় সোনার দাম কত? আজ কলকাতায় সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রামে ৭৯৮১৫ টাকায়। গতকাল সোমবার এই দাম ছিল ৮০,৩১৫ টাকা। আবার, রুপোর দাম দেখা যাচ্ছে, কলকাতায় প্রতি কিলোগ্রামে ১০০ টাকা করে কম হয়েছে। গতকাল সোমবার রুপোর দাম ছিল প্রতি কেজিতে ১০১৯০০ টাকা সেখানে মঙ্গলবার সেই দাম কমে হয়েছে ১০১৮০০ টাকা।

Related Articles

Back to top button