Gold Price: সোনা কেনার সুবর্ণ সুযোগ! 24 ক্যারেট সোনার দাম শুনলে চমকাবেন! পাল্লা দিয়ে দাম কমলো রুপোর

সোনার দাম বৃদ্ধি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল (Gold Price)। দিন দিন যে হারে সোনার দাম বাড়ছিল, তাতে ভবিষ্যতের জন্য এই ধাতু কেনা মুশকিল হয়ে পড়ে (Gold Price)। তবে আমজনতার ভরসা ছিল সোনার দাম (Gold Price) নিশ্চয়ই কমবে। আর সেটাই এবার হলো। তবে শুধুই যে দাম কমছে তাই নয় দিনের পর দিন ধরে শুধুই নিম্নগামী সোনার দাম (Gold Price)।

মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিয় ধাতুর দাম আসায় সকলের মুখেই চওড়া হাসি (Gold Price)। কদিন আগেই একটি হিসেব সামনে এসেছিল। এবার ফের শোনা যাচ্ছে সোনার দাম (Gold Price) কমেছে। লাগাদার সোনার দাম কমায় সময় বুঝে সোনা কিনে রাখছেন সবাই (Gold Price)। সেই সুযোগে আপনিও বুঝে কিনবেন? তাহলে চটপট দেখে নিন সোনার দাম (Gold Price) কত হলো।

Gold Price 2024 | সোনার দাম ২০২৪

বাঙালির প্রিয় স্বর্ণ ধাতু সারা বছর ধরেই চাহিদার তালিকায় প্রথম দিকে থাকে (Gold Price)। কারণ হিসেবে বলাই যায়, সোনা ছাড়া বাঙালি ভাবতেই পারে না। একে তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে উৎসব, অনুষ্ঠান লেগেই থাকে। আর অনুষ্ঠান মানেই বিনিময় হবে সোনা। সোনার দামের ওঠা পড়া (Gold Price) তাই প্রভাবিত করে বাঙালিকে। তবে শুধুই যে বাঙালিরা সোনার প্রতি আকর্ষিত তা কিন্তু নয়।

পশ্চিমবঙ্গে বসবাসকারী এবং সারাদেশে থাকা বিভিন্ন ধর্মাবলম্বী, ভাষার মানুষও নিজেদের উৎসব সংস্কৃতিকে সোনাকে আলাদা জায়গা দেয়। স্বাভাবিকভাবেই সোনার দাম (Gold Price) বৃদ্ধি সবাইকে চিন্তায় রাখে। ঠিক একই রকম ভাবে সোনার দাম কমলে খুশি হন সবাই। গত বছর সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। চলতি বছরেও সোনা খুব যে সস্তায় মিলছে তা কিন্তু নয়। ইচ্ছা মত সোনা এখন আর কেনা যায় না। তবুও খানিক দাম কমলে কিছুটা স্বস্তি পান আমজনতা।

কৃষকদের ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে রাজ্য সরকার! কবে থেকে, কিভাবে পাবেন জেনে নিন

বিশেষ করে দাম কমলে সোনা কিনে রাখা যায়। তাই সোনার দামের দিকে নজর থাকে সবার। কেন্দ্রীয় বাজেটের পর থেকে সোনার দামে রেকর্ড পতন দেখা যাচ্ছে। সোনার উপর থেকে শুল্ক তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের আশা কিছুটা হলেও পূরণ হচ্ছে। দাম কমছে স্বর্ণ ধাতুর।

আর এই ফাঁকে অনেকেই আছেন সোনা কিনে বাড়িতে রেখে দিচ্ছেন। হাজার হোক সোনা প্রয়োজনে সব সময় কাজে দেয়। বিনিয়োগের ক্ষেত্রেও সোনার আলাদা গুরুত্ব রয়েছে। তাই আপনিও যদি সোনা কিনে রাখতে চান, তাহলে এক নজরে দেখে নিন সোনার দামে কতটা পতন হলো।

Gold Price: কতটা কমলো সোনার দাম?

গতকাল বৃহস্পতিবার সোনার দামে নজর রাখা যাক (Gold Price)। লক্ষ্মীবারে সোনা ও রুপোর দাম কত হলো এবার সেই বিষয়ে জানতে হবে। বিশেষ করে দুই মহামূল্যবান ধাতুর দাম কত হবে তা নিয়ে সকলেই কৌতূহলী। এই বিষয়ে আপনারা জানলে খুশি হবেন, ৮ আগস্ট সোনা বা রুপোর দাম নতুন করে বৃদ্ধি ও পায়নি আবার কমেওনি। নিশ্চয়ই এটা শুনে আপনারা অবাক হলেন! তবে জেনে নিন বর্তমানে শহরে ২২ ক্যারেট ২৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কত হলো।

হিসেব বলছে, বর্তমানে কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হলো ৬৩,৫০০ টাকা। ১০০ গ্রামের দাম হলো ৬,৩৫,০০০ টাকা। এবার আসা যাক ২৪ ক্যারটের সোনার প্রসঙ্গে। হিসাব থেকে দেখা যাচ্ছে, কলকাতায় ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৫৫,৪১৬, সেখানে ১০ গ্রামের দাম হয়েছে ৬৯,২৭০ টাকা এবং ১০০ গ্রামের দাম হলো ৬,৯২,৭০০ টাকা।

বাড়িতে ফ্রিজ থাকলে আর পাবেন না রেশন কার্ড! সরকার জারি করলো নতুন নিয়ম

Gold Price: ১৮ ক্যারেট সোনার দাম কত?

আপনি ২২ ক্যারেট আর ২৪ ক্যারেটের দাম জেনে নিয়েছেন। এবার ১৮ ক্যারটের দাম জেনে নিন। দাম জানলে চমকাবেন আপনি। সম্প্রতি হিসেব বলছে, শহরে ১৮ ক্যারটে ৮ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪১,৫৬৮ টাকা, অন্যদিকে ১০ গ্রামের দাম হয়েছে ৫১,৯৬০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৫,১৯,৬০০ টাকা হয়েছে।

তবে শুধুমাত্র সোনাই নয়, সোনার সঙ্গে তাল মিলিয়ে দাম কমেছে রুপোর। হিসেব বলছে সোনার তুলনায় রুপোর দাম হুড়মুড়িয়ে পড়েছে। রুপোর দামের দিকে চোখ রাখলে দেখা যায়, শহর কলকাতায় ১০০ গ্রাম রুপো ৫৫০ টাকা অবধি কমে বিক্রি করা হচ্ছে ৮১৫০ টাকা। এছাড়া এক কেজি রুপোর দাম হয়েছে ৫৫০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে প্রায় ৮১,৫০০ টাকা। তবে আপনি যদি ঘরে বসেই সোনা আর রুপোর দাম জেনে নিতে চান, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে চান, তাহলে আপনাকে মিস কল দিতে হবে 8955664433 নম্বরে। তাহলে আপনি এসএমএস এর মাধ্যমে রেট জেনে নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button