Gold Price: সোনা-রূপোর দামে আচমকা বদল! আরও সস্তা হলো সোনা? 10 গ্রাম সোনা কিনতে কত খরচ হবে জানেন?

সোনার দাম নিয়ে প্রায় প্রতি সপ্তাহেই উঁকিঝুঁকি চলে। বাঙালির প্রিয় স্বর্ণধাতুর দাম কমলো নাকি বাড়লো সেদিকে নজর থাকে সবার(Gold Price). বিগত সপ্তাহে সোনার দাম(Gold Price) সামনে আসতেই সাধারণ মানুষের চক্ষু চড়কগাছ হয়।

আবার চলতি সপ্তাহে সোনার দাম(Gold Price) আলোচনার তালিকায়। চলছে অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহ। আর তৃতীয় সপ্তাহে পৌঁছে সোনার দাম(Gold Price) কত হলো সেদিকে নজর দেওয়া যাক। সোনার দাম নিয়ে নতুন আপডেট জানতে আজকের প্রতিবেদন অবশ্যই সম্পূর্ণ পড়ে নেবেন।

Gold Price In August 2024

চলতি বছরের শুরু থেকেই সোনার দাম ছিল বেশ চড়া(Gold Price). তাই সাধারণ মানুষের আগ্রহ ছিল চলতি বছরের বাজেটের পরে হয়তো দাম কমবে সোনার। এবং বাস্তবে দেখা গেল হল তাই। চলতি বছরের বাজেটের পর থেকে অনেকটাই কমেছে হলুদ ধাতুর দাম(Gold Price). শুধুমাত্র সোনা নয়, এক লাফে দাম কমেছে রুপোর।

যেন পাল্লা দিয়ে দুই ধাতুর দাম কমছে। গত সপ্তাহেও দেখা গিয়েছিল একই চিত্র। চলতি সপ্তাহের চিত্র কি বলছে? আসুন এবার সেই বিষয় জানা যাক। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে সোনার দাম কততে পৌছালো, ১০ গ্রাম সোনা কিনতে হলে আপনার কত টাকা খরচ হবে(Gold Price) তার একটি স্পষ্ট হিসেবে রইল আজকের এই প্রতিবেদনে।

সোনা কেনার সুবর্ণ সুযোগ! 24 ক্যারেট সোনার দাম শুনলে চমকাবেন! পাল্লা দিয়ে দাম কমলো রুপোর

Gold Price New Update 2024

সোনার দামে(Gold Price)দেখা দিল বড় বদল। আবার মঙ্গলবার রুপোর দামেও এসেছে বদল। হিসেব বলছে, সপ্তাহের শুরুতেই একধাক্কায় বেশ অনেকটা বেড়ে গিয়েছে রূপোর দাম‌।‌ তাই রূপোর নতুন দামে চিন্তা আমজনতার। অন্য দিকে সকলের প্রিয় সোনার দাম অবশ্য কিছুটা হলেও কমেছে(Gold Price) এখন যদি আপনার আপনার সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই কিনে রাখা ভালো(Gold Price)। আর অনেকেই করছেন সেই কাজ।

সোনা কিনে গচ্ছিত রাখছেন বাড়ি অথবা সংরক্ষণ করছেন লকারে। আমাদের আগেই চোখে পড়েছিল, বাজেটের পর থেকে সোনার দাম ক্রমশ কমছে। আর সোনার দাম কমছে বলে তার চাহিদা বাড়ছে। যদিও গত কয়েক মাসের স্বর্ণ ধাতুর দাম আকাশছোঁয়া মূল্যে পৌঁছে গিয়েছিল। বর্তমানে এর দাম কিছুটা কমলেও, বিশেষজ্ঞদের মত আগামী দিনে হয়তো ‌সোনার দাম ফের বাড়তে পারে। ৮০ হাজার টাকায় পৌঁছে যেতে পারে সোনার দর।

রোজভ্যালির টাকা পাঠানো শুরু হল! কিভাবে টাকা পাবেন? পদ্ধতি জেনে নিন

বিগত কয়েক দিনের হিসাবের দিকে তাকালে বলা যায়, সোনার দাম ঘোরাঘুরি করছিল ৬৫ হাজারের কাছাকাছি। আগামী দিনে সোনার দাম বাড়তে পারে এই চিন্তা করে অনেকেই এখন থেকে সোনা কিনে রাখছেন। হিন্দুদের মধ্যে রীতি রয়েছে প্রতি বছর ধনতেরাসের সময় সোনা-রুপোর মতো মূল্যবান ধাতু কেনার। এখন থেকেই অনেককে দেখা যাচ্ছে ধনতেরাসের জন্য সোনা-রূপো কিনে রাখতে।

কিন্তু আসল কথা হল, সোনা-রুপোর দাম বর্তমানে কত? সোমবারের হিসেব থেকে দেখা যাচ্ছে এক কেজির উপর দাম ৮৬ হাজার টাকা। মঙ্গলবার ২০ আগস্ট ১ কেজির উপর দাম আরো ১০০০ টাকা বেশি হয়ে রুপোর দর পৌঁছলো ৮৭ হাজার টাকায়। অন্য দিকে ১৯ আগস্ট ২০২৪ অর্থাৎ সোমবারের হিসাব বলছে‌, ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৬৬,৭০০ টাকা।

মঙ্গলবার ২০ আগস্ট সমপরিমাণ সোনার দাম ১০০ টাকা কমলো। সোনার দাম বর্তমানে ৬৬,৬০০ টাকা। আবার, ২৪ ক্যারাট সোনার দাম সোমবার ১৯ অগাস্টে হল ৭২৭৭০ টাকা। তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার ২০ অগাস্ট, ২০২৪ তারিখে সমপরিমাণের ও সমমানের সোনার দাম প্রায় ১২০ টাকা কমে হয়েছে ৭২৬৫০ টাকা৷ মনে রাখবেন সোনা ও রুপোর দাম প্রতিদিনই পরিবর্তন হয়। তাই সোনা কিংবা রুপো কেনার পরিকল্পনা থাকলে সেদিনের দর জেলে তবেই কিনবেন। ‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button