Gold Price Update: সেপ্টেম্বরের শুরুতে সোনার দাম চমকালো! এত কমে গেল দাম! 10 গ্রাম সোনা কিনতে কত খরচ জানুন

প্রায় প্রতিদিনই সোনার দামে(Gold Price) বদল চলে। সোনা কিনতে যাওয়ার আগে সবাই একবার হলেও সে দিনের সোনার দাম(Gold Price) জেনে নেন। আসলে স্বর্ণ ধাতুর চাহিদা সারা বছরই থাকে ঊর্ধ্বমুখী। বাঙালির সমাজ, সংস্কৃতি, উৎসব ও অনুষ্ঠানে সোনা যেন চিরকালীন। আর তাই জন্যই সোনার দামে(Gold Price) রদবদল প্রভাব ফেলে সোনার চাহিদার উপরেও।

বছরের শুরু থেকেই একাধিক উৎসব ও অনুষ্ঠানে সোনার কেনাকাটা বেড়ে গিয়েছিল। বিশেষ করে পহেলা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার সময় মানুষ সোনার কেনাকাটা করেন। কিন্তু আকাশছোঁয়া দাম দেখে অনেকেই পিছু হটে ছিলেন(Gold Price)।

সোনা কেনা থেকে বিরত থাকছিলেন। কিন্তু বাজেটের পর থেকে ফের সোনার দাম(Gold Price) বৃদ্ধি পাওয়ায় আবার সোনার চাহিদা অনেকটা বেড়েছে। আপনারও যদি এর মধ্যে সোনা কেনার প্ল্যান থাকে, তাহলে জেনে নিতে হবে সোনার নতুন দাম। আসুন তবে জেনে নেওয়া যাক।

মাসের শুরুতে এলপিজি গ্যাসের দামে বিরাট বদল! দাম বাড়লো নাকি কমলো? দেখে নিন এক নজরে

Gold Price September 2024 | সেপ্টেম্বরের সোনার দাম ২০২৪

জুলাই মাসে বাজেটের আগে সোনার দাম(Gold Price) একলাফে অনেকটা বেড়েছিল। আবার, বাজেটের পর থেকেই কমতে থাকে সোনার দাম (Gold Price). তারপর থেকে সোনা কেনার আগ্রহ বেড়েছে আমজনতার। পাশাপাশি, বিয়ের মরশুমে অনেকেই সোনা কিনে রেখেছেন। সোনা উপহার দিয়েছেন।

ফলে স্বর্ণ ধাতুর(Gold Price) বিক্রিও বেড়েছে। আগস্টেও মোটামুটি কম ছিল সোনার দাম। সোনার দাম কম থাকায় অনেকেই ভবিষ্যত এর কথা ভেবে সোনা কিনে রেখেছেন। কারণ এই সোনা যে শুধুমাত্র শখ ও স্বাচ্ছন্দের জন্য কেনা হয় তা নয়, বরং সোনা অনেকেই বন্ধক রেখে কিংবা বিক্রি করে প্রয়োজন অনুসারে সেই টাকা ব্যবহার করতে পারেন।

এখন সোনা রেখে লোন নেওয়ার সুবন্দোবস্ত থাকায় আরো সুবিধা হয়েছে সাধারণ মানুষের। তবে দাম অনেকটা বেশি হয়ে যাওয়ায় অনেকেই আগামী দিনের কথা চিন্তা করতেন। এই মূল্য বৃদ্ধির বাজারে সোনা কেনা রীতিমতো অসম্ভব হয়ে পড়েছিল।

নতুন করে আধার কার্ড পাবেন জনতা! 9.3 লাখ মানুষের জন্য বড় ঘোষণা! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Gold Price 2025 Update | সোনার দাম ২০২৫ আপডেট

আবার অনেকেই এখন মনে করছেন যে এটাই সোনা কেনার এক্কেবারে উপযুক্ত সময়। কারণ চারিদিকে চলছে সোনায় সোহাগা অফার। আর কিছুদিন পরে দুর্গাপুজো। তারপর এই দীপাবলি ও ধনতেরাস। হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে এই সময় সোনা কেনার চল বহু পুরনো। কিন্তু বিশেষজ্ঞ মহলের মত, আগামী দিনে ফের বাড়বে সোনার দাম(Gold Price).

সেক্ষেত্রে তখন অত দাম দিয়ে সোনা কেনার বদলে এখন থেকেই অনেকে সোনা কিনে সঞ্চয় করে রাখছেন। আগস্টে সোনার দাম কম থাকায় আগ্রহ বেড়েছিল জনতার। সেপ্টেম্বর মাসের শুরু থেকে সোনার দামের নতুন হিসেব বলছে, এখনো কম আছে স্বর্ণ ধাতুর দাম। আপনি যদি সোনা কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে এখন থেকেই কিনে রাখুন।

সোনার দামের সঙ্গে রুপোর দামেও হেরফের লক্ষ্য করা যায়। সোনা ও রুপো এই দুই ধাতুর দামে বিগত কয়েকদিন ধরে বেশ বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে সোনা ও রুপোর দাম কত হলো সেই দিকে নজর দেওয়া যাক। সোনা ও রুপোর দামের নতুন হিসাব রইল আপনাদের সামনে। আজকের প্রতিবেদন থেকে আপনারা এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।

রবিবার ১ সেপ্টেম্বরের হিসেব বলছে, ১ কেজি রুপো কিনতে গেলে খরচ পড়ছে ৮৭০০০ টাকা। তারপরের দিন অর্থাৎ সোমবার ২ সেপ্টেম্বর ১ কেজি রুপোর দাম কমলো আরো ১০০ টাকা। রুপোর নতুন দাম হয়েছে ৮৬৯০০ টাকা৷ এর পাশাপাশি, ২২ ক্যারাট সোনা কিনতে গেলে তার দাম(Gold Price) রবিবার ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ছিল ৬৬৯৫ টাকা।

পরের দিন অর্থাৎ সোমবার ২ সেপ্টেম্বর, ২০২৪ সমপরিমাণের ও সমমানের সোনার দাম কমে গেল প্রায় ২৫০ টাকা। এখন সোনার দাম হয়েছে ৬৬৭০০ টাকা। আবার, ২৪ ক্যারাট সোনার দাম(Gold Price) রবিবার ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ৭৩০৪০ টাকা ছিল। তার পরের দিন সোমবার ১ সেপ্টেম্বর তারিখ নাগাদ একই পরিমাণ ও সমমানের সোনার দাম(Gold Price) আরও ২৭০ টাকা কমে হয়েছে প্রায় ৭২৭৭০ টাকা।

Related Articles

Back to top button