Gold Price October

বাঙালির প্রিয় ধাতু সোনা।‌ বছরের নানান সময় সোনার চাহিদা থাকে বিভিন্ন রকম (Gold Price) বিশেষ করে উৎসব অনুষ্ঠান ‌ও পুজোর সময় সোনা কেনার পরিমাণ বেড়ে যায়। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, দুর্গাপুজো, ধনতেরাস ও বিয়েবাড়ি মরশুমে সোনার চাহিদা থাকে তুঙ্গে। অনেকেই এই সময় নিজেদের ইচ্ছেমতো সোনা কিনে রাখেন। কিন্তু সেখানেও সোনার দাম (Gold Price) গুরুত্ব রাখে। স্বর্ণধাতুর দাম যদি নাগালের মধ্যে থাকে, তাহলে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত সকলেই কম বেশি সোনা কেনার কথা চিন্তা করে থাকেন। তবে সোনার দাম বেড়ে গেলেই সকলের কপালে পড়ে চওড়া ভাঁজ।

অবিশ্বাস্যভাবে দাম কমলো সোনার! পুজোর আগে ঊর্ধ্বে চাহিদা! সেপ্টেম্বরে 10 গ্রাম সোনার দাম কত হলো?

Gold Price New Update October 2024

সাধারণত প্রতিবছর দীপাবলি এবং ধনতেরসের সময় সোনার বিক্রিবাটা বাড়ে। আর এই সময় সোনার চাহিদাও বেশি থাকে। ফলে দামও বেড়ে যায় সোনার (Gold Price). তবে এ বছর ছবিটা কিন্তু বদলাতে পারে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, স্বর্ণ ধাতুর দাম বাড়বে এতে আসলেই কোনও সন্দেহ নেই। কিন্তু চাহিদা অতটা থাকবে না।

সোনার বিক্রি কমবে। এই বিষয়ে মনে করা হচ্ছে, বর্তমানে চলতে থাকা মধ্যপ্রাচ্যের সংঘাতে যদি আমেরিকা বা চিনের মতো কোনও তৃতীয় শক্তিধর দেশ জড়িয়ে পড়ে তাহলে স্বর্ণ ধাতুর দাম আরও বাড়বে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণত চিরকালই সোনার দাম বৃদ্ধি পেয়েছে। এবারও অন্যথা হবে না। সাম্প্রতিক এক পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি বছরে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ২৭ শতাংশ পর্যন্ত।

এমনকি বছরের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ২,৬০০ ডলারে পৌঁছতে পারে বলে অনুমান করছেন অনেকেই। ওই সময় ভারতে চলবে বিয়ের মরশুম। কিন্তু দাম বৃদ্ধির কারণে এ বছর অনেকেই আগেভাগে সোনা কিনে রেখেছেন। যখন সোনার দাম কিছুটা কম ছিল। তাই ডিসেম্বর অর্থাৎ বছরের শেষের দিকে ফের একবার সোনার দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।

সোনার দামে আশ্চর্য পতন! আরো কমে গেল দাম! 24 ক্যারেট সোনার দাম কত হল?

Gold & Silver Recent Price 2024

বর্তমানে মহিলাদের পাশাপাশি বহু পুরুষ সোনা কিনে থাকেন। শুধুমাত্র শখের জন্যই সোনা কেনা হয় না। বরং ভবিষ্যতের সঞ্চয়ের জন্যেও সোনা কেনার চল হয়েছে। ফলে সোনার দামের ওঠাপড়া প্রভাবিত করে ক্রেতাদের। বর্তমানে সোনার দাম বেশ অনেকটাই বেড়েছে। আর তাই দেখে চিন্তায় আমজনতা।

গতকাল রবিবার ৬ অক্টোবরের এক হিসেব বলছে, কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৭ হাজার ৭৮২ টাকা। যার ফলে কলকাতায় ১০ গ্রাম ওজনের ও ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৭৭ হাজার ৮২০ টাকা। তবে এর সাথে যোগ হবে জিএসটি আর সোনার গয়নার মেকিং চার্জ।