Gold Price Forecast – পুজোর আগে সোনা কেনার শেষ সুযোগ। কমে গেল দাম। এখন না কিনলে পস্তাতে হবে।

সোনা হল এমন একটি ধাতু যা সকলেরই অত্যন্ত প্রিয়। কিন্তু এই সোনার যে বিপুল পরিমাণ দাম (Gold Price Forecast) তা সবার পক্ষে পুষিয়ে ওঠা সম্ভব নয়। বিশেষ করে যারা দিন আনা দিন খাওয়া মানুষ তারা তো সোনার দাম শুনলেও রীতিমতো চমকে ওঠেন। বর্তমান বাজারে যেখানে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসেরই মূল্য আকাশ ছোঁয়া সেখানে সোনার দাম শুনলে তো ধনীদেরও পর্যন্ত চোখ কপালে ওঠার অবস্থা।

Advertisement

Gold Price Forecast today

সেখানে মধ্যবিত্ত বা গরিবরা কি করেই বা আর সেই সোনা কেনার আশা করতে পারেন। তাই বিয়ে হোক বা অন্য কোন আচার অনুষ্ঠান বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত খেটে খাওয়া মানুষদের সম্বল হল সিটি গোল্ড বা ইমিটেশন। কিন্তু এবার এই দুঃখের অবসান হল। সম্প্রতি সোনার দামে (Gold Price Forecast) ঘটেছে ব্যাপক হারে পতন। যার মাধ্যমে এখন মধ্যবিত্ত এবং গরিব মানুষেরাও ব্যবহার করতে পারবেন তাদের অত্যন্ত প্রিয় এই সোনা। এমনটাই খবর পাওয়া গেছে বর্তমানে সূত্র মারফত।

তাহলে আর দেরি না করে ঝটপট জেনে নিন আপনার শহরে কত হল এই সোনার দাম (Gold Price Forecast).
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রেট এর তালিকা অনুসারে আগের চেয়ে বেশ অনেকটা হারেই পড়েছে সোনার দাম। তবে আগামীকালে এই দামে আরো পতন ঘটতে পারে বলে সম্ভাবনা দিয়েছেন বিশেষজ্ঞরা।

Ads

১. আজকের অনুযায়ী প্রকাশিত রেট চার্টে দেখা গেছে যে বৃহস্পতিবার কলকাতায় জি এস টি ও টিসিএস বাদে ২৪ ক্যারেট সোনার বাটের ১০ গ্রামের মূল্য হল ৫৯ হাজার ৫০ টাকা। গতকাল কলকাতায় দশ গ্রাম ওজনের ২৪ ক্যারেট এই সোনার বাটের দাম (Gold Price Forecast) ছিল 59 হাজার 350 টাকা। অর্থাৎ আগের তুলনায় ৩৫০ টাকা কমেছে আজ। অন্যদিকে সমপরিমাণ খুচরা সোনার দাম আজ হয়েছে ৫৯০৫ টাকা। গতকালকের হিসেবে এই দাম ছিল ৫৯৩৫। অর্থাৎ ৩০ টাকা কমেছে আজ।

Advertisement

২. প্রতি ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম আজ হয়েছে ৫৬ হাজার ৪০০ টাকা। গতকাল এই দাম ছিল ৫৬ হাজার ৭৫০। অর্থাৎ ৩৫০ টাকা কমেছে আজ সোনার দাম। সেই অনুযায়ী সমপরিমাণ খুচরা সোনার দাম আজ হয়েছে ৫৬৪০ টাকা। গতকাল অনুযায়ী এই সোনার দাম (Gold Price Forecast) ছিল ৫৬৭৫ টাকা। সুতরাং ৩৫ টাকা কম হয়েছে খুচরা সোনার দাম।

Advertisement

৩. গত ২৬ সেপ্টেম্বর কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬৮৫০ টাকা। গত ২৫ সেপ্টেম্বর কলকাতায় গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬৯৫০ টাকা। ২৪ সেপ্টেম্বর ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৬৯৫০ টাকা। ২৩ সেপ্টেম্বর ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬৮৫০ টাকা।

Ads

২২ সেপ্টেম্বর কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৬৯৫০ টাকা। ২১ সেপ্টেম্বর ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৫৭১০০ টাকা। গত ২০ সেপ্টেম্বর কলকাতায় গয়নার হলমার্ক সোনার ১০ গ্রামের দাম (Gold Price Forecast) ছিল ৫৭৩৫০ টাকা।
তবে সোনার দাম যেমন একদিকে কমেছে তেমনি অন্যদিকে আবার বেড়েছে রুপার দাম।

১. আজ প্রতি কেজি রুপার বটের দাম (Silver Price Forcast today) কলকাতায় হল ৭১ হাজার ৪০০ টাকা। যেটি গতকাল ছিল ৭১ হাজার ১০০। অন্যদিকে খুচরো রূপার দাম আজ ৭১ হাজার ৫০০ টাকা। গতকাল এই দাম ছিল ৭১ হাজার ২০০ টাকা। অর্থাৎ দু ক্ষেত্রেই আগের চেয়ে ৩০০ টাকা বেড়েছে দাম।

২. এর আগে গত ২৬ সেপ্টেম্বর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭৩২০০ টাকা। ২৫ সেপ্টেম্বর প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭৩৪০০ টাকা। ২৪ সেপ্টেম্বর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭৩৪০০ টাকা। ২৩ সেপ্টেম্বর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭৩৫০০ টাকা।

লটারি টিকিট (Lottery Ticket)

২২ সেপ্টেম্বর কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম (Silver Price Forecast) ছিল ৭২৫৫০ টাকা। ২১ সেপ্টেম্বর প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭২৫৫০ টাকা। ২০ সেপ্টেম্বর প্রতি কেজি খুচরো রুপোর দাম ছিল ৭২৯০০ টাকা।
তাই সোনা রুপার দামে এরূপ বিপুল হারে পতনের জন্য এখন মধ্যবিত্ত ও গরিবরাও কিনতে পারবেন তাদের পছন্দের গয়না।

আরও পড়ুন, রান্নার গ্যাস এবার অর্ধেক দামে মাস চলবে। মা বোনেদের মুখে হাসি।

যদিও যে কথাটি না বললেই নয় সেটি হল বিশেষজ্ঞরা এও জানিয়েছেন যে ভবিষ্যৎ কালে হয়তো খুব শীঘ্রই সোনার দাম (Gold Price Forecast) আবার বৃদ্ধি ও পেতে পারে ব্যাপক হরে, তাই ভালো হবে যদি আপনারা এখন থেকেই এই গয়না কিনে নিজেদের কাছে রেখে দেন। আপনি ঘরে বসেই অত্যন্ত সহজে জেনে নিতে পারেন বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের রেট চার্ট।

কেন্দ্র সরকারের দুর্দান্ত প্রকল্প। 18 বছর হলেই প্রতিমাসে 5000 টাকা করে পাবেন।

এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসকল দিতে হবে। তারপর আপনার ফোনে একটি মেসেজ যাবে। সেই মেসেজে বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের দাম (Gold Price Forecast) আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন। তবে আর দেরি কেন? সোনার গয়নার দাম আবার চড়াও হওয়ার আগেই আপনাদের অত্যন্ত প্রিয় সোনার গয়না সমূহ দ্রুত ক্রয় করে নিন।
Written by Nabadip Saha.

সুখবর বাংলা

Leave a Comment

Advertisement