Gold Price: মধ্যবিত্তের স্বস্তি! রাতারাতি কমলো সোনার দাম। 1 ভরি সোনা কিনতে খরচ হবে কত?

Gold Price Drop Update

সোনার দাম (Gold Price) নিয়ে প্রায়শই চিন্তায় থাকেন সমাজের মধ্যবিত্ত মানুষ। তবে বছরের একেক সময় সোনার দাম কমবেশি হতেই থাকে। কখনো দাম কমে তো কখনও বাড়ে। আর তার উপর নির্ভর করে সোনার চাহিদা। বিশেষ করে বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে সোনার দামে পার্থক্য লক্ষ্য করা যায়। তবে এবার হঠাৎ করেই সোনার দাম কমলো (Gold Price Drop).

Gold Price New Update 2025

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর প্রত্যেক পার্বণের সাথে কম বেশি জুড়ে থাকে স্বর্ণ ধাতুর চাহিদা। সোনার দাম বাড়লে তুলনায় কেনাকাটা কম হয়। তখন রুপোর চাহিদা ও বাড়তে দেখা যায়। আবার সোনার দাম কমার জন্য অপেক্ষা করে থাকেন সমাজের মধ্যবিত্ত জনসাধারণ। একবার সোনার দাম কমলেই তার চাহিদা বাড়ে রাতারাতি। ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে সোনার দাম কমতে তুঙ্গে সোনার চাহিদা।

আজকের 22 ক্যারেট হলমার্ক সোনার দাম কত? সোনার গয়না কেনার আগে জানুন

এক ভরি সোনার দাম কত হলো?

বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে সোনার দাম ক্রমবর্ধমান হারে বাড়ছে। ফলে মধ্যবিত্ত মানুষ সোনা কেনা থেকে বিরত থাকছিলেন। সমাজের নিম্নবিত্ত জনসাধারণ সোনা কেনার আকাঙ্ক্ষা কম করেছেন। তবে সকলেরই অপেক্ষায় থাকে কখন সোনার দাম কমবে। আর এবার হল তাই। লাফিয়ে কমলো সোনার দাম। তাহলে এখন এক ভরি সোনা কিনতে কত টাকা খরচ হবে?

সাম্প্রতিক রিপোর্ট বলছে, বেশ অনেকটাই কমল সোনার দাম৷ সম্প্রতি দেখা যাচ্ছিল, ৮০ হাজার টাকার বেশি হয়ে গিয়েছে হলুদ ধাতুর দাম৷ আর এই সম্ভাবনা সামনে আসছিল, আগামী দিনে এই সোনার দাম আরও দাম বাড়তে পারে৷ তবে ফের সোনার দাম কমতে আশায় রয়েছেন আমজনতা।

সোনার দাম নিয়ে বিশেষজ্ঞদের মত ছিল ২০২৫-এ সোনার দাম অনেকটাই বাড়বে৷ আবার বিয়ের মরশুম শুরু হলে। এর জেরে স্বাভাবিকভাবে এই সোনার চাহিদা থাকবে তুঙ্গে। আবার বিশেষজ্ঞরা বলছেন, কয়েক মাসে সোনার চাহিদা বাড়বেই। আর তার জন্য সোনার দামে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে।

অবিশ্বাস্য! মাত্র 10 টাকায় বিক্রি হচ্ছে সোনা। বাড়ি বসে কিনে নিতে পারবেন

সম্প্রতি কম হয়েছে সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম কমে গিয়ে হয়েছে ৮০৪৫ টাকা। ১৮ ক্যারেটের দাম কমে গিয়ে হল ৬৬০৫ টাকা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে রুপোর দাম। সেক্ষেত্রে ১ কেজি রুপোর দাম ৯৪৫৯৫ টাকা হয়েছে। বর্তমানে অনেকেই সোনার বিনিয়োগ করা লাভজনক বলে মনে করছেন। তবে মনে রাখবেন প্রত্যেকদিন সোনার দাম পরিবর্তন হয়। তাই সোনা কিনতে যাওয়ার আগে কিংবা বিনিয়োগ করার আগে অবশ্যই সেই দিনের সোনা কিংবা রুপোর দাম দেখে নেবেন।

Related Articles

Back to top button