Gold Price Drop: অবিশ্বাস্য! কলকাতায় সবচেয়ে হলো সোনা! 24 ক্যারেট সোনার নতুন দাম জানলে আপনিও চমকাতে বাধ্য
সোনার দামে নিত্য বদল দেখে আমজনতা ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছে। কখনো সোনার দাম বাড়ছে তো কখনো সোনার দাম শুধুই কমছে(Gold Price Drop). সোনার দামে এই রদবদল মাঝেমধ্যেই চমকে দিচ্ছে সবাইকে। বাঙালির প্রিয় স্বর্ণ ধাতু মধ্যবিত্তের নাগালের মধ্যে আসছে। আকাশছোঁয়া দাম কমিয়ে সাধ্যের মধ্যে আসছে প্রিয় ধাতুটি। তবে শুধুই সোনার দামে(Gold Price) বদল দেখা যাচ্ছে তা নয়। সোনার সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ দাম কমছে রুপোর।
সোনার দামের(Gold Price) মতোই দাম কমতে দেখা যাচ্ছে রুপোর। দুটি ধাতুর জন্যই সাধারণ মানুষের কেনাকাটার পরিমাণ বাড়ছে। দুর্গাপূজো ধনতেরাস মিলিয়ে একাধিক উৎসব অনুষ্ঠান সামনে। ফলস্বরূপ স্বর্ণ ধাতুর দাম কমায় আগ্রহ বাড়ছে ক্রেতাদের। আর এরই মধ্যে জানা গেল, কলকাতায় নাকি সোনার দাম(Gold Price) সবচেয়ে কম হয়েছে।
লক্ষ্মীর ভান্ডার স্কিমের টাকা বাড়ছে! এবার 1500, 2000 টাকা পাবেন প্রতিমাসে! পুজোর আগেই মিলবে সুখবর?
Gold Price Drop New Update 2024
সাম্প্রতিক সোনার দাম(Gold Price) সকলের সাধ্যের মধ্যে এসেছে। বিশেষ করে বাজেটের পর থেকে সোনার দাম অনেকটাই কমেছে। নিঃসন্দেহে এর দ্বারা উপকৃত হয়েছেন অনেকেই।সামনে বিয়ে ও পারিবারিক অনুষ্ঠানের জন্য এখন থেকে সোনা কিনে রাখছেন(Gold Price).
আপনারা যারা এটা ভাবছিলেন, সোনা কিনে সঞ্চয় করে রাখবেন, তাঁরা এটা জেনে নিন সোনার দাম এখন কিন্তু অনেকটাই কম আছে। বিশেষ করে সোনার দাম(Gold Price) কলকাতায় সবচেয়ে কম সারা দেশের মধ্যে। তাই অবশ্যই আপনাকে জেনে নিতে হবে সোনার দামের বর্তমান আপডেট। সোনা কিনতে যাওয়ার আগেই জেনে নিন ২৪ ক্যারেট সোনার দাম কত হয়েছে।
বর্তমান হিসেব বলছে, ভারত জুড়ে সোনার দাম(Gold Price) নিম্নমুখী। আর মঙ্গলবার আরও খানিকটা কমল সোনার দর(Gold Price)। চলতি মাসের শুরু থেকে সোনার দাম আবার একটু একটু করে কমছিল। আর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহেও তা অব্যাহত রইলো। উৎসবের মরশুমের পরেই শুরু হবে বিয়ের মরশুমে। তাই বহু মানুষ সোনার গয়না কেনাকাটা করতে শুরু করেছেন। আর সেই আবহে সোনার দাম(Gold Price) ক্রমে কমছে বলে স্বস্তি পাচ্ছেন মধ্যবিত্তরা।
সোনার দামে উলটপুরান! এই ৩ কারণে আগামী মাসে লাফিয়ে বাড়বে সোনার দাম! চিন্তায় গ্রাহকরা
Gold Price Today Rate Chart In India
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দেখা যাচ্ছে, ৬৬,৯২০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৭২,৯৯০ টাকা। মুম্বই শহরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৬৬,৭৭০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হলো ৭২,৮৪০ টাকা। আবার, আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হলো ৬৬,৮২০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হলো ৭২,৮৯০ টাকা।জয়পুর শহরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৬৬,৯২০ টাকা।
আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হলো ৭২,৯৯০ টাকা। আবার চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৬৬,৭৭০ টাকা। আর, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হল ৭২,৮৪০ টাকা। ভুবনেশ্বরে আবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হলো ৬৬,৭৭০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৭২,৮৪০ টাকা।
লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দেখা যাচ্ছে, ৬৬,৯২০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা দাম হলো ৭২,৯৯০ টাকা। হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৬৬,৭৭০ টাকা। আবার, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭২,৮৪০ টাকা। পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দেখা গেল ৬৬,৮২০ টাকা। আবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৭২,৮৯০ টাকা।
এর পাশাপাশি, গুরুগ্রামে দেখা যাচ্ছে, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হলো ৬৬,৯২০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৭২,৯৯০ টাকা। একইরকম ভাবে, বেঙ্গালুরু শহরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হলো ৬৬,৭৭০ টাকা। সেখানে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম পরিলক্ষিত হচ্ছে ৭২,৮৪০ টাকা। আর আমাদের শহর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দেখা কাছে ৬৬,৭৭০ টাকা, আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম পরিলক্ষিত হলো ৭২,৮৪০ টাকা।