Gold Price Before Diwali

মধ্যবিত্তের প্রিয় দুই ধাতু সোনা ও রুপোর দাম যেন দিনের পর দিন বাড়ছে। তবে সোনার দামে (Gold Price) পরিবর্তন বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল। আমজনতা এখনো সোনা কিনতে যাওয়ার আগে সোনার দাম দেখে তবে কিনতে যান। উৎসবের মরশুমে সোনার চাহিদা লাফিয়ে বাড়ে। দুর্গাপূজা থেকে সোনার দামে পরিবর্তন নজরে এসেছিল সবার। সেই সময় অনেকেই সোনা কিনে রাখেন। তবে ধনতেরাস আসলে সোনার চাহিদা যেন বহু গুণ বেড়ে যায়। তা সকলের জানা। এই দিনে সবাই চান সোনা কিংবা রুপো কিনে বাড়িতে আনতে।

আর তাই এই সময় সোনার দাম কতটা বদল হলো তা তো জানতেই হবে। দীপাবলি এবং ধনতেরাস আর কিছুদিন পরেই। তাই এখন থেকে সোনা বা রূপো কিনতে হলে আপনাকে প্ল্যান করে রাখতে হবে। এখন সোনার দাম কত হয়েছে, সেই বিষয়ে জানতে হলে আজকের এই প্রতিবেদন আপনার পড়ে নেওয়া জরুরি। কারণ এই প্রতিবেদনে আমরা আলোচনা করছি বর্তমানে সোনার দাম কত হলো, আপনি যদি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে ইত্যাদি। তাই আর দেরি না করে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।

Gold Price Before Diwali 2024

বাঙালির প্রিয় ধাতু সোনা। স্বর্ণধাতু কিনে সকলে চান বাড়িতে রাখতে। কারণ বিপদে-আপদে সোনা সকলকে সাহায্য করে। কখনো লোন নিতে কখনো বন্ধক রাখতে আবার কখনো বিনিয়োগের ক্ষেত্রেও সোনা যেন বন্ধু হয়ে ওঠে। আর সোনা কিনতে হলে আপনার জেনে রাখা জরুরী বর্তমান সোনার দাম (Gold Price). আজকের প্রতিবেদনে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। বছরের শুরু থেকেই সোনার চাহিদা থাকে তুঙ্গে। আর হবে নাইবা বা কেন!

তবে সোনার সঙ্গে তাল মিলিয়ে রুপোর চাহিদা একই রকম ভাবে বেশি থাকে। তাই সোনা কিনতে যাওয়ার আগে একবার হলেও সোনার দামের দিকে নজর দিতে হবে। আর যাই হোক সোনার দামের সাম্প্রতিক বদল সকলের জন্য চিন্তার কারণ হচ্ছে। তাই আপনি যদি সোনা কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেই দিন-এর সোনার দাম জেনে নিতে হবে। আবার আপনি যদি রুপো কিনবেন বলে ঠিক করে থাকেন তাহলে রুপোর দামও জেনে নিন। সোনা এবং রুপো এই দুই ধাতুর বর্তমান দাম নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। আশা করা যাক ধনতেরাস এর আগে আপডেট জেনে আপনাদের উপকার হবে।

লক্ষ্মীপুজোর আগেই কমলো সোনার দাম। কলকাতায় কতটা সস্তা হল সোনা? কেনার আগে জেনে নিন

Gold Price New Update In October

সাম্প্রতিক হিসেব থেকে দেখা যাচ্ছে, ধনতেরস-এর আগে যেন আকাশছোঁয়া সোনার দাম (Gold Price). যেন প্রতিদিন বেড়েই চলেছে সকলের প্রিয় সোনালি ধাতুর দাম। আর যেভাবে দাম বেড়ে চলেছে তাতে মধ্যবিত্তের জন্য স্বর্ণধাতু কেনা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। উৎসবের মরশুমে যা দেখা যাচ্ছে, সোনার দাম তো রেকর্ড ভেঙে দিয়েছে। আর এর জন্য দায়ী করা হচ্ছে, আমেরিকার মুদ্রানীতিতে সম্ভাব্য পরিবর্তন এবং বৈশ্বিক উত্তেজনা।

জলের দরে বিক্রি হচ্ছে সোনা, রুপো! পুজোর আগে তুমুল সস্তা সকল গয়না! কিনতে হলে এখনই কিনুন

এর কারণেই নাকি সোনার চাহিদা বহুগুণ বাড়ছে। আর এই ঘটনাগুলি সোনার চাহিদাকে ক্রমশ উর্ধ্বমুখী করছে। তবে শুধুই আমেরিকায় নয়, ভারতবর্ষেও সোনার দাম প্রায় লাফিয়ে বাড়ছে। দিওয়ালি এবং ধনতেরসের মতো উৎসবের কারণে ভারতেও ভাল চাহিদা রয়েছে স্বর্ণধাতুর। তবে শুধুই ধনতেরাস নয়, ধনতেরাস এরপর বিয়ের মরসুম থাকায় সোনার চাহিদা বেশি থাকবে। তাই সব মিলিয়ে সোনার বর্তমান দাম মধ্যবিত্তকে প্রভাবিত করবে। আগামী কয়েক মাসেও সোনার চাহিদা বাড়বে আর সোনার দাম বাড়বে বলে বিশেষজ্ঞদের মত।

বুলিয়ন বাজার চাঙ্গা হবে বলেও মনে করছেন সবাই। এদিকে ইরান-ইজরায়েলের মধ্যে যে কোনও সময় যুদ্ধ লাগতে পারে। আর সেই যুদ্ধের প্রভাব সোনার দামে পড়ার সম্ভাবনা আছে। তাই অনেকেই এখন মনে করছেন তাহলে কি এখন থেকেই সোনা কিনে রাখবেন? তবে তার আগে সোনার বর্তমান দামটি জানা জরুরী। সাম্প্রতিক হিসাব থেকে দেখা যাচ্ছে, বর্তমানে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭৮০২ টাকা। আবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭১০০ টাকা। যদি আপনি ১৮ ক্যারেট সোনা কেনেন তাহলে আপনার খরচ পড়বে ৬০৮৫ টাকা। তাই এবার আপনি সোনা কিনতে যাওয়ার আগে নির্দিষ্ট প্ল্যান করে নিন। আর ধনতেরাস মরশুমে বাড়ি আনুন স্বর্ণ ধাতু।