Gold Price Today: সোনা, রূপোর দাম দেখে চমকাবেন! সোনার দাম বাড়ল নাকি কমলো? 22 ক্যারেট সোনা মিলছে এত টাকায়
বাঙালির প্রিয় স্বর্ণ ধাতুর দাম প্রায় প্রতিদিনই কমে কিংবা বাড়ে(Gold Price). সোনার দামে(Gold Price) রীতিমতো বদল দেখা যায়। এদিকে সোনাপ্রেমী জনসাধারণ সর্বদাই সোনার দামের(Gold Price) দিকে খেয়াল রাখে। সোনা বাঙালির প্রিয় ধাতু ছিল, আছে, থাকবে। সামনে বিয়ে ও অন্যান্য অনুষ্ঠান থাকায়, সোনা কেনার চাহিদা ঊর্ধ্বমুখী। ফলে লক্ষ্মীবারে সোনার দাম(Gold Price Today) কত হল সোনা কেনার আগেই জেনে নেওয়া যাক। আজকের প্রতিবেদনে আমরা সোনার দাম (Gold Price) সম্পর্কে জেনে নেব।
Gold Price Today 2024
তবে শুধুমাত্র সোনা নয়, চমক এসেছে রুপোর দামেও। দুই ধাতুর দাম কত হলো, আপনি বর্তমানে কত টাকায় সোনা, রূপো কিনতে পারবেন সেটাই আমাদের আজকের প্রতিবেদনের আলোচনার বিষয়(Gold Price Today).
গতকালের হিসেব বলছে স্বাধীনতা দিবসের দিন আচমকাই পরিবর্তন হলো সোনা ও রুপোর দামে(Gold Silver Price). বিগত কিছু সময় ধরেই দেখা যাচ্ছে সোনা-রুপোর দামে দফায় দফায় পরিবর্তন(Gold Price Today) রীতিমতো চমক লক্ষ্য করা যাচ্ছে দুই ধাতুর দামে। সেই চমকের ক্ষেত্রে সম্প্রতি ব্যতিক্রম ঘটল না।
এখন যদি আপনি সোনা কিংবা রূপো কেনার জন্য পরিকল্পনা করে থাকেন। তাহলে অবশ্যই আপনার জন্য সুখবর(Gold Price Today) কারণ রুপোর দাম উর্ধ্বমুখী হলেও হিসেব বলছে নিম্নমুখীই থাকল সোনার দাম। বুধবার সোনার দাম বেশ খানিকটা কমেছিল(Gold Price) বৃহস্পতিবার লক্ষ্মীবারে ধাতুর দামে দেখা যাচ্ছে, নতুন করে তা বাড়েওনি আবার কমেওনি। তাহলে এক নজরে তাহলে দেখে নেওয়া যাক ২২, ২৪ এবং ১৮ ক্যারটে সোনা আপনি কত টাকায় কিনতে পারেন। একই সঙ্গে জেনে নিন রুপোর রেটও।
সোনা কেনার সুবর্ণ সুযোগ! 24 ক্যারেট সোনার দাম শুনলে চমকাবেন! পাল্লা দিয়ে দাম কমলো রুপোর
Gold Price and Silver Price Update
মোটামুটি হিসেব বলছে, ২২ ক্যারটে ১০ সোনার দাম হলো ৬৫,৫৫০ টাকা। সেখানে ১০০ গ্রামের দাম হলো ৬,৫৫,৫০০ টাকা। কলকাতায় দেখা যাচ্ছে, ২৪ ক্যারট ১০ সোনার দাম হলো ৭১,৫১০ টাকা। এছাড়া ১০০ গ্রামের দাম দাড়াল ৭,১৫,১০০ টাকায়। ১৮ ক্যারট ১০ সোনার দাম কিনতে হলে আপনার খরচ হবে ৫৩,৬৩০ টাকা। সেখানে ১০০ গ্রামের দাম হয়েছে ৫,৩৬,৩০০ টাকা। শহরে সোনা কিছুটা কম দাম হলে রুপোর দাম বেশ কিছুটা বেড়েছে। হিসেব বলছে, শহর কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম প্রায় ৫০ টাকা অবধি বেড়ে রূপো বিক্রি হচ্ছে ৮৩৫০ টাকাতে।
হু হু করে কমছে সোনার দাম! জলের দরে বিক্রি হচ্ছে সোনা! 22 ক্যারেট সোনা কত টাকায় পাবেন?
আবার, এক কেজির দাম সরাসরি ৫০০ টাকা অবধি বেড়ে তা বিক্রি হচ্ছে ৮৩,৫০০ টাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় প্রতি দিন সোনা রুপোর দামে বদল আসে। তাই সোনা কিংবা রূপো কেনার আগে অবশ্যই সেই দিনের দামের দিকে নজর দেবেন। সেক্ষেত্রে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে মিসড কল দিন 8955664433 নম্বরে। সরাসরি আপনার ফোনে এসএমএস-এর মাধ্যমে রেট চার্ট চলে আসবে।