Post Office Account – Post Office-Ppf-epf এর টাকা নির্দিষ্ট মেয়াদের মধ্যে না তুললে বড় ভুল করবেন।
Post Office Account – কোন অ্যাকাউন্টের জন্য কত বছরের মেয়াদ লাগু করা হয়?
পি এফ বা Post Office Account এ টাকা একজন সাধারণ মানুষ জরুরি সময়ের জন্য জমিয়ে থাকেন। কিন্তু সকল কিছুরই একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। ওই মেয়াদের মধ্যে না তুললে বড় ভুলের স্বীকার হন বিনিয়োগকারী।
কোনো স্কিমে বিনিয়োগের টাকা নির্দিষ্ট মেয়াদের মধ্যে ক্লেম না করার অনেক কারণ থাকে। যেমন অ্যাকাউন্ট হোল্ডার যদি ভুল ঠিকানা, ভুল নমিনি দেন। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে। সেক্ষেত্রে মৃতের পরিবারের কাছে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য নাও থাকতে পারে। দীর্ঘদিন ধরে স্কিমের টাকা ক্লেম না করলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়।
অ্যাকাউন্টের টাকা কত বছরের মধ্যে ক্লেম করতে হয়?
পি পি এফ, সেভিংস অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স বা Post Office Account এর টাকা ক্লেম না করলে সেই টাকা সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ড বা এসসিএফসি ফান্ডে জমা করা হয়ে থাকে। তবে এই কাজ করার আগে অ্যাকাউন্ট হোল্ডারের সাথে যোগাযোগ করে টাকা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অ্যাকাউন্টের মেয়াদ শেষ হওয়ার ৭ বছরের মধ্যে টাকা তোলা না হলে ওই টাকা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ডে পাঠানো হয়। আমানতকারী নিজের টাকা তহবিলে স্থানান্তরের ২৫ বছরের মধ্যে ক্লেম করে তা তুলতে পারবেন।
বিরাট বদল উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে, না মানলে পরীক্ষা বাতিল, এক্ষুনি জেনে নিন
এছাড়া ব্যক্তিকে নিজের সেভিংস অ্যাকাউন্ট, fd বা কারেন্ট অ্যাকাউন্ট এবং রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের টাকা ১০ বছরের মধ্যে লেনদেন করতে হয়। তা না হলে ওই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। তার সাথে টাকা ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে পাঠানো হয়। কিন্তু নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিতে যদি কোনও নমিনির নাম থাকলে টাকা সহজেই ক্লেম করা যায়। উল্লেখ্য, নমিনিকে অ্যাকাউন্টধারীর মৃত্যুর শংসাপত্র, kyc নথি জমা দিতে হবে।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
জিও রিচার্জ পুজো বাম্পার, জলের দামে 2.5GB ডেটা ও Netflix, পুজো শেষ হওয়ার আগেই রিচার্জ করুন