Personal Loan – শুধুমাত্র আধার কার্ড থাকলেই টাকা দেবে এই সমস্ত ব্যাংকগুলো! কিভাবে আবেদন করবেন জেনে নিন

একজন ব্যক্তি যতই উপার্জন করুক না কেন হঠাৎ দরকারে টাকার প্রয়োজন হতেই পারে (Personal Loan). আর টাকার দরকার হলে সেই মুহূর্তে নিজের আত্মীয় বন্ধুবান্ধবের কাছে অনেকগুলো টাকা একসঙ্গে ধার হিসেবে পাওয়া যায়না। তখন আপনি ভাবতে থাকেন সেই সময় কি উপায় করবেন? এক্ষেত্রে ব্যাংক খুব সহজ শর্তে লোন দিচ্ছে। শুধুমাত্র আধার কার্ড থাকলেই আপনি অল্প সময়ের মধ্য কম সুদে লোন পেয়ে যাবেন।

Get Instant Personal Loan on Aadhar Card These 5 Banks

কিন্ত অনেকেই ব্যাংক থেকে লোন নিতে কিছুটা অস্বস্তি বোধ করেন। কারণ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অনেক নিয়ম কানুন, ডকুমেন্টস, শর্ত থাকে। এইসব ঝক্কি থেকে রেহাই পাওয়ার জন্যই ব্যাংক থেকে লোন (Personal Loan) নেওয়া থেকে অনেকেই বিরত থাকেন।

তবে একটা খুশির খবর যে এবার ব্যাংক একটি সুবিধা করেছে আপনার ব্যাক্তিগত প্রয়োজনে মাত্র ৫ মিনিটেই খুব সহজ শর্তে আপনি লোন পেতে পারেন। আর এই ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনাকে ব্যাংকে না গেলেও চলবে। অনলাইনে লোন পেয়ে যাবেন আবেদন করলেই।

  • ব্যাংক ডিটেলস
  • লোনের বিবরণ
  • আবেদনের শর্ত
  • প্রয়োজনীয় ডকুমেন্টস
  • আবেদন পদ্ধতি

বিপদের সময় ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে লোন পাওয়ার থেকে বাড়িতে বসেই আপনি লোনের জন্য আবেদন করতে পারছেন। তারসাথে এমন কিছু ডকুমেন্ট ও লাগছে না। ফলে খুব অল্প সময়ের মধ্যে ইনস্ট্যান্ট পারসোনাল লোন পেয়ে যাচ্ছেন। কোন কোন ব্যাংক এই ইনস্ট্যান্ট পার্সোনাল লোন দিচ্ছে?

আপনি কিভাবে আবেদন করবেন? আপনার যোগ্যতা কি লাগবে এসবই আলোচনা করা হবে এই প্রতিবেদনে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। এখানে কয়েকটি ব্যাংকের পার্সোনাল লোন বা বা ব্যাক্তিগত ঋণ এর পরিমাণ, সুদের হার, মেয়াদ কাল সব আলোচনা করা হলো।

  • SBI Personal Loan
  • HDFC Bank Personal Loan
  • Bajaj Finserv Personal Loan
  • ICICI Bank Personal Loan
  • ICICI Bank Personal Loan
  • Kotak Mahindra Bank Personal Loan

SBI Personal Loan

SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ব্যাংকের সাথে দেশের কোটি কোটি গ্রাহক যুক্ত। এই ব্যাংক যেমন খুবই বেশি সুদে বিভিন্ন ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে। তেমনি গ্রাহকদের জন্য অল্প সুদে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন বা ব্যাক্তিগত ঋণ এর ব্যাবস্থা করেছে।

লোনের বিবরণ
এই ব্যাংক গ্রাহকদের জন্য ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত পার্সোনাল লোন বা ব্যাক্তিগত ঋণ দেয়। লোনের উপর সুদের হার কাটা হয় বার্ষিক ১০.১০ শতাংশ থেকে ১৪.৬০ শতাংশ পর্যন্ত হারে। এই লোন পেতে হলে গ্ৰাহকের অবশ্যই 18 বছরের বেশি বয়স হতে হয়। মাসিক ইনকাম ১৫ হাজার টাকা থাকতে হয়।

HDFC Bank Personal Loan

এইচডিএফসি ব্যাংক খুবই নামি একটি বেসরকারি ব্যাংক। এই ব্যাংক গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন বা Personal Loan প্রদান করছে।

লোনের বিবরণ
এইচডিএফসি ব্যাংকের পার্সোনাল লোন বা Personal Loan এর সুদের হার ১১ শতাংশ হারে। ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তি এই লোন পেতে পারেন। মাসিক ইনকাম হতে হবে ২৫ হাজার টাকা।

Bajaj Finserv Personal Loan

বাজাজ ফিনসার্ভ ব্যাংকিং বর্তমানে খুবই পরিচিত। আপনি সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন বা Personal Loan বা ব্যক্তিগত ঋণ পেতে পারেন।

লোনের বিবরণ
বাজাজ ফিনসার্ভ ব্যাংক পার্সোনাল লোন বা Personal Loan এর জন্য বার্ষিক সুদের হার ১৩ শতাংশ।
১৮ বছরের বেশি বয়স হতে হবে ঋণ গ্রহীতার। মাসিক ইনকাম অন্তত ২২ হাজার টাকা হতে হবে।

ICICI Bank Personal Loan

আইসিআইসিআই ব্যাংক তথা ICICI ব্যাংক একটি নামিদামি বেসরকারি ব্যাংক। এই ব্যাংক ৫০ হাজার থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত পারসোনাল লোন বা Personal Loan বা ব্যক্তিগত ঋণ দিচ্ছে।

লোনের বিবরণ
এই ব্যক্তিগত ঋণ পেতে হলে গ্রাহকের বয়স হতে হবে ২৩ বছর বয়সী থেকে ৫৮ বছর । মাসিক ইনকাম অন্তত ৩০ হাজার টাকা হতে হবে। বেতন হলেই আইসিআইসিআই পার্সোনাল লোন পাওয়া যায়। লোনের জন্য সুদের হার ১০.৫০ শতাংশ।

প্রতিমাসের 267 টাকা করে জমিয়ে পেয়ে যান 2 লক্ষ 56 হাজার টাকা রিটার্ন পান পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে

Kotak Mahindra Bank Personal Loan

কোটাক মহেন্দ্রা ব্যাংক ৫০ হাজার থেকে ২৫ লাখ পর্যন্ত পারসোনাল লোন বা Personal Loan বা ব্যক্তিগত ঋণ দিচ্ছে।

লোনের বিবরণ
বার্ষিক সুদের হার থাকছে ১০.৯৯ শতাংশ। লোন পেতে গেলে একজন ব্যক্তির অবশ্যই ১৮ বছরের বেশি বয়স হতে হয়। মাসিক ইনকাম থাকতে হবে ৩০ হাজার টাকা ।

আবেদনের শর্ত

  • ব্যাংক থেকে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নিতে গেলে প্রথমে সেই গ্রাহকের বয়স হতে হবে ২১ বছরের বেশি কিন্তু ৬০ বছরের কম।
  • লোন পাওয়ার জন্য সর্বপ্রথম ব্যাংক একাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হবে।
  • Personal Loan আবেদনকারীর আগে কোনো ঋণ বকেয়া থাকলে চলবেনা। আগের নেওয়া ঋণ পরিশোধ করেই পারসোনাল লোন নিতে হবে।
  • এই লোন নেওয়ার জন্য ঋণগ্রহীতার সিবিল স্কোর ৭৫০ এর বেশি হতে হবে।
Personal Loan বা ব্যাক্তিগত লোন

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • পরিচিতি পত্র: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট
  • গত তিন মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।
  • শেষ মাসের বেতনের স্লিপ। না থাকলে ফর্ম ১৬ ফিলাপ করে দিতে হবে।
  • পাসপোর্ট সাইজ ছবি

আবেদন পদ্ধতি

  • অনলাইন আবেদনের জন্য সর্বপ্রথম যে ব্যাংকে আপনার একাউন্ট রয়েছে সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর মোবাইল নম্বর বসিয়ে Send OTP ক্লিক করুন।
  • ওটিপি বসিয়ে Log In বাটনে ক্লিক করুন।
  • লগ ইন হওয়ার পর নতুন পেজ খুলবে। এখানে তালিকা থেকে ‘Personal Loan’ অপশন বাছাই করুন।

PNB ব্যাংক গ্রাহকদের সুখবর। Fixed Deposit এর টাকা যখন খুশি তুলুন, জরিমানা হবে না

  • এরপর কতগুলো সব ক্যাটাগরি আসবে যেমন হোম লোন, কার লোন, এডুকেশন লোন এর মধ্যে যেটি আপনার দরকার সেটা ক্লিক করুন।
  • এরপর একটু কম আসবে সেই ফর্মে আপনার নাম ঠিকানা আদান ওপেন নম্বর ব্যাংক একাউন্ট , ঋণের পরিমাণ আরো কিছু তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
  • এরপর সাবমিট অপশনে ক্লিক করুন।
  • সবশেষে আপনার আধার ও প্যান কার্ডের ডিটেলস যাচাই করণ শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন। আপনি যদি যোগ্য হন, তাহলে আপনার ফোনে লোন স্যাংশন হয়েছে এমন একটি ম্যাসেজ যাবে।

তাহলেই বুঝবেন আপনার একাউন্টে টাকা ঢুকে গেছে। এভাবেই আপনি হঠাৎ প্রয়োজনে খুব সহজেই ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নিতে পারবেন। এই ধরনের আরু নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button