PMMUY – ব্যবসা করতে ঋণ দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ব্যবসায়িক ঋণ পেতে আবেদন করুন
PMMUY E-Mudra Business Loan
আপনি কি ব্যবসা করতে চান? ঋণের জন্য ভাবছেন? তাহলে আবেদন করুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় (PMMUY). আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা ভাবছেন নতুন করে ব্যবসা শুরু করবেন। কিন্তু ব্যাংকে গিয়ে লোনের জন্য আবেদন করতে পারছেন না। আসলে, লোন নিতে হলে অনেক নিয়ম-কানুন রয়েছে। আপনার মাসিক ইনকাম দেখা হবে। অনেক জটিলতা থাকার কারণে লোন নেওয়া থেকে অনেকেই বিরত থাকেন।
PMMUY E-Mudra Business Loan
তবে আপনাদের সমস্যার সমাধান করার জন্যই চালু হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMUY). দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের প্রকল্প (Government Scheme) চালু করেছেন। আর এই বিশেষ প্রকল্পটি হল ব্যবসার জন্য ঋণ প্রকল্প। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে আপনারা ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনা গ্যারান্টি লোন পাবেন। ই মুদ্রা যোজনায় (E Mudra Yojana) লোনের আবেদন জানানোর জন্য আপনাকে কি করতে হবে? লোনের জন্য কি কি যোগ্যতা লাগবে? এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নিন।
কৃষক বন্ধুরা পাবে 5 লক্ষ টাকা! কিষান ক্রেডিট কার্ড লোন অনলাইনে আবেদন করুন
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সুবিধাগুলি কি কি?
১) PMMUY বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে একজন ব্যক্তি তাঁর প্রয়োজন অনুযায়ী পাবেন ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকার ঋণ। ২) এই যোজনার মাধ্যমে যে ঋণ পাবেন সেটি জামানত মুক্ত হবে এবং এতে কোনও প্রসেসিং ফি থাকবে না। ৩) প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে উপলব্ধ ঋণের মোট পরিশোধের সময়কাল হল ১২ মাস থেকে ৫ বছর পর্যন্ত। অর্থাৎ এর মধ্যে আপনাকে লোনের অর্থ পরিশোধ করতে হবে। ৪) তবে যদি আপনি যদি ৫ বছরে লোন পরিশোধ করতে না পারেন, তাহলে মেয়াদ আরও ৫ বছর বাড়ানো যেতে পারে। ৫) এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল মঞ্জুর করা ঋণের জন্য আপনাকে সম্পূর্ণ পরিমাণে সুদ দিতে হবে না। একমাত্র আপনি যে মুদ্রা কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলবেন, সেই টাকা ব্যয় করবেন, আপনাকে শুধুমাত্র তার উপরই সুদ দেওয়া হবে। ৬) আপনি মুদ্রা যোজনার মাধ্যমে তিনটি ক্যাটাগরিতে ঋণ পাবেন। তবে সুদের হার পরিবর্তিত হবে বিভাগ অনুযায়ী।
মুদ্রা যোজনায় আবেদন যোগ্যতা কি কি?
- এখানে একজন ভারতের নাগরিক ঋণ নিতে পারবেন।
- আবেদনকারী ব্যক্তির যেন কোনও ব্যাঙ্ক ডিফল্ট ইতিহাস না থাকে।
- মনে রাখবেন, যে কোনও ব্যবসার জন্য আপনি ঋণ নিতে পারেন।তবে একমাত্র কর্পোরেট প্রতিষ্ঠান বা কৃষি ক্ষেত্র হওয়া চলবে না।
- ঋণের জন্য আবেদনকারী ব্যক্তির বয়স হতে হবে ১৮ বছরের বেশি।
- এই ঋণের জন্য আবেদনকারী ব্যক্তির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
কেন্দ্রীয় সরকারের এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন 3000 টাকা পেনশন। কিভাবে? দেখে নিন
মুদ্রা যোজনায় লোনের জন্য আবেদন করবেন কিভাবে?
- এই স্কিমে লোনের জন্য আবেদন করতে প্রথমে আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েব সাইটে।
- এবার ওপেন হওয়া পেজে লেখা থাকবে শিশু, কিশোর এবং তরুণ। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী বিভাগ নির্বাচন করে নিন।
- এবার আবেদন পত্র ডাউনলোড করে নিন। আর সেটি প্রিন্ট আউট করে নিন।
- আর এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন৷
- এবার প্রয়োজনীয় নথিপত্র-সহ কাছের যে কোনও ব্যাঙ্কের শাখায় এই আবেদনপত্র জমা দিন।
- এরপর আপনার আবেদন খতিয়ে দেখা হবে। আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে লোন দেওয়া হবে।