Educational Loan – পড়াশোনার জন্য 20 লাখ টাকা দিচ্ছে এই ব্যাংকগুলি খুবই কম সুদে। এখনই সমস্ত ডিটেলস জেনে আবেদন করুন।

ব্যাংক শুধুমাত্র টাকা সঞ্চয়ের জন্যই (Educational Loan) নয় মানুষ ব্যক্তিগত প্রয়োজনে লোন পেয়ে থাকে এই ব্যাংক থেকে। বর্তমানে বিভিন্ন ব্যাংক বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে লোন দিচ্ছে খুবই অল্প সুদে। অনেক ছাত্র-ছাত্রীর পারিবারিক অর্থনৈতিক অবস্থার ততটা উন্নত না হওয়ার জন্য উচ্চ শিক্ষা গ্রহণ করতে অপারগ হয় সেই সমস্ত পর্যায়ে আপনি খুব সহজেই অল্প সুদে লোন পেতে পারেন ব্যাংক থেকে।

Get Instant 20 Lakh Educational Loan on These 7 Banks

ব্যাংক থেকে যে রকম বাড়ি তৈরির জন্য,গাড়ি কেনার জন্য, চিকিৎসার জন্য লোন দিয়ে থাকে তেমনি এডুকেশনাল লোন বা Educational Loan বলেও একটি লোন পাওয়া যায়। আজকে প্রতিবেদনে জানানো হবে কোন কোন ব্যাংক এই এডুকেশনাল লোন দিচ্ছে, কত সুদ পড়বে, কত দিনের মেয়াদে শোধ করতে হবে এই সবকিছু জানাবো আজকের প্রতিবেদনে।

লোনের পরিমাণ ও সুদের হার কত

ভারতে সাধারণ কোর্সে পড়ার জন্য 4 লক্ষ টাকা পর্যন্ত লোনের আবেদন আপনি করতে পারেন। এছাড়া সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আপনি এডুকেশনাল লোন বা Educational Loan নিতে পারেন। আবার বিদেশে পড়ার জন্য 25 লক্ষ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যেতে পারে।

জানা যাচ্ছে গত ১০ বছরে এই এডুকেশনাল লোন বা Educational Loan নেওয়ার চাহিদা অনেকাংশে বেড়ে গিয়েছে কারণ বর্তমানে এই দেশে চাকরির সুযোগ খুবই কম তাই বেশিরভাগ পড়ুয়ারা বিদেশে পড়াশোনা করার জন্য চলে যাচ্ছে। তাই বিদেশে পড়াশোনা চালানোর জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় অনেক পরিবারের পক্ষে সেটা ব্যয় করা সম্ভব নয় তাই ব্যাংক থেকে এই লোন নিচ্ছে।

গত ১০ বছরে বিদেশে পড়াশোনার জন্য এডুকেশনাল লোন বা Educational Loan নেওয়ার সংজ্ঞা প্রায় ২১৫ শতাংশ বেড়ে গিয়েছে। ব্যাংক থেকে লোন দেওয়ার সময় ব্যাংক আধিকারিক প্রথমেই দেখে আপনার ক্রেডিট স্কোর কত? এর আগে কোন সময় লোন নিয়ে থাকলে সেটি ঠিক মতন পরিশোধ করেছেন কিনা?

কোন কোর্স করতে যাচ্ছেন সেই সম্পর্কেও বিশদে জানাতে হয়। অর্থাৎ অনেকগুলো শর্ত পূরণ হলেই তবেই আপনি এডুকেশনাল লোন বা Educational Loan পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এই সব বিষয়ের উপর ভিত্তি করেই আপনি লোন পাবেন। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে লোন দিয়ে থাকে। ব্যাংকগুলো 8 শতাংশ থেকে 15 শতাংশ পর্যন্ত লোন দেয়।

28 কোটি জনগণের একাউন্টে টাকা পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী! আপনিও কী পাবেন? কীভাবে পাবেন

কোন ব্যাংকে সুদের হার কত

State Bank Of India
SBI তে সুদের হার 8.15% থেকে 11.15%. এস বি আই হলো সবচেয়ে কম সুদে আপনি এডুকেশনাল লোন পেতে পারেন।

ICICI Bank
ICICI ব্যাঙ্কের সুদের হার 9.50%. কানাডার নামী কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার জন্য সেরা।
Axis Bank
Axis Bank 13.70% থেকে 15.20% সুদের হারে লোন দিচ্ছে।

Mutual Fund বা মিউচ্যুয়াল ফান্ড

Panjab National Bank
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: OCI ক্যাটাগরির ছাত্রদের জন্য সেরা। বিদেশে জন্মগ্রহণ করলেও ভারতে অধ্যয়নের জন্য সেরা।
Bank of Boroda
ব্যাঙ্ক অফ বরোদা: নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে পড়া শিশুর পড়াশোনার জন্য ঋণের ক্ষেত্রে সেরা এই ব্যাংক।

Bank of India
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই ব্যাংকে ঋণ নেওয়ার জন্য কোনও প্রক্রিয়াকরণ ফি নেই এবং কম সুদের হারে ঋণ পাওয়া যায়।
Central Bank of India
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: স্বনামধন্য ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে এমবিএ করা আধিকারিকদের জন্য ঋণ পাওয়া যায়।

5 লাখ টাকা দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সঠিক আবেদন করলেই একাউন্টে টাকা ঢুকবে?

প্রয়োজনীয় নথি

  • আপনার আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট
  • ঠিকানার প্রমাণ এবং ব্যাঙ্কের পাশ বুক।
  • ঋণ গ্রহণকারী ব্যক্তির অভিভাবক বা পিতামাতার ভাল CIBIL স্কোর থাকতে হবে।
  • যে প্রতিষ্ঠানে পড়ুয়া ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠানের ভর্তির সার্টিফিকেট।
  • প্রবেশিকা পরীক্ষার ফলাফলের একটি জেরক্স ।
  • পাসপোর্ট সাইজ ফটো
  • পারিবারিক আয়ের প্রমাণপত্র

আবেদন প্রক্রিয়া

আপনি যদি এডুকেশনাল লোন বা Educational Loan নিতে চান তাহলে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে ব্যাংক আধিকারিক এর সাথে কথা বলুন এবং ভালো করে দেখে শুনে ফ্রম ফিলাপ করে প্রয়োজনীয় নথি সাবমিট করুন এবং আপনার লোন গ্রান্টেড হলেআপনার একাউন্টে আপনি লোন এর টাকা পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button