SBI E Mudra Loan – স্টেট ব্যাংকে বই থাকলেই পাবেন 1 লাখ টাকা। এইভাবে আবেদন করলেই টাকা সোজা আপনার একাউন্টে।

SBI হলো দেশের সবচেয়ে বড় (SBI E Mudra Loan) রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই SBI এর সাথে কোটি কোটি গ্রাহক যুক্ত রয়েছে। SBI এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেখানে সুদের হার বেশি দেওয়া হয় সাথে বিভিন্ন রকম ফিক্সড ডিপোজিট প্ল্যান লঞ্চ করে এরা। তাই এই ব্যাংকের প্রতি গ্রাহকদের আকর্ষণ নিবিড়। বর্তমানে এই ব্যাংক ১ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। আপনি যদি SBI গ্রাহক হয়ে থাকেন তাহলে SBI E Mudra Loan সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। যদি এই সম্পর্কে না জেনে থাকেন তাহলে জেনে নিন।

Get Instant 1 Lakh RS on SBI E Mudra Loan

একজন ব্যক্তি যতই উপার্জন করুক কোনো প্রয়োজনে অনেক টাকার দরকার হয়। তখন কোথা থেকে এই টাকা পাবেন ভেবে পান না। কারণ লোন পেতে গেলেও অনেক ঝকমারির দরকার। তবে SBI থেকে আপনি ১ লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারবেন। এই টাকা পেতে আপনার কোনো স্থায়ী উপার্জনের দরকার নেই।

প্রয়োজন নেই কোনো সিবিল স্কোরের। এই টাকা পেয়ে অনেকে নিজের ব্যাবসার কাজে লাগিয়েছেন কেউ নিজস্ব প্রয়োজনে লাগিয়েছেন। SBI ই মুদ্রা যোজনা বা SBI E Mudra Loan এটি প্রধানমন্ত্রী পরিচালিত একটি প্রকল্প। যেটা ২০১৫ সাল থেকেই চালু রয়েছে।

এই SBI E Mudra Loan প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ব্যক্তি যদি নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যাবসা করতে চান অথচ নিজের ব্যাবসা শুরু করার জন্য মূলধন পাচ্ছেন না তাদের সহজ সুদে ঋণ দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে আরও ৪০ কোটি জনগণকে এই সুবিধা দিতে চলেছে প্রধানমন্ত্রী। আপনিও যদি SBI গ্রাহক হয়ে থাকেন জেনে নিন আবেদন পদ্ধতি।

  • লোনের সুবিধা
  • প্রয়োজনীয় নথি
  • আবেদন পদ্ধতি

লোনের সুবিধা

  • এই সুবিধা পেতে গেলে আপনাকে এস বি আই গ্রাহক হতে হবে ।
  • আপনি ব্যাংকে না গিয়েও ঘরে বসেই আবেদন করতে পারবেন।
  • ই মুদ্রা লোনের জন্য ডকুমেন্টেশন বা প্রসেসিং খুব সহজে এবং দ্রুত সম্পন্ন করা হয়। এজন্য মাত্র ৫ মিনিটেই টাকা পেয়ে যান আবেদনকারীরা।
  • SBI ই মুদ্রা লোন ৩ প্রকার হয়ে থাকে।
  • একটি ৫০ হাজার পর্যন্ত, একটি ৫০ হাজার থেকে ৫ লাখ, এবং অন্যটি ৫ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত।
  • এস বি আই ই মুদ্রা লোন নিলে গ্রাহকদের থেকে বার্ষিক 9 থেকে 12 শতাংশ হারে সুদ নেওয়া হয়। এছাড়া আপনার সিবিল স্কোর যদি উন্নত হয় ততই সুদের হার কমবে।

প্রয়োজনীয় নথি

  • দুই কপি পাসপোর্ট ছবি।
  • পাসপোর্ট
  • ভোটার কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • SC, ST অন্য কোনো বিশেষ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলে তার সার্টিফিকেট

HDFC ব্যাংক গ্রাহক নতুন ও পুরানো সবার জন্য সুখবর! বিরাট সুবিধা পেতে চলেছে।

  • জিএসটিএন নম্বর এবং ইন্ডাস্ট্রি আধার নম্বর।
  • ব্যবসার আয়ের প্রমাণ।
  • ব্যবসার ঠিকানা ও প্রমাণ।
  • অন্তত ১২ মাসের একটি ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট।
  • গত 2 বছরের আয়কর রিটার্নের ফাইল।
MSME Loan বা এমএসএমই লোন

আবেদন পদ্ধতি

  • আবেদনকারীকে সর্বপ্রথম স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
  • এরপর Mudra Loan অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর একটি আবেদন পেজ আসবে সেটা পূরণ করতে হবে।
  • এখানে নিজের নাম, ঠিকানা, ব্যাংক একাউন্ট নম্বর, ব্যবসার নাম, ব্যবসার অন্যান্য বিবরণ, কত টাকা SBI E Mudra Loan নেবেন সে গুলি সব উল্লেখ করতে হবে।
  • এরপর আরেকটি পেজ আসবে সেখানে সব নথিগুলো স্ক্যান করে আপলোড করে দিতে হবে তাহলেই আবেদন প্রক্রিয়া শেষ।

ব্যাংক থেকে লোন নিলেই করুন এই 5 টি কাজ। নইলে লোন শোধ হলেও টাকা কাটতেই থাকবে।

আপনিও যদি ব্যাবসা শুরু করতে চাইছেন বা ব্যাবসা সম্প্রসারিত করতে চাইছেন তাহলে SBI E Mudra Loan বা এসবিআই ই মুদ্রা লোনের জন্য আবেদন করতেই পারেন। এই ধরনের আরও নানান ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button