Paytm Gas Booking

Paytm Gas Booking – কিভাবে অর্ডার করবেন ঝটপট দেখে নিন।

কিছুদিন বাদে বাদে দাম বাড়ে LPG সিলিন্ডারের (Paytm Gas Booking)। আর যত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে তত কমই সাধারণ মানুষের স্বস্তি। তবে এবার সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন LPG সিলিন্ডার। অবাক হচ্ছেন! কিন্তু এটাই সত্যি। আসুন জেনে নেওয়া যাক কিভাবে পাবেন ফ্রিতে LPG সিলিন্ডার।

প্রসঙ্গত দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই- এই চারটি বড় মেট্রো শহরের মধ্যে LPG সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি (Paytm Gas Booking) এখন কলকাতায়। এমত অবস্থায় বেশ চাপে রয়েছে আমজনতা। তাই যদি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাওয়া যায় তবে ব্যাপারটা মন্দ হয় না।

কে দিচ্ছে এমন অফার?
বিনামূল্যে অফার দিচ্ছে জনপ্রিয় অ্যাপ Paytm.
অফারের সুবিধা কিভাবে মিলবে?
LPG সিলিন্ডার বুক করলেই নির্বাচিত অর্থাৎ ভাগ্যবান বিজেতাদের ১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Paytm. এর জন্য, (Paytm Gas Booking)
১) Paytm অ্যাপটি প্রথমে ওপেন করতে হবে।
২) সিলিন্ডার বুকিং অপশনটি সিলেক্ট করতে হবে।

মাত্র ১০ হাজার টাকায় শুরু করা এই ব্যবসা থেকে লাভ হবে ৩টি দুর্দান্ত উপায়ে

৩) এরপর নিজের বাড়ির জন্য ফ্রিতে এলপিজি সিলিন্ডার পেতে বাড়ির জন্য এলপিজি বুকিং এর অপশনটি সিলেক্ট করতে হবে। (Paytm Gas Booking)
৪) এক্ষেত্রে বাড়িতে যে কোম্পানির এলপিজি সিলিন্ডার আসে সেটি বেছে নিতে হবে। অর্থাৎ যদি বাড়িতে Indane কানেকশনের এলপিজি সিলিন্ডার নেওয়া হয় তবে সেটি বেছে নিতে হবে লিস্ট থেকে।

৫) এরপর বুকিং এর সঙ্গে জড়িত ফোন নম্বরটি প্রদান করতে হবে।
৬) সিলিন্ডার বুকিং এর ক্ষেত্রে থাকা কনজিউমার নম্বরটি প্রদান করতে হবে।
৭) প্রদান করার সমস্ত তথ্য একবার ভালো করে চেক করে নেবেন। এর ভিত্তিতেই ভাগ্যবান বিজেতারা পেয়ে যাবেন ক্যাশব্যাকের সুবিধা।

রাজ্যের সমস্ত মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে সরকার

সাধারণত নির্দিষ্ট ডিলারের থেকে গ্যাস বুক করতে হলে ডিলারের দেওয়া ফোন নম্বরে ফোন করে গ্যাস বুক করতে হয়। কিন্তু এক্ষেত্রে কোন নম্বরে ফোন করার প্রয়োজন হবে না। আবার বাড়িতে সিলিন্ডার ডেলিভারির সময়ও কোন ঝুঁকি পোহাতে হবে না (Paytm Gas Booking)। উপরে দেওয়ার তথ্যগুলি সঠিকভাবে করে পূরণ করে সাবমিট করলেই সঠিক সময়ে আপনার বাড়িতে পৌঁছে যাবে এলপিজি সিলিন্ডার।

তবে ক্যাশব্যাক অফার এই প্রথমবার নয়, এর আগেও এমন অফার দিয়েছে Paytm. তাহলে আর দেরি না করে এখনই বুক করে ফেলুন এই মাসের এলপিজি সিলিন্ডার এবং যাচাই করুন আপনার ভাগ্য। আর প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

শিশু কল্যাণ কমিটিতে কর্মী নিয়োগ, বেতনও প্রচুর, বিশদে জানুন