১ কোটি টাকার লোন পাবেন মাত্র কয়েক মিনিটেই। রিলায়েন্স গ্রাহকদের জন্য এই মেগা অফার
Get 1 Crore Loan By Reliance
আপনি কি রিলায়েন্স (Reliance) গ্রাহক? তাহলে আপনার জন্য দারুন সুখবর। যদি আপনার কখনও লোন নেওয়ার প্রয়োজন হয় তবে বিশেষ সুবিধা পাবেন আপনিও। অবাক হলেও এটা সত্যি যে এক কোটি টাকার লোন পাবেন মাত্র কয়েক মিনিটেই। আর সেই অসম্ভবকে সম্ভব করেছে মুকেশ আম্বানির সংস্থা। কিভাবে এই লোন পাবেন, কিভাবে লোনের জন্য আবেদন করবেন, বিস্তারিত জানুন আজকে এই প্রতিবেদন থেকে।
রিলায়েন্স গ্রাহকরা পাবেন কোটি টাকার লোন!
মাঝেমধ্যেই মানুষের প্রয়োজনে লোনের দরকার হয়ে থাকে। আর লোন নেওয়ার জন্য একাধিক আর্থিক প্রতিষ্ঠানে আবেদন করতে হয়। তাও লোন নেওয়ার একটি নির্দিষ্ট সীমা থাকে। কয়েক লাখ টাকার লোন পাওয়া গেলেও কোটি টাকার লোন এত সহজে পাওয়া যায় না। সে অসম্ভবকেই এবার সম্ভব করেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স।
আরও পড়ুন: State Bank-এর ATM ব্যবহার করেন? জারি হতে চলেছে নতুন নিয়ম। এসবিআই গ্রাহক হলে জেনে নিন।
লোন সংক্রান্ত কী সুবিধা পাবেন?
গ্রাহকরা জেনে রাখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি আর্থিক শাখা হলো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ঘোষণা করা হয়েছে, মিউচুয়াল ফান্ড এবং শেয়ারের বিপরীতে ডিজিটাল ঋণ চালু করা হবে। এটি সুরক্ষিত ভাবে ঋণ প্রদান করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন পণ্যের মাধ্যমে ব্যবসাটি ক্রমে ভারতে প্রতিযোগিতা মূলক ফিনটেক বাজারে নিজের জন্য নাম তৈরি করবে ও ক্রমবর্ধমান খুচরা বিনিয়োগকারী ভিত্তিকে পুঁজি করে তুলবে।
জিও ফাইন্যান্সিয়ালের ডিজিটাল (Jio Financial Digital) প্ল্যাটফর্মটি যারা ঋণের জন্য আবেদনকারী, তাঁদের ঋণ সুবিধা টিকে আরও সহজলভ্য করে তুলবে। এর ফলে যেটা হবে, গ্রাহকরা সহজেই তাদের বর্তমান সঞ্চয় বন্ধক রেখে অর্থ সংগ্রহ করতে পারবেন। আর সেই অর্থ সংগ্রহ হবে তাৎক্ষণিকভাবে। অর্থাৎ অতি দ্রুত লোন পাবেন।
আরও পড়ুন: বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
লোনের সুবিধা পাবেন কিভাবে?
জেএফএল এই সুবিধা প্রদান করে তার অ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে কর্পোরেট ফাইন্যান্স, আবাসিক ঋণ এবং রিয়েল এস্টেট দ্বারা সুরক্ষিত ঋণ প্রদান করা হয়ে থাকে। এছাড়াও, এই অ্যাপটি একাধিক পরিষেবা প্রদান করে যেমন, ডিজিটাল সোনা, সঞ্চয় অ্যাকাউন্ট, অর্থ স্থানান্তর, UPI পেমেন্ট, বীমা এবং বিনিয়োগ পোর্টফোলিও ব্যবস্থাপনা সহ বিস্তারিত। প্রধানত, ঝুঁকি প্রোফাইলের উপর এটি নির্ভর করে, গ্রাহকরা পাবেন ৯.৯৯ শতাংশ সুদের হারে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ।
উপসংহার: এখানে ঋণের জন্য আবেদন করতে পারেন। আপনার প্রয়োজনমতো ঋণ পাবেন। তবে আবেদন করার আগে সমস্ত কাগজপত্র এবং নিয়মাবলী মন দিয়ে পড়ে নেবেন ও নিজ দায়িত্বে ঋণের জন্য আবেদন করবেন।