Gas Cylinder – জুলাইতে বিভিন্ন শহরে রান্নার গ্যাসের দাম কত? জেনে নিন আজকের প্রতিবেদনে।
রান্নার Gas Cylinder এর দাম যে হারে দিন প্রতিদিন বাড়ছে তাতে মধ্যবিত্তদের চিন্তার শেষ নেই। এই মূল্য বৃদ্ধির বাজারে তারা যেনো নাজেহাল হয়ে যাচ্ছেন। তবে সম্প্রতি রান্নার গ্যাসের দাম কিছুটা কমেছে। যা পয়লা জুলাই থেকে কার্যকর হতে শুরু করে দিয়েছে। গ্যাসের দাম কতটা বাড়বে বা কতটা কমবে তার ওপর সরকারের প্রভাব থাকেনা। বিশ্ব বাজারে গ্যাসের দাম প্রত্যেকদিনই ওঠানামা করে।
Gas Cylinder Price Drop
আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের এই ওঠানামার ওপর ভিত্তি করেই দেশে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। কিন্তু যে হারে প্রাকৃতিক গ্যাস কমে যাচ্ছে তাতে গ্যাসের দাম কমানোর কোনো প্রকার সুযোগ আসছেনা। এইসব ঘটনার মধ্যে দিয়েও দেশের সরকার সাধারণ মানুষের স্বার্থে গ্যাসের দামের ক্ষেত্রে সামঞ্জস্যকতা বজায় রেখেছে।
সম্প্রতি সরকারের তরফ থেকে Gas Cylinder এর দাম কমানোর একটি নোটিশ জারি হয়েছে। তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক জুলাই মাসে দেশের বিভিন্ন জায়গায় কত করে হলো গ্যাসের দাম। দেশের চারটি মেট্রো শহরে কমে গিয়েছে গ্যাসের দাম। তবে টা ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাস নয়।
১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে। চারটি মেট্রো শহরের মধ্যে তিনটিতেই দাম কমেছে ৩১ টাকা করে । শুধুমাত্র একটি শহরে দাম কমেছে ৩০ টাকা। এতদিন ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস বিকোচ্ছিলো ১৭৮৭ টাকায় এখন যা বিকোচ্ছে ১৭৫৬ টাকায়। জুন মাসেও ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছিল ৭২ টাকা করে। এবার নতুন দামেই গ্যাস পাবেন হোটেল, রেস্টুরেন্টের মালিকেরা।
জুলাই মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? টাকা ঢুকছে কীভাবে বুঝবেন দেখে নিন আজকের প্রতিবেদনে।
তবে এতে বিশেষ লাভ হয়নি সাধারণ ঘরের মধ্যবিত্তদের। ১৪.২ কেজি Gas Cylinder দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি বিগত দুই মাসে। ১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এখন ৮২৯ টাকা। সুতরাং মধ্যবিত্তদের ক্ষেত্রে বিগত কিছু মাস ধরে রান্নার গ্যাসের দাম সংক্রান্ত কোনো সুখবর আসেনি। তবে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার অন্তর্গত যেসব পরিবার রয়েছেন তাদের গ্যাসের ওপর ভর্তুকি প্রদান করা হয়।
নিয়ম অনুযায়ী বছরে ১২ টি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি পান প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার আয়তাভুক্ত পরিবার। প্রতিটি সিলিন্ডারের ক্ষেত্রে ৩০০ টাকা ছাড় দেওয়া হয়। উজ্জ্বলা যোজনার আয়তাভুক্ত উপভোক্তারা আপাতত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার যে দামে কেনেন, সেই দামেই কিনতে পারবেন ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত।
এখন বাকি সমস্ত জনগণ অপেক্ষায় রয়েছেন কবে গ্যাসের দাম কমানো হবে, তাহলে তারা একটু স্বস্তিতে দিন কাটাতে পারবেন। এবং এই মূল্য বৃদ্ধির বাজারে সঠিক ভাবে জীবন যাপন করতে পারবেন।
Written by Sathi Roy.