Free Website Making: বাড়ি বসে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে টাকা রোজগার করুন। পদ্ধতি জেনে নিন স্টেপ বাই স্টেপ
Free Website Making Process
বর্তমান যুগে সকলেই টাকা রোজগার করার বিভিন্ন উপায় খুঁজছেন। তার মধ্যে অন্যতম ফ্রি ওয়েবসাইট তৈরি (Free Website Making). আপনারা হয়তো জানেন, ওয়েবসাইট থেকে প্রতিমাসে ভালো রোজগার করা যায়। ব্যক্তিগত, কিংবা বিজনেস ওয়েবসাইট বানিয়ে আপনিও মোটা টাকা রোজগার করতে পারবেন। তবে তার জন্য আপনাকে জেনে নিতে হবে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে রোজগার করা সম্ভব। আর তার জন্যই আজকের প্রতিবেদন পড়ে নিন।
Free Website Making Process
খুব সহজেই বিনামূল্যে ওয়েবসাইট বানিয়ে তার থেকে ইনকাম করতে পারবেন। আর এই উদ্দেশ্য সফল করার জন্য প্রয়োজনীয় টিপস রইল এই প্রতিবেদনে। এখানে আমরা আলোচনা করে নেব ব্লগারের কথা। যার মাধ্যমে শুরু হতেই পারে আপনার অনলাইন থেকে ইনকাম করার প্রসেস।
১) ব্লগার ড্যাশবোর্ড ওভারভিউ
ব্লগার থেকে যে কোন মানুষ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কারণ এখানে কোন প্রোগ্রামিং লাগেনা। তবে আপনারা ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। বাকি সমস্ত টুলস আপনি ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। ওয়েবসাইটের নাম ঠিক করা, URL সেট করা, থিম ইন্সটল করা এই বিষয়গুলি নিয়ে একবার অনলাইন ভিডিও চেক করে নেবেন।
২) লোগো ডিজাইন করুন
আপনার ওয়েবসাইটের জন্য লোগো ডিজাইন করে নিতে হবে। এর জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন পাওয়া যায়। আপনি যে নামের ওয়েবসাইট তৈরি করেছেন সেই নামের মতো করেই বা সেই নামের সঙ্গে সামঞ্জস্য রেখে লোগো ডিজাইন করে নিন। আর সেই লোগো নিজের ওয়েবসাইটে আপলোড করুন।
৩) থিম কাস্টমাইজ করে নিন
ওয়েবসাইটটির নাম ঠিক হয়ে যাওয়ার পর আর তার লোগো ডিজাইন হয়ে যাওয়ার পর অবশ্যই যেটা জরুরী তা হল থিম কাস্টমাইজ করে নেওয়া। ঠিকঠাকভাবে থিম কাস্টমাইজ করুন যাতে যারা আপনার ওয়েবসাইটের ভিজিট করবে তারা আকর্ষিত হন।
৪) সাইটবার আর ফুটার ডিজাইন
আপনার ওয়েবসাইটের নাম ঠিক করা আর URL সেট করা যখন হয়ে যাবে যখন থিম ইন্সটল করে নেবেন তারপর সাইট বার আর ফুটার গুছিয়ে নিন। একটি ওয়েবসাইটে সাইটবার এবং ফুটারে বিভিন্ন তথ্য উল্লেখ করা থাকে। সাইটবার আর ফুটরে কি কি তথ্য রাখবেন সেটি সঠিকভাবে সাজিয়ে নিন।
৫) পেজ সাজিয়ে ব্লগ পোস্ট করুন
আপনার ওয়েবসাইটের পেজটিকে সঠিকভাবে সাজিয়ে নিয়ে এবার ব্লগ পোস্ট করতে হবে। আর এর জন্য আপনাকে গুছিয়ে ব্লগ লিখে সেটি ঠিকভাবে পোস্ট করতে হবে। আপনি ক্যাটেগরি বেছে নিতে পারেন। কোন ক্যাটাগরিতে আপনার ব্লগ পোস্ট হবে সেটাও এখান থেকে সিলেক্ট করে নিন।
৬) ডোমেইন কানেক্ট ও চ্যাট ফিচার অ্যাড করা
ওয়েবসাইটে ডোমেইন কানেক্ট করা খুব জরুরী। আগের স্টেপগুলি সঠিকভাবে ফলো করা হয়ে গেলে এবার ডমেন কানেক্ট করে নিন। আর এরপর যেটা জরুরী তা হল চ্যাট ফিচার এড করা। সেটাও সঠিকভাবে করে নিতে হবে।
৭) সার্চ ইঞ্জিন ও SEO
ওয়েবসাইটের SEO কতটা গুরুত্বপূর্ণ সেটা তো জানেনই। তাই ওয়েবসাইট বানানোর সময় সেই দিকে অবশ্যই নজর দেবেন। সার্চ ইঞ্জিনে যাতে আপনার ওয়েবসাইটটি আসতে পারে সেই অনুযায়ী এসিও বিল্ড করুন।
৮) গুগল এডসেন্স থেকে ইনকাম
এবার আপনার ওয়েবসাইট গুগল এডসেন্সের সঙ্গে যুক্ত করবেন। এর জন্য আপনাকে এডসেন্স একাউন্ট খুলতে হবে। আপনার ব্লগ যত পপুলার হবে যত বেশি মানুষের কাছে পৌঁছবে আপনার ওয়েবসাইট থেকে ইনকাম হবে তত ভালো।