Government Cards

দেশ এবং রাজ্যের সরকার সাধারণ মানুষের জন্য ইতোমধ্যে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে (Government Card) এই সকল প্রকল্পের সুবিধা পেতে হলে নির্দিষ্ট কিছু সরকারি কার্ড আপনার কাছে থাকতেই হবে (Government Card). জনসাধারণ যাতে সরকারি সুযোগ-সুবিধা পেতে পারেন, তার জন্য সরকার বিভিন্ন ধরনের কার্ড চালু করেছে।

এই কার্ডগুলি সঙ্গে থাকলে আপনি সমস্ত রকম সুযোগ-সুবিধা পাবেন। নির্দিষ্ট প্রকল্পের জন্য যেমন নির্দিষ্ট কার্ড রয়েছে, ঠিক তেমনভাবে বেশ কিছু কার্ড রয়েছে যেগুলি ব্যবহার করে প্রচুর প্রকল্পের সুবিধা পাওয়া যায়। তাই আপনার জেনে রাখা দরকার যে কোন কোন কার্ড আপনার কাছে থাকতেই হবে।

Important Government Cards 2024

কেন্দ্রীয় সরকারের তরফে এমন কিছু কার্ড চালু করা হয়েছে (Government Cards) যেগুলো এই দেশে বসবাস কারী প্রত্যেক মানুষের কাছেই থাকা বাধ্যতামূলক। বা বলা ভালো, প্রত্যেক ভারতীয়দের জন্যই বাধ্যতামূলক। এই ধরনের মোট চারটি সরকারি কার্ড রয়েছে, যেগুলো অবশ্যই প্রত্যেক ভারতীয়দের কাছে থাকা আবশ্যক। আপনি কি জানেন সেই কার্ডগুলো কী কী? আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।

১) আধার কার্ড

আজকের প্রতিবেদনে উল্লিখিত তালিকার প্রথমেই রয়েছে ভারতীয়দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। বর্তমান সময়ে প্রায় সব ক্ষেত্রেই এই কার্ড প্রয়োজন হয়। যেকোনো সরকারি কাজের জন্য আধার কার্ড একটি অবশ্যই গুরুত্বপূর্ণ নথি। আয়কর রিটার্ন দাখিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মোবাইলের কানেকশন নেওয়া, কোন প্রকল্পের জন্য আবেদন জমা, পরীক্ষায় বসা কিংবা চাকরি আবেদন। সমস্ত ক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের। আধার কার্ডের ১২ সংখ্যার নম্বর ভারত সরকার দ্বারা নির্ধারিত করা হয়। প্রত্যেক ভারতীয় তাঁদের বায়োমেট্রিক ডেটা এর সাথে যুক্ত থাকে।

আধার কার্ডের এই নিয়মগুলি জানেন না 90 শতাংশ মানুষ! আর আপনি জানেন তো? না হলেই বিপদ!

২) প্যান কার্ড

এরপর বলা যায় প্যান কার্ডের কথা। প্যান কার্ড বর্তমানে শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, বরং এটি আপনার আর্থিক লেনদেন, আপনার ট্যাক্স পেমেন্ট সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জমা রাখে। আয়কর বিভাগকে একজন ব্যক্তির আয়ের উৎস, কর দায় সম্পর্কে তথ্য প্রদান করে থাকে এই প্যান কার্ড। এছাড়া আয়কর রিটার্ন দাখিলের জন্য প্যান কার্ড সমান হারে গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই কার্ড এখন বিভিন্ন জায়গায় পরিচয়পত্র হিসেবেও ব্যবহার হয়।

৩) সঞ্জীবনী কার্ড

এরপর উল্লেখ করা হবে সঞ্জীবনী কার্ডের কথা। ভারত সরকারের তরফে চালু হওয়া এই কার্ডটি মূলত টেলিমেডিসিন পরিষেবার একটি অংশ। এই কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি ভিডিও কলের মাধ্যমে সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে পারবেন, নিজের রোগ সম্পর্কে আলোচনা করে তার সমাধান সূত্র পাবেন। ‌এই কার্ড হল একটি ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা।‌ এই কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি ঘরে বসে ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন।

বাড়ি বসে পেয়ে যান 5 লাখ টাকার ফ্রি চিকিৎসা। অনলাইনে বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড, পদ্ধতি জেনে নিন

৪) আয়ুষ্মান ভারত কার্ড

এরপর যে কার্ডের কথা না বললেই নয়, তা হল আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট। ভারতবাসী প্রত্যেক ব্যক্তি এর দ্বারা স্বাস্থ্য পরিষেবা পেয়ে যান। এখানে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা চোদ্দ সংখ্যার স্বাস্থ্য আইডি রয়েছে যা ব্যক্তির জন্য একটি ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড হিসাবে কাজ করে। সরকারের তরফে স্বাস্থ্য পরিষেবা পেতে হলে আপনার কাছে অবশ্যই থাকতে হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য একাউন্টের কার্ড।