FD Rate of Interest – আবারও বাড়লো সুদের হার, এই কোম্পানিতে FD করলে মিলবে 8.75% সুদ।

FD Rate of Interest – অতিরিক্ত সুবিধাও মিলবে।

বর্তমানে পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেক মানুষই পেশার বদল ঘটিয়েছেন (FD Rate of Interest)। আবার অনেক পড়ুয়া উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও কাজে যোগদান করতে বাধ্য হয়েছেন। তবে জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে সকলেই ব্যাঙ্ক বা পোস্ট অফিসের স্কিমগুলি বা সেভিংস বা ফিক্সড ডিপোজিট করে থাকেন।

প্রসঙ্গত, সাধারণ মানুষের জন্য দারুন ভালো খবর। আবারও FD তে বাড়লো সুদের হার। আর এটি সম্ভব হয়েছে RBI এর রেপো রেট বাড়ানোর জন্য। কয়েকটি নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা বা NBFC ফিক্সড ডিপোজিট বা FD তে সুদের হার বাড়িয়েছে। (FD Rate of Interest)

আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা, সুবিধা হলো সব পরীক্ষার্থীর

শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কোম্পানি হলো একটি নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা। ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ এর তরফ থেকে এই কোম্পানির FD কে IND AA+/Stable রেটিং দেওয়া হয়েছে। এরপরই গত ১০ আগস্ট থেকে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। সুদের হার বেড়েছে মানেই প্রবীণ নাগরিকেরা বেশি সুবিধা পাবেন। (FD Rate of Interest)

কত শতাংশ বাড়লো সুদের হার?
শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কোম্পানির প্রেস রিলিজ অনুসারে, স্থায়ী আমানত অর্থাৎ যাকে FD বলেই সবাই জানেন, তাতে সুদের হার বার্ষিক ০.২৫ থেকে ০.৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যদি কোনো ব্যক্তি ৫ বছরের জন্য এই কোম্পানিতে FD করেন তবে বার্ষিক ৮.২৫% হারে এবং প্রবীণ নাগরিকেরা ৮.৭৫% সুদের হার পাবেন। (FD Rate of Interest)

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী (WB Employees) কর্মীদের এবার সম্পত্তির হিসেব দেওয়ার নির্দেশ, ধরে ধরে যাচাই হবে

এছাড়া অতিরিক্ত সুবিধাও মিলবে-
প্রেস রিলিজ অনুসারে, প্রবীণ নাগরিকরা বার্ষিক FD তে অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদের হার পাবেন। তবে ম্যাচিওর্ড FD অ্যাকাউন্টের পুনর্নবীকরণ করলে মিলবে বার্ষিক অতিরিক্ত ০.২৫ শতাংশ সুদ (FD Rate of Interest)। এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

DA বৃদ্ধি নিয়ে নয়া সিদ্ধান্ত, রাজি হলো সরকার, কবে থেকে পাবেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button