FD Interest Rate – জব্বর খবর, বাড়লো সুদের হার, আপনার অ্যাকাউন্ট আছে কি এই ব্যাংকে?

FD Interest Rate – দেখে নিন কত দিনের মেয়াদে পাবেন কত শতাংশ সুদ।

গত কয়েকদিনে সরকারি বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকে বেড়েছে স্থায়ী আমানত বা ফিক্স ডিপোজিট (FD Interest Rate) স্কিমে সুদের হারের পরিমাণ। শুধু রোজগার করলেই হয় না, করতে হয় সেটি সঠিক উপায় সঞ্চয়। আর সঞ্চার জন্য সবচেয়ে ভালো স্কিম ফিক্স ডিপোজিট। যেখানে থাকে না কোন নিরাপত্তা বিষয়ক সংশয় অথবা কোন ঝঞ্ঝাট। এবার আবারো ফিক্স ডিপোজিট কিনে সুদের হার বৃদ্ধি করল একটি বেসরকারি ব্যাংক।

সুদ বৃদ্ধির কারণ- (FD Interest Rate)
ভারতে অতি সুপরিচিত আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank) গত ২৮ জুন ২০২২ থেকে কার্যকর করেছে তাদের নতুন হার। গত মে ও জুন মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেটের হার দু’বার বারানোর সিদ্ধান্ত নিয়েছিল। যার ফলে রেপোট বৃদ্ধি পেয়েছে ০.৯০ শতাংশ। আর তাই একপ্রকার বাধ্য হয়েই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ব্যাংক।

সুদের হার বৃদ্ধির পরিমাণ-
ইতিমধ্যেই দেশের বড় বড় ব্যাংক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদি তাদের ফিক্স ডিপোজিটে (FD Interest Rate) সুদের হার বৃদ্ধি করেছে। এবার আবারো আইসিআইসিআই ব্যাংক তাদের সুদের পরিমাণ বৃদ্ধি করল। তবে সবাই পারবেন না এই সুবিধা ভোগ করতে। ব্যাংক ২ থেকে ৫ কোটি টাকার ফিক্স ডিপোজিট স্কিমে সুদের হার রেখেছে ৩.১০ শতাংশ থেকে ৫.৭০ শতাংশ পর্যন্ত। চলুন তাহলে দেখে নেওয়া যাক,

টেট মামলা নিয়ে রাজ্য সরকারের উল্টো চাল, হাসি ফিরছে প্রাথমিক শিক্ষকদের?

কত দিনের মেয়েদের সুদের হার কত- (FD Interest Rate)
১) ৭ থেকে ১৪ দিনের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৩.১০ শতাংশ।
২) ১৫ থেকে ২৯ দিনের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৩.১০ শতাংশ।
৩) ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৩.২৫ শতাংশ।
৪) ৪৬ থেকে ৬০ দিনের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৩.৫০ শতাংশ।
৫) ৬১ থেকে ৯০ দিন পর্যন্ত মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৪.০০ শতাংশ।

৬) ৯১ থেকে থেকে ১২০ দিন পর্যন্ত মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৪.৭৫ শতাংশ।
৭) ১২১ থেকে ১৫০ দিনের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৪.৭৫ শতাংশ।
৮) ১৫১ থেকে ১৮৪ দিনের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৪.৭৫ শতাংশ।
৯) ১৮৫ দিন থেকে ২১০ দিন পর্যন্ত মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার – ৫.২৫ শতাংশ। (FD Interest Rate)

১০) ২১১ দিন থেকে ২৭০ দিনের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৫.২৫ শতাংশ।
১১) ২৭১ দিন থেকে ২৮৯ দিনের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৫.৩৫ শতাংশ।
১২) ২৯০ দিন থেকে ১ বছরের কম মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৫.৩৫ শতাংশ।
১৩) ১বছর থেকে ৩৮৯ দিনের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৫.৫০ শতাংশ।
১৪) ৩৯০ দিন থেকে ১৫ মাসের কম মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৫.৫০ শতাংশ। (FD Interest Rate)

LIC Policy যাদের আছে তাদের এই ডকুমেন্টস জমা না দিলে টাকা পাবেন না, বিশ্বাস না হলে এজেন্ট কে জিজ্ঞেস করুন

১৫) ১৫ মাস থেকে ১৮ মাসের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৫.৫০ শতাংশ।
১৬) ১৮ মাস থেকে ২ বছরের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৫.৭০ শতাংশ।
১৭) ২ বছর থেকে ৩ বছরের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৫.৭০ শতাংশ।
১৮) ৩ বছর থেকে ৫ বছরের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৫.৭৫ শতাংশ।
১৯) ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদে ফিক্স ডিপোজিটে সুদের হার- ৫.৭৫ শতাংশ। (FD Interest Rate)

২ কোটির কম বিনিয়োগে ফিক্স ডিপোজিটে সুদের হার-
গত ২২ জুন ২ কোটির কম বিনিয়োগে এফডিতে সুদের হার বৃদ্ধি করা হয়েছে আইসিআইসিআই ব্যাংকের তরফে। এক্ষেত্রে সুদের হার মিলছে ২.৭৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ পর্যন্ত। অন্যদিকে প্রবীণ নাগরিকদের ফিক্স ডিপোজিটে বিভিন্ন মেয়াদে সুদের পরিমাণ ৩ পয়েন্ট ২৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত। (FD Interest Rate)
প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

PNB এর FD তে বাড়লো সুদের হার, কতটা স্বস্তি পাবেন ব্যাঙ্ক একাউন্ট হোল্ডাররা?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button