Summer Vacation – 3 তারিখ থেকেই খুলছে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ! শুরু হবে বাড়তি ক্লাস। শিক্ষা দপ্তরের বড় আপডেট
গত দুবছর ধরে বৈশাখ পড়তেই এতটাই তীব্র গরম পরে যে নির্দিষ্ট সময়ের আগেই স্কুল, কলেজ গুলোতে Summer Vacation বা গরমের ছুটি দিতে বাধ্য হয় রাজ্যের শিক্ষা দপ্তর। ঠিক এবছরও রাজ্যের স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পড়ার কথা ছিল ৬ই মে। কিন্ত বৈশাখের শুরু থেকেই এতটাই সূর্যের তাপবাহ শুরু হয়েছিল দিনের বেলা কার্যত বাইরে বেরোনো যাচ্ছিল না।
Extra Classes will Start in School After Summer Vacation is Over
বাতাসে যেন লু বইছিল। সেইসাথে শিশু ও বৃদ্ধদের অসুস্থ্যতার মতন খবর শোনা যাচ্ছিল। তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল যার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর Summer Vacation বা গরমের ছুটি এগিয়ে নিয়ে আসেন। ৬ মে পরিবর্তে ২২ এপ্রিল থেকেই গরমের ছুটি পড়ে যায় স্কুল গুলোতে।
স্কুল খোলার দিনটি আগের টাই নির্দিষ্ট ছিল। ২২ এপ্রিল থেকে ২ রা জুন পর্যন্ত ছুটি কাটিয়ে পড়ুয়ারা ৩ রা জুন পুনরায় স্কুলে আসবে। তবে যেহেতু এখনোও লোকসভা নির্বাচন চলছে। লোকসভা নির্বাচনের রেজাল্ট প্রকাশিত হবে ৩ জুন।
যদিও লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের স্কুলগুলোতে ভিন্ন জায়গায় ভিন্ন সময় ছুটি থাকছে। তবে যেহেতু Summer Vacation বা গরমের ছুটি চলছে তাই স্কুল ছুটির বিষয়টি একইসাথে হয়ে গেছে। যদিও প্রায় কয়েকদিন ধরে আগের মতন গরমের তীব্রতা নেই।
গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তরের নতুন সিদ্ধান্ত! শীঘ্রই চালু হতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল
কালবৈশাখীর কারণে প্রায়শই ঝড় বৃষ্টির দরুন অনেকটাই আবহাওয়া শীতল হয়েছে। তাই গরমের ছুটি আর বাড়ানো হবেনা। আগামী ৩ রা জুন রাজ্যের সকল স্কুল, কলেজগুলো পুনরায় খুলে যাবে। যেহেতু গরমের তাপদাহের জন্য অনেকদিন স্কুলের পঠন-পাঠন বন্ধ ছিল তাই স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য নির্দেশ পাঠানো হয়েছে স্কুলগুলোতে।
এই বছর থেকে ইলেভেনের সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং এই পদ্ধতি সম্পর্কে অবগত নয় স্কুল পড়ুয়ারা। এছাড়া নতুন ক্লাস শুরু না হতেই এতদিনের লম্বা সামার ভ্যাকেশন পেয়ে অনেকটাই পঠন পাঠনে ছেদ পড়েছে। তাই স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা দপ্তর
শীঘ্রই গরমের ছুটি শেষ হচ্ছে, কবে খুলবে স্কুল? জরুরী ভিত্তিতে জানালো শিক্ষা দপ্তর।
অনেকদিনের পঠন পাঠনের বিরতির পর পুনরায় স্কুল খোলার আনন্দ পড়ুয়াদের মনে, পড়াশুনা, বন্ধু বান্ধব সব মিলিয়ে স্কুল খোলার আনন্দে মেতেছে পড়ুয়ারা (Summer Vacation). এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।
অনেকদিনের পঠন পাঠনের বিরতির পর পুনরায় স্কুল খোলার আনন্দ পড়ুয়াদের মনে, পড়াশুনা, বন্ধু বান্ধব সব মিলিয়ে স্কুল খোলার আনন্দে মেতেছে পড়ুয়ারা।
Written by Shampa debnathSummer Vacationঅনেকদিনের পঠন পাঠনের বিরতির পর পুনরায় স্কুল খোলার আনন্দ পড়ুয়াদের মনে, পড়াশুনা, বন্ধু বান্ধব সব মিলিয়ে স্কুল খোলার আনন্দে মেতেছে পড়ুয়ারা।
Written by Shampa debnathSummer Vacationঅনেকদিনের পঠন পাঠনের বিরতির পর পুনরায় স্কুল খোলার আনন্দ পড়ুয়াদের মনে, পড়াশুনা, বন্ধু বান্ধব সব মিলিয়ে স্কুল খোলার আনন্দে মেতেছে পড়ুয়ারা।
Written by Shampa debnathSummer Vacationঅনেকদিনের পঠন পাঠনের বিরতির পর পুনরায় স্কুল খোলার আনন্দ পড়ুয়াদের মনে, পড়াশুনা, বন্ধু বান্ধব সব মিলিয়ে স্কুল খোলার আনন্দে মেতেছে পড়ুয়ারা।
Written by Shampa debnathSummer Vacationঅনেকদিনের পঠন পাঠনের বিরতির পর পুনরায় স্কুল খোলার আনন্দ পড়ুয়াদের মনে, পড়াশুনা, বন্ধু বান্ধব সব মিলিয়ে স্কুল খোলার আনন্দে মেতেছে পড়ুয়ারা।
Written by Shampa debnathSummer Vacationঅনেকদিনের পঠন পাঠনের বিরতির পর পুনরায় স্কুল খোলার আনন্দ পড়ুয়াদের মনে, পড়াশুনা, বন্ধু বান্ধব সব মিলিয়ে স্কুল খোলার আনন্দে মেতেছে পড়ুয়ারা।
Written by Shampa debnathSummer Vacationঅনেকদিনের পঠন পাঠনের বিরতির পর পুনরায় স্কুল খোলার আনন্দ পড়ুয়াদের মনে, পড়াশুনা, বন্ধু বান্ধব সব মিলিয়ে স্কুল খোলার আনন্দে মেতেছে পড়ুয়ারা।
Written by Shampa debnathSummer Vacationঅনেকদিনের পঠন পাঠনের বিরতির পর পুনরায় স্কুল খোলার আনন্দ পড়ুয়াদের মনে, পড়াশুনা, বন্ধু বান্ধব সব মিলিয়ে স্কুল খোলার আনন্দে মেতেছে পড়ুয়ারা।
Written by Shampa debnath