ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা দেবেন? প্রস্তুতি শুরু করার আগে জেনে নিন এই টিপসগুলি। পরীক্ষা দিয়ে আপনিও পাবেন স্বপ্নের কলেজ

Engineering Entrance Preparation Tips

ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন অনেকে। ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স (Engineering Entrance Tip) পরীক্ষায় পাশ করে স্বপ্নের কলেজে ভর্তি হতে চান। তবে শুধু ভাবলেই হয় না। সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় বসার আগে নির্দিষ্ট কিছু টিপস জেনে নিন ছাত্র-ছাত্রীরা। এতে আপনাদের প্রস্তুতি সহজ হবে আর পরীক্ষা ভালো দিয়ে পছন্দের ক্যারিয়ারের পথে অগ্রসর হতে পারবেন।

ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি টিপস!

আপনিও যদি ইঞ্জিনিয়ার হবেন বলে ঠিক করে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। প্রায় প্রতিটি কলেজেই ইঞ্জিনিয়ারিং কোর্স এর জন্য এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় ভাল নম্বর করলে তবেই আপনি সেই কলেজে ভর্তি হতে পারবেন। অনেকেই এন্ট্রান্স এর প্রস্তুতি বিভিন্ন কোচিং সেন্টার থেকে নেন। সেটা যেমন জরুরী ঠিক তেমনভাবেই পরীক্ষায় ভালো করার জন্য ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের টিপস জানা জরুরী। কিভাবে প্রস্তুতি নেবেন আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

দেশের সেরা পাঁচটি Engineering College এর তালিকা। এখানে পড়াশোনা করে দুর্দান্ত কেরিয়ার তৈরি করুন।

ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের সেরা ৫ টি টিপস!

১) নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন

ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা দেবেন এমন মনস্থির করে থাকলে আপনাকে নির্দিষ্ট সময়সূচি তৈরি করে নিতে হবে। যেহেতু দশম শ্রেণীর পর থেকেই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রস্তুতি শুরু হয়ে যায় তাই আগের থেকেই সময় মেনে পড়াশোনা করার অভ্যাস তৈরি করুন। ‌এটা মনে রাখবেন আপনার নিয়মানুবর্তিতা আপনাকে আপনার স্বপ্নের পথে অগ্রসর করবে।

২) নিয়মিত প্র্যাকটিস করুন

নির্দিষ্ট সময় মেনে পড়াশোনা করা যেমন জরুরি, ঠিক তেমনভাবেই নিয়মিত প্র্যাকটিস করাও খুব জরুরী। বিভিন্ন বিষয়ে ও সমস্যাগুলি প্র্যাকটিসের মধ্যে রাখুন। নিয়মিত সমস্যাগুলির সমাধানের চেষ্টা করুন। শর্টকাট পদ্ধতিগুলি অনুশীলন করুন। নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকলে পরীক্ষার আগে অনেকটা কনফিডেন্স পাবেন।

৩) সঠিক রেফারেন্স মেনে চলুন

পাঠ্যপুস্তক তো পড়বেনই। ‌তার পাশাপাশি অভ্যাস করুন রেফারেন্স বই পড়ার। রেফারেন্স বইগুলি আপনাকে বিভিন্ন তথ্য প্রদান করবে। ‌কোন একটি বিষয় সম্পর্কে আপনি অধিক তথ্য পেয়ে আরো গুছিয়ে উত্তর করতে পারবেন। বহু অজানা প্রশ্নের উত্তর জেনে যাবেন। তাই পাঠ্যপুস্তকের পাশাপাশি রেফারেন্স বই পড়া অত্যন্ত জরুরী। প্রয়োজনে গুগলেও বিভিন্ন তথ্য সার্চ করে নিতে পারেন।

৪) নিয়মিত মক টেস্ট দিন

নিয়মিত মক টেস্ট দিলে আপনার পরীক্ষার আগে কনফিডেন্স বাড়বে। ‌আপনি কোন জায়গায় দুর্বল রয়েছেন, কোন জায়গায় বেশি করে অনুশীলন করা জরুরী সমস্ত ধারণা পরিষ্কার হবে। আর সেই অনুযায়ী আপনি নিজেকে আরো ভালোভাবে তৈরি করতে পারবেন পরীক্ষার জন্য। তাই অতি অবশ্যই নিয়মিত মক টেস্ট দিতে থাকুন।

ফার্মাসিস্ট কি? ফার্মাসিস্ট এর কাজ কি? ফার্মেসি কোর্স করতে কি কি লাগে? ফার্মেসী কোর্সে ভর্তি, যোগ্যতা ও কাজের সুযোগ কেমন?

৫) আগের বছরের প্রশ্নপত্র দেখুন

সবসময়ই পরীক্ষা দিতে যাওয়ার আগে আগের বছরের প্রশ্নপত্রে একবার চোখ বুলিয়ে নেবেন।অনেক সময় হয় যে আগের বছরের প্রশ্ন রিপিট হয় না। আবার অনেক সময় রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। তবে আগের বছরের প্রশ্ন দেখে নিলে প্রশ্নপত্র সম্পর্কে আগে থেকে একটা ধারণা তৈরি হয়ে যাবে। আগের বছরে আসা প্রশ্নগুলি একেবারে বাদ দেবেন না। চেষ্টা করবেন একটু হলেও দেখে যাওয়ার। বাকিটা নির্ভর করছে আপনার প্রস্তুতির ওপর। আপনার প্রস্তুতি যত ভালো হবে পরীক্ষা ভালো দিয়ে পছন্দের কলেজে ভর্তি হওয়া ততটাই সহজ হবে।

Related Articles

Back to top button