Electricity Unit Charge – আবারও বাড়ছে বিদ্যুৎ বিলের খরচ, সাবসিডি পেতে সময় থাকতে দেখুন New Update.

Electricity Unit Charge – সরকারের তরফে কি ঘোষণা করা হয়েছে দেখে নিন।

প্রায় প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বেড়েই চলেছে (Electricity Unit Charge)। গত ১৮ জুলাই থেকে ফের বেড়েছে জিএসটির হার। এমতাবস্থায় আরো চাপ বেড়েছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সব পরিবারের ওপর। আর এবার আরও একটি ঝটকা দিতে চলেছে সরকার। ফের বাড়তে পারে বিদ্যুৎ বিলের খরচ।

অন্যান্য বছরে তুলনায় এবছর ভারতে গরম একটু বেশি। আর যার ফলে বেড়েছে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (Electricity Unit Charge)। দেশের বিদ্যুৎ কেন্দ্রের কাছে দেশীয় খনিগুলিতে দেখা দিয়েছে কয়লার ঘাটতি। উপরন্তু এটি বর্ষাকাল। পশ্চিমবঙ্গের তেমনভাবে বৃষ্টি না হলেও ভারতের অন্যান্য অনেক জায়গায় বর্ষা তাণ্ডব দেখাচ্ছে ভয়ংকর ভাবে। যার ফলে এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কয়লা উৎপাদন আরো ক্ষতিগ্রস্ত হবে বলে অনুমান করা হচ্ছে।

তবে ভারতে জনসংখ্যার অনুপাতে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে তা বিদ্যুৎ উৎপাদন (Electricity Unit Charge) এবং সরবরাহের ক্ষেত্রে যথেষ্ট নয়। আর তাই সরকারের তরফে প্রায় ১.৫ কোটি টন কয়লা আমদানি করার কথা ভাবা হয়েছে। এটি করবে সরকারি কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)। অন্যদিকে আরো প্রায় ২৩ মিলিয়ন টন কয়লা আমদানি করার পরিকল্পনা করছে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন এবং এনটিপিসি।

পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ১০০ টাকা বিনিয়োগে লাখপতি হওয়ার সুযোগ

তাছাড়াও আরো অন্যান্য সরকারি এবং বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলি আমদানি করতে চলেছে (Electricity Unit Charge) আরও প্রায় ৩৮ মিলিয়ন টন কয়লা। তার মধ্যে ২০২২ সালের মধ্যেই আমদানি করা হবে দেশে প্রায় ৭৬ মিলিয়ন টন কয়লা। যার ফলে মনে করা হচ্ছে আরও ব্যয়বহুল হয়ে উঠবে বিদ্যুৎ।

এ বছর গরমের পরিমাণ এতটাই বেড়েছে যে গত ৯ জুন পর্যন্ত দেশে খরচ হয়েছে সর্বোচ্চ ২১১ গিগাওয়াট বিদ্যুৎ (Electricity Unit Charge)। বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশে এবছর বিক্রি হয়েছে ৬০ লক্ষেরও বেশি এসি। তবে বর্ষার আগমন ঘটতেই কিছুটা কমেছে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ। তবে এমতাবস্থায় বর্তমানে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য কোম্পানিগুলির প্রয়োজন দৈনিক ২১ লক্ষ টন কয়লা।

ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার, এই ব্যবসা একবার শুরু করলে, সাফল্য ঘরে আসবে

কত বাড়বে বিদ্যুৎ বিল?
মনে করা হচ্ছে আগামী দিনে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে ৫০ পয়সা থেকে ৮০ পয়সা পর্যন্ত। জানা গিয়েছে, সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রের (Electricity Unit Charge) মধ্যে দূরত্বের ওপর নির্ভর করে প্রতি ইউনিটের দাম বাড়ানো হবে। অর্থাৎ বন্দর থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পর্যন্ত কয়লা পরিবহন করার খরচ যুক্ত হবে বিদ্যুৎ বিলের খরচের সঙ্গে।

তবে মনে করা হচ্ছে আগামী ১৫ আগস্টের পর থেকে কয়লার ঘাটতি কিছুটা হলেও কমবে। আর বর্ষা শেষ হলে বাড়বে কয়লা উৎপাদনের পরিমাণও। এখন এটাই দেখার কত বাড়ে বিদ্যুৎ বিলের খরচ।
প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

এই নিয়মটি না মানলে পাওয়া যাবে না রেশন, বিশদে জানুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button